লিরিক ২.০: টেবিলের চারপাশে

টেবিলে বসে ছিলো একাকী চায়ের কাপ
পাশের পিরিচে ছাইয়ের দাগ, অথবা পিঁপড়ের লাশ
টেবিলের চারপাশে এলোমেলো চেয়ার নির্ঘুম-
যারা চলে গেছে তাদের জন্যে নীরবতা সেখানে আজ।(১)

(কোরাস)
আমাদের যেদিন গিয়েছে চলে, যাবার আগে যায়নি তো বলে
সেদিন কি একেবারে গেছে হারিয়ে, হৃদয়ের সীমানা বহুদূর ছাড়িয়ে||

আমরা জেনেছি পৃথিবীর দিনরাত মানুষের জন্য নয়
পিরিচের ঘূর্ণিতে ছিটকে যাবে জলবিন্দুর স্রোত
মিছে প্রেম, মিছে কথা, শুধু অযথা আলাপে মশগুল
যারা ছিলো টেবিলের পাশে, তারাও জানেনি “সবই ফুরাবে”।

(কোরাস)

সেখানে যেসব একা একা রাত ভরে ওঠে রোদ হাসিতে
বন্ধু-খেলায় মেতেছে যারা, তাদের চোখে হর্ষ জল
তোমরাও রেখে যাবে চিহ্ন অসীম, চায়ের পিরিচে
টেবিলের চারপাশে এলোমেলো চেয়ারে নির্ঘুম।

(পুনঃ১)
(কোরাস)

***
– অনীক আন্দালিব
১৯.১০.৯

*উৎসর্গঃ হেম, তোকে।

৩,৬৭৩ বার দেখা হয়েছে

৪৪ টি মন্তব্য : “লিরিক ২.০: টেবিলের চারপাশে”

  1. রকিব (০১-০৭)

    সবই ঠিক ছিল, শুধু একটা সমস্যা। লিরিক ২.০ এর আগে লিরিক ১.০ আসার কথা; ঐটারে খোমাখাতা থেকে উড়ায় নিয়াসেন এইখানে। :-B


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    গান লিখছো নাকি আন্দালিব। 🙁

    গান আর সুরের ব্যাপারে আমি আবার ভীষন অজ্ঞ, মুহম্মদের লাস্ট পোস্টে মোৎজার্টের ভয়ের সুরটাকে আমার মোটেই ভয় ভয় লাগেনি। 🙁


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    গানটা শোনার অপেক্ষায় থাকলাম... :dreamy:

    হৃদয়ের সীমানা বহুদূর ছাড়ায়ে||

    দেখতে এবং শুনতে কেমন জানি লাগছে... :-B
    'ছাড়িয়ে' করে দেয়া যায় না????


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আন্দার এই লিরিকটা বুঝলাম কেম্নে? আরে আমি তো দেখি সিরিয়াস পাঠক হয়ে যাচ্ছি!! :dreamy: :dreamy: :dreamy:

    আসলেই দারুণ হয়েছে আন্দালিব। এখন সুরের অপেক্ষায় থাকলাম। :thumbup:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. রহমান (৯২-৯৮)
    আমি তো সুর বিষয়ে কানা
    বস, আমিও সুরের ব্যাপারে কানা

    ক্যাম্নে কি? 😕 কানা নাকি ঠোসা? সুর দ্যাখে কেমনে???

    এলোমেলো চেয়ারে নির্ঘুম

    এইটা মনে হয় বুঝছি। এলোমেলো বসে আছো চেয়ারে, তাই নির্ঘুম রাত কেটেছে। সোজা হয়ে বসলে ঘুম আসবে :-B

    ~x( :bash: নাহ্‌, হয়নি মনে হয় :no: । ঐ তাইফুর কই গেলি, আবার উচ্চ নম্বরের সিড়ি চাই 🙁

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।