পাঠক
আমি অনেক ভুল করেছি।তার মাশুল আমাকেই দিতে হবে।আপনারা আমার মত ভুল করে সুন্দর জীবনটাকে নষ্ট করবেন না।আর একটা অনুরোধ.......আমার ভুল গুলো কোথায় কোথায় করেছি প্লিজ তা একটু তুলে ধরবেন :hatsoff: ।
আপনার জীবন নষ্ট হয়েছে কে বলল? এত সস্তা আপনার জীবন? কাম অন ম্যান,ফাইট ব্যাক! ক্যারিয়ারে মনোযোগ দিন, কর্ম দিয়ে নিজের জীবনকে উদ্ভাসিত করে তুলুন-একসময় হাসি পাবে পুরনো কথা মনে পড়লে।
আমাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করালেও আমি তাকে সুন্দরী বলতে পারব না
সৌন্দর্য আজ আছে কাল নাও থাকতে পারে।সব সময় তোকে বলতাম।অথৈকে পছন্দ করার সব থেকে বড় কারন মেয়েটা অনেক ভাল।খুবই চুপচাপ থাকে।ওদের ক্যাম্পাসের প্রতিটা ছেলে এবং মেয়ে ওকে ভাল বলেই জানে।
মানুষ হিসেবে আমি কিছুটা ভীতু টাইপের তাই এরকম ডেসপারেট কিছুর মুখোমুখি না হয়ে সহজ সরল পথে হেঁটেছি।এই কাহিনী পড়ে মনে হচ্ছে খুব একটা লস হয়নি 🙁
ভাই সাগর,কেউ যদি আপনাকে ছাড়া দিব্বি জীবন কাটিয়ে দিতে পারে তাহলে আপনারও তা না পারার কোন কারণ নেই।আমাদের কমান্ডো আহসান ভাইয়ের প্রোফাইলে একটা কথা লেখা আছে- নোবডি ডিজার্ভস ইয়োর টিয়ার্স,দোজ হু ডু উইল নেভার মেক য়ু ক্রাই।
অথৈ এর স্মৃতি টয়লেট পেপারের মত করে কমোডে ফ্ল্যাশ করে ঘুরে দাঁড়ান।জয় আপনার নিশ্চিত।
অথৈর সাথে কোন দিন কথা কাটাকাটি হয়নি।আমার প্রতি তার কোন অভিযোগ ছিল না।কিন্তু কেন যে সব কিছু স্মৃতি ফেলতে চাইল তার উত্তর আমি আজও জানি না।ঘুরে দাঁড়াতে চাই।তার আগে জানতে চাই আমার আপরাধ কি ছিল।
ভাইয়া না জানা অপরাধের জন্য বা যে অপরাধ আপনি করেন নি সেই অপরাধের জন্য শাস্তি পাওয়া খুব কষ্টকর।
তবে আবেগের উপরে এক সময় সময়ের পলি পরে, তখন আপনি জোর করে এগুলো মনে রেখে নিজেকে কষ্ট দিবেন না এই আশা রাখি। আর এখন শত চেষ্টা করলেও ভুলতে পারবেন না। সবচেয়ে ভালো বোধ হয় নিজেকে ব্যস্ত রাখা আর আড্ডাবাজিতে বেশি বেশি অংশ নেয়া।
আর একটা কথা বলতে চাই, সেটা হলো আপনার জীবনটা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার আর বন্ধুদের জন্যও। তাই অন্তত তাদের কথা ভেবে জীবনটাকে নতুন করে শুরু করতে পারেন। আশা করি ভালো থাকবেন।
ছোট ভাই অনেক ধন্যবাদ।জীবনের অনেকটা সময় পার করে ফেলেছি।ভাল মন্দ অনেক কিছুই দেখেছি।কখনও ভেঙ্গে পরি নাই।তোমরা শুধু দোয়া কর যেন সব কিছু ভুলে যেতে পারি।ভাল থেকো।
শিবলী,লেখাটা খুব ভালো লেগেছে-প্রথম ব্লগ বলে মনেই হয়না।সিসিবিতে প্রথম ব্লগ লিখলে কি জানি করতে হয় সেটা করে ফেলো তো এবার,প্রিন্সু স্যারের নামে ১০ টা ফ্রন্টরোল্ ক্যারি অন! x-(
শিবলী, শেষ পর্যন্ত লেখলা, আগে ১০টা ফ্রন্টরোল দিয়া নাও, বাকি কথা পরে বলতেছি ( রেজিমেন্টেশনের সময় ও মনে তোমাকে ফ্রন্টরোল করাইনাই, সেই দশটাও দিয়া দাও) :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
nice work....
