ছিন্নস্বর

সিলুয়েটে করতল জমে উঠলে একটা বিছানা ধীরে খুব ধীরে রওয়ানা দিল আস্তাকুঁড়ে
যেখানে প্রতিদিনরাত বার্ধক্য-উপনীতা শুকুতে দেয় কুমড়োর বড়া; ঐ বড়াভাজা মাদুরের
পাশে পিঁপড়ের সারি লাইনে জমাট বিক্ষোভ ফেলে একটা চিকন জলধারা ক্রমশ শৃঙ্খলিত
হতে থাকলে মোলায়েম শকট এসে তার চেহারায় অদ্ভুত রঙ এঁকে দ্যায়।

কাছেই সিঙ্ক্রোনাইজ্‌ড ঘুমের বাসর থেকে জেগে উঠতে পারে কালো কুকুরটি- এহেন
ভাবনা ঠাস্‌ করে বেলুন ফুটে মিলিয়ে যাবার আগে নিঃসরিত বায়ুত্যাগী জোছনা আমাকে
ঠ্যালা দিয়ে রমণে ঠেলে দিতে থাকে আর ভিখেরিপনায় পটু আমার ছোটভাই চেয়ারের
নিচে রাখা গলিত-ঘামসিক্ত তোয়ালে জড়িয়ে দিনকে দিন শুষ্ক হতে থাকে।

তুমি যখন উল্টো ঘুরে কাঁথায় মুখ গুঁজে আলোর বিপরীতে যাচ্ছিলে সেদিকে তাকিয়ে ঐ
পিঁপড়েগুলো অবাক হয়ে হা করে চেয়েছিলো, আর জীবন্ত গান সুর বিছিয়ে মেঝেতে
সরীসৃপ হয়ে জেনে গিয়েছিল কতটা ঢেউ ভাঙলে বালি ভিজিয়ে রক্ত মাটি তৈরি করতে
পারে, এরকম চিন্তায় বার্ধক্য-উপনীতা আমার রমণে বাধা দিতে জোছনার গলা টিপে ধরে।

***
[এটি বেশ পুরোনো লেখা, গত আগস্টে লিখেছি। গতকালকের পোস্টের পরে তাইফুর ভাই একটা কবিতা দিছেন, ঐটা পড়ে আমি সিরিয়াসলি পিরা গেছি। সেই সূত্র ধরে আমারও সিরিয়াস কিছউ বলতএ ইচ্ছা করলো। একন বাসায় ফিরে দেখি ৮০টা মন্তব্য ওখানে!! কোনটা ছেড়ে কোনটার জবাবে কী বলবো বুঝতে পারি নাই। এজন্যে সবার জন্যে একটা বিনীত নিবেদন এই কবিতাখানা।

দ্রষ্টব্যঃ এই কবিতাটি একটি সাইকেডেলিক কবিতা। দৃশ্যকল্প, উপমা এবং জাদু-বাস্তবতা নিয়ে কিছু কাজ করেছিলাম সে-সময়ে। সেটার ফলাফল এরকম রচনা।

শেষ কথাঃ কী মনে করে জানি সাইকেডেলিকের বাংলা অর্থ দেখতে গেছিলাম। যা পেলাম সেই শব্দটা হলো “অমূলপ্রত্যক্ষজনক”! 😕 ]

৩,১৫৩ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “ছিন্নস্বর”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    জীবনের এই সায়াহ্নে এসে মনঃকষ্টে আমি ভাবি-
    ‘জ্ঞানের অথৈ সাগরে কেন যে খাচ্ছি এত খাবি?’
    ভাষার বুনন শিখতাম যদি তবে কি আর হত এমন দশা
    আরে ধুর! কয়েল জ্বলছে…তবুও কামড়াচ্ছে কেন মশা???

