কালবৈশাখী
ধূলা বালি শিমুল তুলা
খড়কুটা ঝরা পাতা
শোঁ শোঁ শোঁ পাগলা হাওয়া
রাতকানা চোখে
খিচখিচে ধোঁয়া।
গুড় গুড় গুড় মেঘের ডাক
কড় কড় কড় বিজলীর হাঁক
মড় মড় মড়াত
কড় কড় কড়াত
ঘরের চাল গাছের ডাল
কলা বাগান পেপের ক্ষেত
জলে ভেজা বজ্রপাত
শেকড় বাকড় চিতপাত।
[০১.০৫.২০১৪ রাতে যেমন দেখলাম]
পরথম । 😀
ভাই ট্যাগ করছেন 'খবরে'। কিন্তু পোষ্ট দিছেন ৪ দিন পর। :)) :)) :))
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
:chup: ডিসট্রেস সিগনাল দিয়েছিলাম। মনে পড়ে-
পুরাদস্তুর বাঙ্গাল
তবে পরথম কমেন্টের জন্য :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
:ahem: ট্যাগ অবশ্য একটা ফন্দী B-)
পুরাদস্তুর বাঙ্গাল
:boss:
ভাল্লাগছে
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সামি :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
কবিতা ভাল লাগছে মোস্তাফিজ ভাই :boss:
ঝড় আমার প্রিয় একটা জিনিষ, যেকোন সময় যেকোন ধরনের ঝড় আমি দারুন এঞ্জয় করি। যদিও জিনিষটা খুবই ধ্বংসাত্মক তারপরেও ঝড়ের জন্য আক্ষরিক অর্থেই অপেক্ষা করি।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 এমন একটা ঝড় আসুক...
পুরাদস্তুর বাঙ্গাল
রাতকানা চোখে
খিচখিচে ধোঁয়া। :gulti:
Truth is beauty, beauty is truth.
;))
পুরাদস্তুর বাঙ্গাল