r shagor@je apner mullo bojlo na,apni kano ter jonno nijer jibon ta nosto korben.
mone korern sha e apner joggo silo na,tai ja hoyese valo ar jonno e hoyese....valo thakun.
buri
tnx a lot...na amr life ta ami nosto krte chai na.vaggo k ami mani.Allah na chaile jotoi lafalafi kori na keno kono lav nai.nijek jotobar-e bujai totobar-e chinta mathay ase vor kore.just akta jinis jodi jante petam amr aporadhta ki/kothay tobe r kono kisu niyei hoyto ami r vabtam na.valo thakben.
অথৈএর মা যখন আমাদের সাথে একান্ত বৈঠকে ব্যস্ত, তখন অথৈ সাগরকে ফোন করে
সাঃ হ্যালো.....
অঃ তুমি শিবলী,........ভাইয়াদের কেন পাঠাইছো? (চিৎকার করে)
সাঃ আমি যেতে বলি নাই।ওরা নিজেরাই গেছে।
অঃ তুমি কি আমার মা কে মেরে ফেলতে চাও?
সাঃ এমন কথা কেন বলছ?ওরা আন্টিকে বুঝিয়ে বলবে।
অঃ আমার বাবা মা কোন দিনই মানবে না।আমাকে মাফ করে দাও।আমাকে ভুলে যাও।
সাঃ তুমি নিজেই তো বলেছ তোমার বাবা মা অনেক ভাল।তারা মানবেন।তাই তো তাদেরকে বুঝানোর চেষ্টা করছি।তোমাকে তো কিছু করতে বলি নাই।
অঃ তখন মনে করেছি মানবে।কিন্তু এখন দেখছি মানবে না।তুমি আমার জীবনের জন্য অভিশাপ।
সাঃ এই কথা বলতে পারলা?অভিশাপ কেন?
অঃ হ্যা পারলাম।তুমি আসার পর থেকেই বাবা মা আমাকে কথা শুনাচ্ছে।হাবিবের সাথে আমার ২ বছর এফেয়ার ছিল।তখন এত ঝড় আমার উপর দিয়ে যায় নাই।তোমার জন্য আমি মোবা. বন্ধ রেখেছি।বাবা মা থেকে দূরে সরে গেছি। (হাবিব এক্স-বয়ফ্রেন্ড।হাবিব এর কথা বাসায় জেনেছে কিছু দিন আগে।মোব এর সিম চেঞ্জ করে আমার সাথে কথা বলত।সারাদিন সিম চেঞ্জ করত না।বাসায় বলত "হাবিব যেন কল করতে না পারে তাই মোব বন্ধ রাখে।)
সাঃ আমার দোষটা কোথায়?বাসায় যোগাযোগ করার জন্য সব সময় বলি নাই? প্রতি দিন আংকেল,আন্টির খোজ নেই নাই?
অঃ তোমার জন্য আমার পরীক্ষা খারাপ হচ্ছে।
সাঃ (খুব অবাক হয়ে) তোমার কোন পরীক্ষা খারাপ হইছে? (প্রতিটা পরীক্ষা শেষে কল করে বলেছে ভাল হইছে।ধরে ধরে পড়তে বসাতাম।আন্টি নিজেও বলেছেন..."অ আমাকে বলল তুমি নাকি ধরে ধরে পড়াও।এত বছর আমরা পড়ালাম আর এখন সব ক্রেডিট তোমার?")
