রক্ষণশীলতা

“চোখ তো তোলো!”
তোলে।

“তাকাবেনা অন্তত?”
তাকায়।

“নেকাবটা সরাও”
সরায়।

“ঠোঁট ছুঁই?”
প্রশ্নবোধক।

“ঠোঁট দিয়ে?”
বিদ্যুৎ হেনে সরে যায়।

২,৭২৪ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “রক্ষণশীলতা”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    এইটাও পুরা গুল্লি। শেষের দুই লাইনতো ব্যাপক হইছে।

    নূপুরদা
    মহান সিসিবি সংসদে সর্বসম্মতিক্রমে আপনাকে 'কবিরাজ' উপাধি দেয়ার প্রস্তাব উত্থাপন করলাম। ;;;


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।