লজ্জা

রক্তয় যখন বান ডাকো নিজের শরীরে,
তোমার পবিত্র হাতে, বেজন্মা পিচাশে,
তখন আমি কী করে বলো নিশ্চুপ থাকি?
তোমার আগ্নির্স্পশেও যখন কেউ জাগে না
তোমার সম্ভ্রম যখন কাগজের টাকায় বিকোয়
তোমার বোধ যখন বিষক্রিয়ায় অবশ হয়
তখন আর কি লাভ বলো-
তোমার কাছে এই দেশে প্রতিবাদ করে।
এর’চে তোমার মৃত্যুই ভালো
হে বঙ্গজননী।

১,১৯২ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “লজ্জা”

  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    দিতে নাহি চাহি হায়,
    তবু দিতে হয়-
    তবু দিতে কয়।

    মেহেদী ভাই, দশটা :frontroll: দিলাম।
    😀


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  2. আশহাব (২০০২-০৮)

    হুমম, ভালো, তবে আরো ভালো করতে হবে :-B
    জটিল লিখসোস রে ভাই :thumbup: কবে যে লেখালিখি শিখবো??? 🙁


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  3. কিবরিয়া (২০০৩-২০০৯)

    ধন্যবাদ আশহাব ভাই,
    তবে সমস্যা হইল আপনি যদি নাই লিখতে পারেন তাইলে
    "হুমম, ভালো, তবে আরো ভালো করতে হবে........" এই লেখটা কুন দিক দিয়া বের হইল???
    😛


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  4. কিবরিয়া (২০০৩-২০০৯)

    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  5. কিবরিয়া (২০০৩-২০০৯)

    ধন্যবাদ ভাইয়া, এটা ক্লাস ইলেভেনে লেখা, ওয়াল ম্যাগাজিনে দেবার জন্য লেখাতো তাই ছোট।

    কবিতাটা

    ভাইয়া লজ্জা দেন কেন এইসব ছাইপাশকে কবিতা বলে :shy: (সম্পাদিত)


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।