অঃ তোমাকে অনুরোধ করছি আমাকে মাফ করে দাও।
সাঃ তুমি যদি না চাও তবে জীবনেও তোমাকে নিয়ে সুখী হতে পারব না।ঠিক আছে আমি স্ট্যাম্প পেপারে সাইন করব।আই উইল মেরী ইউ অনলি ফর ফাইভ মিনিট।আফটার দেট ইউ উইল টেক ডিভোস।
অঃ এটা কেমন কথা?
সাঃ তুমি কি সব কিছুকে মিথ্যা বলবা?
অঃ আমার লাইফে এক্সিডেন্ট ছিল।
সাঃ কী!!!!এক্সিডেন্ট!!!তুমি কয়টা ছেলের লাইফ নষ্ট করবা?কি পাইছ তুমি?এত লাইফ নষ্ট করার অধিকার তোমার নাই।.................. (আন্টির কথা মত তার আগে আরো ২টা এফেয়ার ছিল।১ম জন আমাদেরই এক সিনিয়র ভাই।প্রতিটা এফেয়ার এর শেষ ......বাবা মা মানবে না।)
অঃ (নিশ্চুপ......)।কল কেটে দিল।
শিবলী ভাই অনেক সুন্দর একটা লেখা।অনেকেই হয়ত মনে করতেছে যে এত নরমাল একটা ব্যপার নিয়ে ব্লগ লেখার কি আছে?তাদের জন্য কিছু বলবো ভেবেই কমেন্ট দেয়া।আমাদের দেশে আমরা রাস্তাঘাটে যত কাপল দেখি তাদের ৭০% ই এই সমস্যার স্বীকার।হয় তাদের জীবনে এমন কিছু ঘটেছে।আর না ঘটলেও ঘটবে।না তার মানে এই না কেউ কাউকে seriously love করছেনা।কিন্তু তার সংখ্যা হাতে গেনা।ফেসবুক অথবা এই ধরনের কোন সামাজিক সাইট দিয়ে পরিচয়,তারপর সে কি ভালবাসা রে ভাই! 😡 ;)) কেউ কারো অতীত খোজ নেবার ও অবকাশ পায় না।আর বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেেয়টার আগে অন্য কারো সাথে relation ছিল।আর এ থেকে মুক্ত হবার জন্য সে হয়তো অন্য কারো আশ্রয় নেয়।আর আমরা বোকার মতো একেই ভালবাসা বলি।আর কিছুদিন পর আবার নতুন মানুষটার কাছ থেকেও মুক্ত হতে চায়।এভাবেই চলে আমাদের ভালবাসা।এরা প্রেমিক হিসেবে বেছে নেয় খুব ড্যাশিং,চঞ্ছল,কবি টাইপ কাউকে যারা তাদের সেফটি দিবে,ভালবাসাকে নিয়ে মুিড় মুড়িকর মত কবিতা লিখবে।আর বিয়ে করে মোটা ফ্রেমের চশমা পরা আতেল টাইপ কাউকে।তাদের কাছে ভালবাসা মানে ভাল থাকা,্যতদিন ভাল আছি তোমার সাথে, ততক্ষন ভালবাসি তোমাকে।এরকম ভালবাসার চেয়ে ভাই একা থাকা অনেক ভাল। :-B :-B
আর সাগর ভাইয়া কে বলি,ভাই যে যতই স্বান্তনা দিক না কেন কোন লাভ নাই।আপনি ভুলতে পারবেন না।যদি না নিজে ভুলতে চান।যখন বেশী খারাপ লাগবে তখন শুধু ঐ মুহুর্্তের কথা ভাববেন, যখন সে বলেছিল এ্যফেয়ার কন্টিনিউ করতে চায়না।যে মেেয় মােয়র ভয়ে ভালবাসা ভুলে যায় তাকে নিয়ে ঘর করতে পারতেন সারা জীবন?কিংবা করতে পারলেও তা কি খুব সুখের হত?
