টেবিলে বসে ছিলো একাকী চায়ের কাপ
পাশের পিরিচে ছাইয়ের দাগ, অথবা পিঁপড়ের লাশ
টেবিলের চারপাশে এলোমেলো চেয়ার নির্ঘুম-
যারা চলে গেছে তাদের জন্যে নীরবতা সেখানে আজ।(১)
(কোরাস)
আমাদের যেদিন গিয়েছে চলে, যাবার আগে যায়নি তো বলে
সেদিন কি একেবারে গেছে হারিয়ে, হৃদয়ের সীমানা বহুদূর ছাড়িয়ে||
আমরা জেনেছি পৃথিবীর দিনরাত মানুষের জন্য নয়
পিরিচের ঘূর্ণিতে ছিটকে যাবে জলবিন্দুর স্রোত
মিছে প্রেম, মিছে কথা, শুধু অযথা আলাপে মশগুল
যারা ছিলো টেবিলের পাশে, তারাও জানেনি “সবই ফুরাবে”।
(কোরাস)
সেখানে যেসব একা একা রাত ভরে ওঠে রোদ হাসিতে
বন্ধু-খেলায় মেতেছে যারা, তাদের চোখে হর্ষ জল
তোমরাও রেখে যাবে চিহ্ন অসীম, চায়ের পিরিচে
টেবিলের চারপাশে এলোমেলো চেয়ারে নির্ঘুম।
(পুনঃ১)
(কোরাস)
***
– অনীক আন্দালিব
১৯.১০.৯
*উৎসর্গঃ হেম, তোকে।
🙂
হাহ আমি ১ম :awesome:
:clap:
সবই ঠিক ছিল, শুধু একটা সমস্যা। লিরিক ২.০ এর আগে লিরিক ১.০ আসার কথা; ঐটারে খোমাখাতা থেকে উড়ায় নিয়াসেন এইখানে। :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঐটা ভালো হয় নাই। এমনকি লিরিক লিরিকও লাগতেছে না। ঐটা ঘষামাজা করে দিবো: লিরিক ১.২ হিসাবে। 😀
চমৎকার। :thumbup:
থ্যাংকু তানভীর ভাই। আমার খুব প্রিয় দুস্তের অনুরোধে লিরিক লেখার চেষ্টা করলাম... 🙂
ভালো লিখেছো ভাইয়া 🙂
সুরটা দিয়ে দিতে একসাথে 😛
আমি তো সুর বিষয়ে কানা। শিখি নাই, জানিও না কীভাবে সুর দিতে হয়। তবে ধাঁচটা বলতে পারি। কোল্ড প্লে ব্যান্ডের একটা গান আছে-- Viva La Vida
এখানে একটা স্যাম্পল দেয়া আছে
শুনে দেখতে পারেন। অনেকটা এমন হবে এটার সুর। 🙂
আমার ইউসার নেইম চাইছে, 😕
youtube থেকে শুনে নাও ।
ভাল লেগেছে । :clap:
ধন্যবাদ শোভন :hatsoff:
:guitar: :guitar: :guitar:
:tuski: :awesome: :dreamy:
গান লিখছো নাকি আন্দালিব। 🙁
গান আর সুরের ব্যাপারে আমি আবার ভীষন অজ্ঞ, মুহম্মদের লাস্ট পোস্টে মোৎজার্টের ভয়ের সুরটাকে আমার মোটেই ভয় ভয় লাগেনি। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, আমিও সুরের ব্যাপারে কানা। অনেক গান শুনি, ভালো লাগে, মুগ্ধ হই। কিন্তু ভেতরের কলকব্জা জানি না আরকি। অনেকটা কম্যুনিস্ট মেনিফেস্টো না পড়ে সাম্যবাদী হওয়ার মতো ব্যাপার! 😛
তবে হেম সুর দিবে। তারপরে অডিওসহ হাজির হবো! :-B
আন্দা, হেম কে? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার বুয়েটের বন্ধু। এখন বাংলালিংকে চাকরি করে। ওর অনুরোধেই লিরিকটা লেখা। ও সুর দেয়ার জন্যে লিরিক খুঁজতেছিলো। 🙂
ewe...I though you were talking about the heme that binds and transports your precious oxygen to keep your heart beating though. :))
by the way লিরিক ভালো হয়েছে।
অর্ধেক বাংলা-অর্ধেক ইংরেজি , এটা কী ধরণের মন্তব্য?