    কপিরাইটঃ জুনা ভাই


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    দৃশ্যকল্প : বিছানা ধীরে খুব ধীরে রওয়ানা দিল আস্তাকুঁড়ে
    মাদুরের পাশে পিঁপড়ের সারি লাইনে জমাট বিক্ষোভ
    কালো কুকুরটি

    আমার ছোটভাই
    কাঁথায় মুখ গুঁজে আলোর বিপরীতে যাচ্ছিলে

    উপমা : সিলুয়েটে করতল জমে উঠলে
    চিকন জলধারা ক্রমশ শৃঙ্খলিত হতে থাকলে

    সিঙ্ক্রোনাইজ্‌ড ঘুমের বাসর

    নিঃসরিত বায়ুত্যাগী জোছনা

    জাদু-বাস্তবতা : মোলায়েম শকট
    এহেন ভাবনা ঠাস্‌ করে বেলুন ফুটে

    ঢেউ ভাঙলে বালি ভিজিয়ে রক্ত মাটি

    বুঝতেই পারছো কতোবার এই "সাইকেডেলিক কবিতাটি" আমাকে পড়ে পড়ে এইসব বুঝতে হয়েছে। :hatsoff: আন্দালিব।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ইয়ে...আন্দালিব...
    বলতে চাচ্ছিলাম যে, তোমার কবিতাগুলার সাথে যদি "আমার বই" এর মত কিছু "শব্দার্থ" দিয়ে দিতা, তাইলে একটু হালকার উপর ঝাপসা হইলেও বুঝার চেষ্টা করতাম... 😕
    যেমনঃ সাইকেডেলিক তো দূরের কথা, আমি তো জাদু বাস্তবতা মানেও জানিনা... :no:

    তবু, তোমার মত বড় মাপের কবি যে সিসিবি তে লেখে, এইটা ভাবতেও খুব গর্ব লাগে... :hatsoff:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)
    কী মনে করে জানি সাইকেডেলিকের বাংলা অর্থ দেখতে গেছিলাম। যা পেলাম সেই শব্দটা হলো "অমূলপ্রত্যক্ষজনক"!

    আন্দালীব একটা চরম গাব... ;))
    আরে, তুমি যদি ইংলিশ টু হিব্রু ডিকশোনারি দেখ তাইলে তো এরকম দেখাবেই... :-B
    যাই হোক, পরে মনে করে সাইকেডেলিকের বাংলা জানিয়ে দিও... :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    আন্দালিব, অনেক বড় মনের মানুষ তুই, আমার ছেলেমানুষিকে সিরিয়াসলি নিস নাই ... ধন্যবাদ। :salute:

    তোর লিখা পড়ে এতটুকু বুঝি ... তুই কাব্য নিয়ে চর্চা এবং পড়াশুনা করিস। তুই সিসিবিকে সম্পূর্ন ভিন্ন এক মাত্রা দিয়েছিস ... দিয়ে যাচ্ছিস :boss:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. রহমান (৯২-৯৮)
    কাছেই সিঙ্ক্রোনাইজ্‌ড ঘুমের বাসর থেকে জেগে উঠতে পারে কালো কুকুরটি- এহেন
    ভাবনা ঠাস্‌ করে বেলুন ফুটে মিলিয়ে যাবার আগে নিঃসরিত বায়ুত্যাগী জোছনা আমাকে

    😮 😮 😮
    ~x( ~x( ~x(
    :no: :no: :no:
    🙁 🙁 🙁

    somebody help!!! help!!! help!!!

    জবাব দিন
  7. তানভীর (৯৪-০০)

    আন্দালিবের কবিতাটা পড়ে মোটামুটি বুঝে গেছি এইবার। কিন্তু এইটাকে যে সাইকেডেলিক বলে জানতাম না।
    লাবলু ভাইয়ের কমেন্ট পড়ে বুঝলাম তুমি এইগুলা নিয়া ব্যাপক পড়াশুনা করেছ। তোমাকে এজন্য :hatsoff: ।
    আর চমৎকার বিশ্লেষণের জন্য লাবলু ভাইকে :salute:

    কত কিছু অজানা রে!!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।