বিরাট কাহিনী :shy: :shy: তবে সাভাবিক কাহিনী :)) :))
......শিবলী দোস্ত,
......তুই লেখা-লেখি শুরু করছিস দেখে ভালো লাগলো । স্বাগতম ।
......তোর লেখার ক্ষমতা ভালো, চালাইয়া যা ।
দস্ত কি মন্তব্য করব তাই ভাবছি।অনেক সুন্দর লিখেছিস।অনেক প্রশ্ন মনে এসে জমেছে।একটু সময় পেলেই ..........
পাঠক
আমি অনেক ভুল করেছি।তার মাশুল আমাকেই দিতে হবে।আপনারা আমার মত ভুল করে সুন্দর জীবনটাকে নষ্ট করবেন না।আর একটা অনুরোধ.......আমার ভুল গুলো কোথায় কোথায় করেছি প্লিজ তা একটু তুলে ধরবেন :hatsoff: ।
আপনার জীবন নষ্ট হয়েছে কে বলল? এত সস্তা আপনার জীবন? কাম অন ম্যান,ফাইট ব্যাক! ক্যারিয়ারে মনোযোগ দিন, কর্ম দিয়ে নিজের জীবনকে উদ্ভাসিত করে তুলুন-একসময় হাসি পাবে পুরনো কথা মনে পড়লে।
সহমত মাস্ফ্যু ভাই :thumbup: :thumbup:
ভাইয়া আমি আপনার অনেক জুনিয়র।
সব কিছু ভুলে যেতে চাই।কিন্তু পারছি না।দোয়া করবেন।
@সাগর -> অথৈ যদি ব্যক্তি হিসাবে তোমাকে চিনতে না পারে , তাহলে আমি বলব সে তোমার যোগ্য না ...
এখানে তোমার ভুল কিছুই না ...আমি বলব এটা just অভিজ্ঞতা 😉
ধন্যবাদ ভাইয়া।কিছু কিছু অভিজ্ঞতা মানুষ কে সারাটা জীবন কষ্ট দেয়।
সৌন্দর্য আজ আছে কাল নাও থাকতে পারে।সব সময় তোকে বলতাম।অথৈকে পছন্দ করার সব থেকে বড় কারন মেয়েটা অনেক ভাল।খুবই চুপচাপ থাকে।ওদের ক্যাম্পাসের প্রতিটা ছেলে এবং মেয়ে ওকে ভাল বলেই জানে।
:)) :)) :))
চলো বহুদুর.........
মানুষ হিসেবে আমি কিছুটা ভীতু টাইপের তাই এরকম ডেসপারেট কিছুর মুখোমুখি না হয়ে সহজ সরল পথে হেঁটেছি।এই কাহিনী পড়ে মনে হচ্ছে খুব একটা লস হয়নি 🙁
ভাই সাগর,কেউ যদি আপনাকে ছাড়া দিব্বি জীবন কাটিয়ে দিতে পারে তাহলে আপনারও তা না পারার কোন কারণ নেই।আমাদের কমান্ডো আহসান ভাইয়ের প্রোফাইলে একটা কথা লেখা আছে- নোবডি ডিজার্ভস ইয়োর টিয়ার্স,দোজ হু ডু উইল নেভার মেক য়ু ক্রাই।
অথৈ এর স্মৃতি টয়লেট পেপারের মত করে কমোডে ফ্ল্যাশ করে ঘুরে দাঁড়ান।জয় আপনার নিশ্চিত।
অথৈর সাথে কোন দিন কথা কাটাকাটি হয়নি।আমার প্রতি তার কোন অভিযোগ ছিল না।কিন্তু কেন যে সব কিছু স্মৃতি ফেলতে চাইল তার উত্তর আমি আজও জানি না।ঘুরে দাঁড়াতে চাই।তার আগে জানতে চাই আমার আপরাধ কি ছিল।
ভাইয়া না জানা অপরাধের জন্য বা যে অপরাধ আপনি করেন নি সেই অপরাধের জন্য শাস্তি পাওয়া খুব কষ্টকর।
তবে আবেগের উপরে এক সময় সময়ের পলি পরে, তখন আপনি জোর করে এগুলো মনে রেখে নিজেকে কষ্ট দিবেন না এই আশা রাখি। আর এখন শত চেষ্টা করলেও ভুলতে পারবেন না। সবচেয়ে ভালো বোধ হয় নিজেকে ব্যস্ত রাখা আর আড্ডাবাজিতে বেশি বেশি অংশ নেয়া।