ভালো করে লিখ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সেই 'হেম'কে তুই বলে সম্বোধন করবো কেন? হাহাহা।
হেমের নামটা কিন্তু চমৎকার।
গানটা শোনার অপেক্ষায় থাকলাম... :dreamy:
দেখতে এবং শুনতে কেমন জানি লাগছে... :-B
'ছাড়িয়ে' করে দেয়া যায় না????
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ্যাঁ বস, অবশ্যই সুর দেয়া হলেই আপনাদের সামনে নিয়ে আসবো। :party:
"ছাড়িয়ে" করা হলো। আমারও ওটা নিয়ে খুঁতখুঁত ছিলো কিছুটা।
আরো কোন সাজেশন থাকলে বলবেন। :hatsoff:
সাজেশন না শুধু, নির্দেশ দিলাম...
এর পরেরটা আমাদের কাউরে উৎসর্গ করিও... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস, এর পরেরটা একজন বুকিং দিয়ে ফেলেছে। :shy: তারপরেরটা শিওর আপনাদের কাউকেই উৎসর্গ করুম। 😀
আমিও আসি লাইনে ;))
ওকে ভাবী। আপনাকেও লাইনে রাখলাম। 🙂 :hatsoff:
এখন খালি কোরাস গাওয়ার লোক টাকে নিয়ে আসেন :grr: :grr:
:clap: :clap: :boss: :boss:
কোরাস যে কাকে দিয়ে গাওয়াই! :-B
আন্দার এই লিরিকটা বুঝলাম কেম্নে? আরে আমি তো দেখি সিরিয়াস পাঠক হয়ে যাচ্ছি!! :dreamy: :dreamy: :dreamy:
আসলেই দারুণ হয়েছে আন্দালিব। এখন সুরের অপেক্ষায় থাকলাম। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জ্বি বস, আমার এতো দিনের সাধনা সফল হয়েছে। আমি একটা লেখা দিয়েছি যেটা সবার ভালো লাগছে, সবাই বুঝতে পারছে। এর চেয়ে বড়ো পাওয়া আর কী হতে পারে! :hatsoff: 😀
অল্টারনেটিভ রক, হু হু 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
মিউজিক ছাড়াই আপনের অল্টার লাগতেছে! মিউজিক দিলে তো কইবেন থ্র্যাশ মেটাল! 😮
নাহ জোম্বি মেটাল 😀
গানটা তাইলে গেয়েই ফেলিঃ
:guitar: :goragori: :guitar:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বাহ, ভালো ছিলো...। :dreamy:
সুর ছাড়া পড়তে অসুবিধা হচ্ছে 😛
গায়ক হিসেবে সুমন (অর্থহীন) এর কথাটাই প্রথম মনে হলো । সুর দিলে আপলোড করে দিস । লিরিক ভাল হয়েছে ।
সুর ছাড়া আসলে এটাকে কবিতা-ই মনে হচ্ছে। সুর দেয়া হলে আমি আবার পোস্ট দিবো। রেকর্ড করে তারপরে গান পোস্ট। 🙂
ক্যাম্নে কি? 😕 কানা নাকি ঠোসা? সুর দ্যাখে কেমনে???
এইটা মনে হয় বুঝছি। এলোমেলো বসে আছো চেয়ারে, তাই নির্ঘুম রাত কেটেছে। সোজা হয়ে বসলে ঘুম আসবে :-B
~x( :bash: নাহ্, হয়নি মনে হয় :no: । ঐ তাইফুর কই গেলি, আবার উচ্চ নম্বরের সিড়ি চাই 🙁
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
O:-)
আন্দালিব , অসাধারণ................. আমারে ১ তা লিরিক লিখে দিবা?? এই রকম ..........
ইমরান ভাই, আমি তো সেভাবে লিখি নাই কখনো। তবে চেষ্টা করবো। 🙂