গুড়াকাব্য রিলোডেড: ইহা একটি পুরুষবিদ্বেষী পোস্টের জবাব

[তাইফুর ভাইয়ের কমেন্টের সূত্র ধরেই লিখতে গিয়েছিলাম। কিন্তু বড় হয়ে যাওয়ায় পোস্ট আকারেই দিয়ে দিলাম। এটি তীব্র সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী এবং সংকীর্ণ পুরুষতান্ত্রিক একটি পোস্টের জবাবের জবাব। কাব্যগুলোয় আপাত দৃষ্টিতে নারীদের পক্ষ অবলম্বন করলেও কবি আড়ালে বলেছেন অন্য কথা যা সেই প্রাক্তন পোস্টকেই সাপোর্ট করে । যার নমুনা প্রতিটি কাব্যের অর্থের ভিতরেই লুক্কায়িত….এবং যাহা অতীব সত্য :grr: :grr: ]

এক.
বিকেল বেলা চটপটি
পড়ে থাকে কটকটি

[অর্থ: প্রেমিকার সঙ্গে ডেট করে আইসিডিডিআরবিতে ভর্তি ………………..]

আসল অর্থ: প্রেমিকার সাথে ডেট করাকে কবি লুজ মোশনের সাথে তুলনা করেছেন। মানে পুরুষদের লুজ অংশটির নাম নারী। এরচেয়ে সত্য কথা সারা জীবনে শুনছি কিনা সন্দেহ আছে 😛

দুই.
ভেলকি লাগরে লাগ
ঝাড়ুর পিঠে ভাগ

[অর্থ: বিপ্লবী নারী সংহতির মিছিলে ভুলে ঢুকে পড়েছিলেন হোমো এরশাদ …………………..]

আসল অর্থ: প্রথমত তিনি বলতে চেয়েছেন নারীর নিজস্ব কোনো শক্তি নেই। ঝাড়ুর মত এখানে সেখানে পড়ে থাকা একটি বস্তুই তাদের শক্তি। তাই নারী সংহতির মিছিল মানেই ঝাড়ুর মিছিল। ১০০% সঠিক কথা। দ্বিতীয়ত নারীদের চাহিদা অনেক…সেখানে এতগুলো নারীর কাছে একজন পুরুষ তাও আবার হোমো!…এটা তাদের জন্য নি:সন্দেহে অবমাননাকর। কবি নজরুল নারীর এ ধরনের চাহিদা নিয়েই লিখেছেন- রমণীর মন, একজনে তুষ্ট নয়, যাচে বহুজন। আর তাদের মিছেলে ভুল করে কোনো পুরষ ঢুকবে কেনো? যেখন এয়ারটেল বলছে ভালোবাসার টানে পাশে আনে….ভালোবেসে চিট করো তাও সই। বুদ্ধি দৌঁড়ায়….

তিন.
পাশের বাড়ির হাদা
বাসর ঘরে খামচি খেয়ে
ভ্যাকসিনে হল আধা

[অর্থ: বাসর ঘরে ভুলে ঢুকে পড়া বেড়ালকে কখনো মারতে নেই। পুরনো গল্প বিশ্বাস করলে খবর আছে …..]

আসল অর্থ: শুধুমাত্র বাসরঘরে ঢোকাকে মেয়েরা জীবনের একটি ভুল মনে করে (এছাড়া যেকোনো ঘরে ঢুকতে তারা রাজি)….তবুও সমাজের চাপে সে যখন ঢুকেই পড়ে তখন প্রচলিত রীতি অনুযায়ী সে চায় ………..মোদ্দা কথা বিড়াল মারতেই হবে। এটাও তার চরিত্রের আর একটি চাহিদার দিক।

চার.
রাতে ডাকিস, কি চাস
মুরগির ঝোলে ভাত খাস

[অর্থ: কচি মুরগির ঝোল স্বাস্থ্যের জন্য উপকারি। বিয়ের ২৫ বছর পর এটাই পুরুষের খাদ্য ………..]

