সিগারেট চায়ের মিশ্র চুম্বনে
যে জ্বালা চোখে জল আনে-
মাথার ভিতর ফাঁপা কোন স্বরে
ডেকে যাওয়া এক দেশের নামে,
কলমের ডগায় না বলা কথা-
কাগজের বুকে ফেরি করা, এক মিথ্যে ফেরিওয়ালা-
প্রাণের কাঁদন যে সুরে হয়ে যায় গান
এই পাতা ঝরার মৃত সেই সুরে, শুধু হতাশা-
ভাঙ্গাচোরা-পোড়া এই দেশটার তরে,
আমি হৃদয় পেতে দেই, সব ব্যথা নিয়ে নেই পাঁজরে।।
আপন লোহিত নিজ হাতে নিয়ে
নিরুত্তাপ লালটাকে সবুজ লজ্জায় ঢেকে-
মেঘলা নীল, হেমলকের ছায়ায়
যে চেতনা অসাড় হয়ে আছে-
বিবেকের অনিকেত ঐ প্রান্তরে
জানি না, জানি না কেন এই মৃতের ছুটে চলা-
শত অপমান, শত নিরাশায় তবুও কি এক বিস্ময় ঘোরে
আমি হৃদয় পেতে দেই, সব ব্যথা নিয়ে নেই পাঁজরে।।
" ভাঙ্গাচোরা-পোড়া এই দেশটার তরে,
আমি হৃদয় পেতে দেই, সব ব্যথা নিয়ে নেই পাঁজরে।।"
সহজ শব্দে সুন্দর উচ্চারন। :hatsoff:
:shy:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
"শত অপমান, শত নিরাশায় তবুও কি এক বিস্ময় ঘোরে
আমি হৃদয় পেতে দেই, সব ব্যথা নিয়ে নেই পাঁজরে।"
আসলেই খুব সুন্দর ..
ধন্যবাদ।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভালো লাগলো।
O:-)
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
হইতেই পারে না!
You cannot hangout with negative people and expect a positive life.
কি হইতেই পারে না?
বুঝলাম না।:-/
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
চিকন চাকন, ছোট্ট স্বপ্ন দেখা ছোট্ট বালকটি এই লেখা লিখতেই পারে না, অসম্ভব :no: :boss:
You cannot hangout with negative people and expect a positive life.
নেক্সট টাইম আপনি যখন আপ্নের কুকিং ইনভেশনের কোন জাংকুফুড ইনভেন্ট করবেন তখন আমার মেসে পার্শ্বেল করে পাঠাবেন, কেননা ইংলিশ ফর টুডে'তে পড়ছিলাম "জাংকুফুড" খাইলে নাকি মাইনষ্যে মুটা হইয়্যা যায়।। B-)
অখাদ্যগুলো খাইয়্যা টেস্ট করোনোর লাইগ্যা অবশ্য বীমার প্রিমিয়ামের টাকা চার্জ প্রযোজ্য... :grr: :grr:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
এই কারণেই প্রশংসা করতে নাই :no: 😡 😡 😡
You cannot hangout with negative people and expect a positive life.
এর লাইগ্যাইতো আপ্নের রান্নার প্রশংসা করি নাই। :grr: :grr:
বিস্কুটের গুড়া দিয়া জ়েলী খাইতে মঞ্চায়। 🙁 🙁
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
মুগ্ধ ! :thumbup:
🙂
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
দারুন। 🙂 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কবিতা খুব খ্রাপ হইসে :thumbdown: (না খাইতে পাইয়া আমার রান্নারে খারাপ বলার প্রতিশোধ :grr: :grr: :grr: )
You cannot hangout with negative people and expect a positive life.
বিক্রিয়া... ভালা হইছে... এি জন্যই তো তরে আমি কলেজে পিটাইনাই কোনদিন...
-আলীম হায়দার.1312.
কঙ্কি 😮 😮 😮 😮
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
সুন্দর ভাব---ভাল লেগেছে