কালবৈশাখী

কালবৈশাখী

ধূলা বালি  শিমুল তুলা
খড়কুটা ঝরা পাতা
শোঁ শোঁ শোঁ পাগলা হাওয়া
রাতকানা চোখে
খিচখিচে ধোঁয়া।

গুড় গুড় গুড় মেঘের ডাক
কড় কড় কড় বিজলীর হাঁক
মড় মড় মড়াত
কড় কড় কড়াত
ঘরের চাল গাছের ডাল
কলা বাগান পেপের ক্ষেত
জলে ভেজা বজ্রপাত
শেকড় বাকড় চিতপাত।
[০১.০৫.২০১৪ রাতে যেমন দেখলাম]

১,৫৮২ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “কালবৈশাখী”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    কবিতা ভাল লাগছে মোস্তাফিজ ভাই :boss:

    ঝড় আমার প্রিয় একটা জিনিষ, যেকোন সময় যেকোন ধরনের ঝড় আমি দারুন এঞ্জয় করি। যদিও জিনিষটা খুবই ধ্বংসাত্মক তারপরেও ঝড়ের জন্য আক্ষরিক অর্থেই অপেক্ষা করি।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহমুদুল (২০০০-০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।