আসল অর্থ: বিয়ের বয়স ২৫ হোক আর ১ হোক এটাই নারীদের স্বাভাবিক কথা বলার টোন। কি চাস? যারা মুখে বলে না(অবলা) তারা চোখে বুঝায় x-( । কিন্তু সচেতন পুরুষ সেটার তোয়াক্কা না করলেই পরক্ষণে অনুযোগ….সারাদিন বহুত কচি মুরগি দেইখা(দেখার স্থলে অন্য পরিভাষাও ব্যবহার করা যায়) আসছো… রুড়া মুরগি আর রোচে না 😡

পাঁচ.
পাশের বাড়ির শাশুড়ি
খায় শুধু ডাল-পুরি

[অর্থ: এটা একটি প্যাকেটজাত খাদ্যপণ্যের প্রস্তাবিত বিজ্ঞাপন ………………..]

আসল অর্থ: নারীর একদম মনের কথা এটি। পাশের বাড়ির শ্বাশুড়িকে দেখো———–সারাদিন আনন্দে ডালপুরি খাচ্ছে……কি আনন্দেই না রাখছে তার জামাই। আর তুমি আজ পর্যন্ত হাসি মুখে এক্টা সালামও দাও না। কিন্তু আসল সত্য ভিন্ন। নারীর চাপে ছোটবেলা থেক নিজের মাকেও যতবার মা না ডাকছে তারচেয়েও বেশিবার শ্বাশুড়িকে মা ডাকতে হয়। নয়ত….তাদের সিম্বল ঝাড়ু তো আছে। হায় নারী চরিৎ

ছয়.
ফেয়ার অ্যান্ড ম্যানলি
মুখে মাখলে লাভ কি

[অর্থ: হেভি মাঞ্জা মেরে ডেট করতে যাওয়ার পথে ইভটিজিংয়ের অপরাধে ১ মাসের কারাদণ্ড ……..]

আসল অর্থ: এটাও প্রেমিকার মনের কথা। ফেয়ার এন্ড ম্যানলি মাখছো??!!?? হঠাৎ মনে রঙ লাগছে! খুব রঙ লাগছে? কারে ইমপ্রেস করতে মাখছো জানি না বুঝি(আসলে কিছুই জানে না)।ক্যান পাশে হাত দইরা বইসা আছি ভালো লাগে না। দাড়াও দেখাচ্ছি মজা। তোমার মজা কেমন কইরা সাজা হয় দেখো। স্লামালিকুম সার্জেন্ট ভাইয়া। আপনাকে দেখতে ঠিক ঢাকা ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের মত লাগছে(পুলিশ তো খুশি…হ্যায় ছাগল নাইয়া পাশ)। ভাইয়া আমারে যে কত লাইক করত(পুলিশ আেরা খুশি)। আচছা দেখুন তো ভাইয়া, ওই ছেলেটা আমাকে সেই কখন থেকে টোন করছে…….

এবং পাদটিকা: ধন্যবাদ লাবলু ভাইকে। তাঁর পুরুষবিদ্বেষী(যদিও আসলে তা না) হাফডজন “গুড়াকাব্য” আমাকে আসল অর্থ উদঘাটনে অনুপ্রাণিত করেছি। আমার এই পোস্ট আবারো নারীদের জন্য নিষিদ্ধ। পুরেষদের জন্য অবশ্যপাঠ্য। নারীরা পড়লে নিজ দায়িত্বে পড়বেন :grr: ।

৩,১৫২ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “গুড়াকাব্য রিলোডেড: ইহা একটি পুরুষবিদ্বেষী পোস্টের জবাব”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    লাবলু ভাইয়ের ছদ্মবেশী পুরুষ বিদ্বেষী (!!) পোস্টের আসল মর্ম অন্তরের চিপা দিয়ে অনুভব করে আমাদের মত আম কাঁঠাল জনতার বুঝার সুযোগ করে দেয়ার জন্য টিটু ভাইরে ধন্যবাদ।
    :hatsoff:

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    :)) ঠিকাছে। লাবলু ভাই এত দুষ্টু। আপনি ফাঁস না করে দিলে তো জীবনেও বুঝতে পারতাম না 😀

    অনটপিক: বানান ভুল গুলা ঠিক কৈরা দিয়েন সময় করে।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. রেজওয়ান (৯৯-০৫)

    ব্যাপক নারী বিধ্বংসী পোস্ট :grr:
    টিটো ভাই ইদানিং এ কারের সাথে দোস্তি করছেন মনে হয় ? 😉
    যাউজ্ঞা, আপনার ১ লাখের জন্য ধইন্যা, যথা সময়ে ফেরত পাইবেন 😛

    জবাব দিন
  4. আমিন (১৯৯৬-২০০২)
    গুড়াকাব্য রিলোডেড: ইহা একটি পুরুষবিদ্বেষী পোস্টের জবাব
    লিখেছেন : টিটো রহমান (৯৪-০০)
    বিভাগ : আলোচনা, খবর, খেলাধুলা, ছড়া, দর্শন, দিনলিপি, পড়াশোনা, বরিশাল, বিজ্ঞান, ব্লগর ব্লগর, রম্য রচনা, রাজনীতি, স্যাটায়ার

    পোস্টের ট্যাগ দেখে তো মাথা চুলকায় .........

