= বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হল আরো একটি বেদনাদায়ক, মর্মান্তিক ও লজ্জাস্কর অধ্যায়।
= স্নেহাস্পদ মশিউর, রহমান শফিক সহ আরো অনেক সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের এই মর্মান্তিক হত্যাকান্ডে অত্যন্ত মর্মাহত।
= বিডিআর সপ্তাহ উদ্যাপনের সময় ইন্টেলিজেন্সের ব্যর্থতা আর কুচক্রীমহলের ষড়যন্ত্রে প্রাণ দিতে হল দেশপ্রেমিক সেনাবাহিনীর তথা বাংলাদেশের সোনার সন্তানদের।
= এই অপূরণীয় ক্ষতি আমাদের দেশের জন্য বড় বেশি ভারী।
= এই মূহুর্তে বাংলাদেশের বেশিরভাগ বিডিআর সেক্টরগুলো নেতৃত্ববিহীন অবস্থায়। দেশ আজ এক মহা সংকটময় পরিস্থিতিতে পড়েছে।
= টেলিভিশনে শুনলাম (জনাব নানক) দীর্ঘদিনের ষড়যন্ত্র ও কোটি কোটি টাকা ব্যায় করে এই পরিকল্পনা।
= আমার প্রশ্ন, কারা এই কোটি টাকা ব্যায় করেছে? কিভাবে একটি নিয়ন্ত্রিত বাহিনীর সদর-দপ্তরে লিফ্লেট ছড়ানো হয়েছে? কারা এই সুপরিকল্পিত ষড়যন্ত্রে ইন্ধন যুগিয়েছে?
= হয়তো এই সকল প্রশ্নের উত্তরে খুঁজে পাওয়া যাবে তথ্য।
= স্রষ্টার কাছে প্রার্থনা করি বিদেহী আত্মাদের মাগফেরাত।
= প্রার্থনা করি, কুচক্রী ষড়যন্ত্রকারীদের কালো মুখোশ উন্মোচিত হোক। তাদের যথোপযুক্ত শাস্তি হোক।
আমরা এই ষড়যন্ত্রের সবকিছু জানতে চাই। কারা কারা এতে অংশ নিয়েছে, কারা কারা ইন্ধন জুগিয়েছে তাদের সবার বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আশাকরি সরকার আমাদের হতাশ করবে না...
অপেক্ষায় আছি...... দেখি সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয়
তারিক ভাই, আপনার সাথে একমত । এত বড় ঘটনার পেছনে কিছু একটা আছে ।
প্রার্থনা করি খুনীরা শাস্তিপাক আর শান্তিপাক আমার ভাইদের বিদেহী আত্মারা ।
আব্বু, তোমার প্রশ্নগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত। দেশবাসীর গোচরে আসা উচিৎ, কারা এই পুরো ইস্যুটিতে মাস্টারমাইন্ড!
ধন্যবাদ তারিক ভাই। আপনার বক্তব্য স্পষ্ট। আমরা সবাই সব সত্য জানতে চাই।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
hi, Anwar vai
nice to see you here. we are so depressed to see what's going on.
- dalim
তারিক ভাই,
আপনার কথা আমাদের সবারই মনের কথা ...
ডালিম ভাই,
এই জঘন্য ঘটনা আমাদেরকে বাক রুদ্ধ করে দিয়েছে ...
@দেশবাসীর গোচরে আসা উচিৎ, কারা এই পুরো ইস্যুটিতে মাস্টারমাইন্ড!@
আমরা সবাই জানতে চাই যে এর পেছনে ইন্ধন কারা জুগিয়েছে।
শুধু আশাই করতে পারি এরচেয়ে ভালো পরিস্থিতিতে আপনাকে ব্লগে স্বাগতম জানানোর।
আপনার বক্তব্য, সবার কথা জানি না, অন্তত আমার মনের কথা।
এই পরিকল্পনার পিছনে যারা রয়েছে এবং ইন্ধন দিয়েছে সবাইকে যত দ্রুত সম্ভব বিচারের ব্যবস্থা করতে হবে
সৈয়দ সাফী
এই পরিকল্পনার পিছনে যারা রয়েছে এবং ইন্ধন দিয়েছে সবাইকে যত দ্রুত সম্ভব বিচারের ব্যবস্থা করতে হবে
আঙ্কেল,
সালাম।ব্লগে আপনাকে নিয়মিত দেখতে চাই...