আর একটা কথা বলতে চাই, সেটা হলো আপনার জীবনটা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার আর বন্ধুদের জন্যও। তাই অন্তত তাদের কথা ভেবে জীবনটাকে নতুন করে শুরু করতে পারেন। আশা করি ভালো থাকবেন।
ছোট ভাই অনেক ধন্যবাদ।জীবনের অনেকটা সময় পার করে ফেলেছি।ভাল মন্দ অনেক কিছুই দেখেছি।কখনও ভেঙ্গে পরি নাই।তোমরা শুধু দোয়া কর যেন সব কিছু ভুলে যেতে পারি।ভাল থেকো।
শিবলী,লেখাটা খুব ভালো লেগেছে-প্রথম ব্লগ বলে মনেই হয়না।সিসিবিতে প্রথম ব্লগ লিখলে কি জানি করতে হয় সেটা করে ফেলো তো এবার,প্রিন্সু স্যারের নামে ১০ টা ফ্রন্টরোল্ ক্যারি অন! x-(
ফার্স্ট ব্লগার, স্টার্ট টেন ফ্রন্টরোল, ন্যাও!
You cannot hangout with negative people and expect a positive life.
ফাইজলামী কর? ফাযিল পোলাপাইনে দুনিয়াটা শ্যাষ হইয়া গেলো! এ্যানাদার টেন...
You cannot hangout with negative people and expect a positive life.
আপনাগো মত পাঙ্গানি ওস্তাদ সিনিয়র থাকলে ফাইজলামির উপায় আছে? কি যে হইল, দুনিয়া থাইক্যা ফাজিল পোলাপাইন উধাও হয়া যাইতাছে... :no:
রঞ্জনা আমি আর আসবো না...
:awesome:
:awesome:
শিবলী, শেষ পর্যন্ত লেখলা, আগে ১০টা ফ্রন্টরোল দিয়া নাও, বাকি কথা পরে বলতেছি ( রেজিমেন্টেশনের সময় ও মনে তোমাকে ফ্রন্টরোল করাইনাই, সেই দশটাও দিয়া দাও) :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শিবলী লেখা খুবই চমৎকার হয়েছে।
আর ইয়াং ম্যান সাগর এত সহজে ভেংগে পড়লে হবে না। জীবন অনেক বড়, এখনও বহু পথ পারি দিতে হবে।
ভাইয়া,
লেখাটা খুব সুন্দর হইছে .।.।.।.।.।
কিন্তু Pathetic......
সিনিয়র বললে কি আর করা :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:------এই গুলা সি সি বি এর পাওনা পরিশোধ------জিতাপ্পি-----আরে খেপো ক্যান???? আমি তো খালি আমার ফ্রেন্ডটারে কনসোল করতেছিলাম---ওকে বলছ যখন--- :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আহসান স্যার----আজকে মাফ কইরা দ্যান স্যার
আর সবাইকে অনুরোধ করি আমার ফ্রেন্ডটারে একটু বোঝান
nice work....
r shagor@je apner mullo bojlo na,apni kano ter jonno nijer jibon ta nosto korben.
mone korern sha e apner joggo silo na,tai ja hoyese valo ar jonno e hoyese....valo thakun.
buri
tnx a lot...na amr life ta ami nosto krte chai na.vaggo k ami mani.Allah na chaile jotoi lafalafi kori na keno kono lav nai.nijek jotobar-e bujai totobar-e chinta mathay ase vor kore.just akta jinis jodi jante petam amr aporadhta ki/kothay tobe r kono kisu niyei hoyto ami r vabtam na.valo thakben.