    জবাব দিন
  5. রাব্বী (৯২-৯৮)

    পুরুষ বিরোধী সকল ষড়যন্ত্রের নীল-নকশাকারী অশুভ সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের দেশীয় দোসরদের কালহাত রুখে দিতে হবে। ফুরুষের ইজ্জত লই ছিনিমিনি খেলা ছৈলতো ন 😛


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  6. তাইফুর (৯২-৯৮)

    পুলাপাইনের সাহস দেইখা অবাক হইলাম ... 😮
    লাবলু ভাইয়ের পোস্টের পোস্টমর্টেম ... ~x(
    আমি থাকতে লাবলু ভাইরে আর কেউ ঠ্যাক দিব আর আমি চাইয়া চাইয়া দেখুম ?? x-(


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  7. টিটো রহমান (৯৪-০০)

    তাইফুর (৯২-৯৮) বলছেন- পুলাপাইনের সাহস দেইখা অবাক হইলাম :boss:
    লাবলু ভাইয়ের পোস্টের পোস্টমর্টেম ::salute::
    আর
    আর
    আমি চাইয়া চাইয়া দেখুম আমি থাকতে লাবলু ভাইরে কেউ ঠ্যাক দিব :dreamy: :dreamy: :dreamy:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  8. জুনায়েদ কবীর (৯৫-০১)

    টিটো ভাই প্রথমেই আপনাকে ধন্যবাদ এই বিষয়টার উপর আলোকপাত করার জন্য... 😀
    একটি বিশেষ মহল পুরুষবিদ্বেষী বক্তব্য প্রদান করে ব্লগের পরিবেশ অশান্ত করে তুলতে চায়। আপনার এই পোস্ট তাদের জন্য উপযুক্ত জবাব হয়ে রইবে... 😛 B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    টিটোওওওওও............... আমার গুড়াকাব্যের এমন অপব্যাখ্যা!! x-( x-( x-(
    তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি!! 😡

    ওই "বোকা" একটা পিচকু ছাড়া আর কোনো নারী এই মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, অপব্যাখ্যাকারী পোস্টে মন্তব্য করে নাই। এটা দিয়েই বোঝা যায়, নারীরা টিটোর পোস্টটিকে কি চোখে দেখছে! এই অপব্যাখ্যা হলুদ অনুকাব্যের উৎকৃষ্ট উদাহরণ।

    দেশে যখন একটা জাতীয় নারী উন্নয়ন নীতিমালা হচ্ছে এবং মহাজোট সরকারের নেতৃত্বে পুরুষদের প্রকৃতই লেজ কাটার জোর তৎপরতা চলছে; তখন এই পোস্টটি নারীস্বার্থের বিরুদ্ধে নাশকতার একটি অপদলিল হিসাবে ইতিহাসে লেখা থাকবে।

    অট: মেজবানের দিন সেনাকুঞ্জের লনে অ্যাডজুটেন্ট টিটোর :duel: ব্যবস্থা করবে। কোনো জুনিয়র ওই সময় সেখানে থাকবে না! আর থাকলেও লুক ডাউন করে থাকবে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে প্যারেড ডিসমিস....................


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  10. টিটো রহমান (৯৪-০০)

    অন প্যারেড

    সদস্যঃ ৭ অতিথিঃ ১০

    আসিফ আব্দুল্লাহ (০৩-০৯)
    রানা (৯৬-০২)
    Rabbi ahmed
    Rabbi ahmed
    টিটো রহমান (৯৪-০০)
    Rabbi ahmed
    মাহতাব (১৯৯৬-২০০২)

    ~x( ~x( ~x( ~x(কেমনে ~x( ~x( ~x( ~x( ~x(


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।