রক্তয় যখন বান ডাকো নিজের শরীরে,
তোমার পবিত্র হাতে, বেজন্মা পিচাশে,
তখন আমি কী করে বলো নিশ্চুপ থাকি?
তোমার আগ্নির্স্পশেও যখন কেউ জাগে না
তোমার সম্ভ্রম যখন কাগজের টাকায় বিকোয়
তোমার বোধ যখন বিষক্রিয়ায় অবশ হয়
তখন আর কি লাভ বলো-
তোমার কাছে এই দেশে প্রতিবাদ করে।
এর’চে তোমার মৃত্যুই ভালো
হে বঙ্গজননী।
১৫ টি মন্তব্য : “লজ্জা”
মন্তব্য করুন
😀
তোমার প্রথম পোষ্টে প্রথম হলাম। কবিতা ভাল লিখেছো। ব্লগে স্বাগতম। বাকীরা আসার আগেই দশটা :frontroll: লাগাইয়া ফালাও তো
দিতে নাহি চাহি হায়,
তবু দিতে হয়-
তবু দিতে কয়।
মেহেদী ভাই, দশটা :frontroll: দিলাম।
😀
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
হুমম, ভালো, তবে আরো ভালো করতে হবে :-B
জটিল লিখসোস রে ভাই :thumbup: কবে যে লেখালিখি শিখবো??? 🙁
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ আশহাব ভাই,
তবে সমস্যা হইল আপনি যদি নাই লিখতে পারেন তাইলে
"হুমম, ভালো, তবে আরো ভালো করতে হবে........" এই লেখটা কুন দিক দিয়া বের হইল???
😛
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
একটু ভাব নিলাম আর কি B-) তাই বইলা তুই আমার ভুল ধরস??? 😮 :duel:
লাগা :frontroll: ৫টা এখনি 😡
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
শালা তুই মানুষরে লাগাইতে কস!!!!!!!
তোর কয়টা জমছে খেয়াল আছে????? 😡 😡
R@fee
কেন ভাই??? 😕 আমি আবার কি করলাম??? :-/ আচ্ছা যা, কিবরিয়ারে মাফ কইরা দিলাম :hug: এখন ঠিক আসে তো ;;;
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আরে এই যে ব্লগের বিভিন্ন যায়গায় জমাইতেসস......................
R@fee
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কবিতাটা আরো কিছুদূর লেখা যেতো; ভালো হচ্ছে।
ধন্যবাদ ভাইয়া, এটা ক্লাস ইলেভেনে লেখা, ওয়াল ম্যাগাজিনে দেবার জন্য লেখাতো তাই ছোট।
ভাইয়া লজ্জা দেন কেন এইসব ছাইপাশকে কবিতা বলে :shy: (সম্পাদিত)
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কবিতাটা একটু ছোট হয়ে গেল।
সামনে তোমার আরও সুন্দর লেখা পাওয়ার প্রত্যাশা জানিয়ে গেলাম।
বাহ বাহ.... :clap: :clap: :clap:
-আলীম হায়দার.1312.
ফাযিল কিবরিয়া, বাংলা তো ভাই অসাধারন লেখ, আমার পোষ্টটাতে তাইলে এমন হিব্রু লিখলা কেনু কেনু কেনু???
You cannot hangout with negative people and expect a positive life.