দোয়াপ্রার্থী (ভোট না :p)

আজকে এইচ এস সি ২০১২ এর ফল প্রকাশিত হবে । টেনশনে মাথা খারাপ হবার জোগাড় । কাজেই সব বড় ভাই এবং আপুদের কাছে স্পেশাল দোয়া চাইতেছি ক্যাডেট ২০০৬ ইনটেক এর জন্য । ইনশাল্লাহ ক্যাডেটরা আবার আপনাদের সম্মান রাখতে সক্ষম হবে (আমিন :p )। আর যারা রেসাল্ট দেখতে চাইতেছেন তাদের জন্য এই লিঙ্কটা আশা করি কাজ হবে । ইনশাল্লাহ সব আপডেট জানাবো ।
আপডেট ১ : সর্বমোট ৬১ হাজার জিপিএ ৫

৫৮৯ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “দোয়াপ্রার্থী (ভোট না :p)”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।