সাঃ হ্যালো.....
অঃ তুমি শিবলী,........ভাইয়াদের কেন পাঠাইছো? (চিৎকার করে)
সাঃ আমি যেতে বলি নাই।ওরা নিজেরাই গেছে।
অঃ তুমি কি আমার মা কে মেরে ফেলতে চাও?
সাঃ এমন কথা কেন বলছ?ওরা আন্টিকে বুঝিয়ে বলবে।
অঃ আমার বাবা মা কোন দিনই মানবে না।আমাকে মাফ করে দাও।আমাকে ভুলে যাও।
সাঃ তুমি নিজেই তো বলেছ তোমার বাবা মা অনেক ভাল।তারা মানবেন।তাই তো তাদেরকে বুঝানোর চেষ্টা করছি।তোমাকে তো কিছু করতে বলি নাই।
অঃ তখন মনে করেছি মানবে।কিন্তু এখন দেখছি মানবে না।তুমি আমার জীবনের জন্য অভিশাপ।
সাঃ এই কথা বলতে পারলা?অভিশাপ কেন?
অঃ হ্যা পারলাম।তুমি আসার পর থেকেই বাবা মা আমাকে কথা শুনাচ্ছে।হাবিবের সাথে আমার ২ বছর এফেয়ার ছিল।তখন এত ঝড় আমার উপর দিয়ে যায় নাই।তোমার জন্য আমি মোবা. বন্ধ রেখেছি।বাবা মা থেকে দূরে সরে গেছি। (হাবিব এক্স-বয়ফ্রেন্ড।হাবিব এর কথা বাসায় জেনেছে কিছু দিন আগে।মোব এর সিম চেঞ্জ করে আমার সাথে কথা বলত।সারাদিন সিম চেঞ্জ করত না।বাসায় বলত "হাবিব যেন কল করতে না পারে তাই মোব বন্ধ রাখে।)
সাঃ আমার দোষটা কোথায়?বাসায় যোগাযোগ করার জন্য সব সময় বলি নাই? প্রতি দিন আংকেল,আন্টির খোজ নেই নাই?
অঃ তোমার জন্য আমার পরীক্ষা খারাপ হচ্ছে।
সাঃ (খুব অবাক হয়ে) তোমার কোন পরীক্ষা খারাপ হইছে? (প্রতিটা পরীক্ষা শেষে কল করে বলেছে ভাল হইছে।ধরে ধরে পড়তে বসাতাম।আন্টি নিজেও বলেছেন..."অ আমাকে বলল তুমি নাকি ধরে ধরে পড়াও।এত বছর আমরা পড়ালাম আর এখন সব ক্রেডিট তোমার?")
অঃ তোমাকে অনুরোধ করছি আমাকে মাফ করে দাও।
সাঃ তুমি যদি না চাও তবে জীবনেও তোমাকে নিয়ে সুখী হতে পারব না।ঠিক আছে আমি স্ট্যাম্প পেপারে সাইন করব।আই উইল মেরী ইউ অনলি ফর ফাইভ মিনিট।আফটার দেট ইউ উইল টেক ডিভোস।
অঃ এটা কেমন কথা?
সাঃ তুমি কি সব কিছুকে মিথ্যা বলবা?
অঃ আমার লাইফে এক্সিডেন্ট ছিল।
সাঃ কী!!!!এক্সিডেন্ট!!!তুমি কয়টা ছেলের লাইফ নষ্ট করবা?কি পাইছ তুমি?এত লাইফ নষ্ট করার অধিকার তোমার নাই।.................. (আন্টির কথা মত তার আগে আরো ২টা এফেয়ার ছিল।১ম জন আমাদেরই এক সিনিয়র ভাই।প্রতিটা এফেয়ার এর শেষ ......বাবা মা মানবে না।)
অঃ (নিশ্চুপ......)।কল কেটে দিল।
.......সাগর বন্ধু,
........আমি হতবাক তোর এই অথৈ এর কাহিনী তে । একটাই কথা বলি, ওই অথৈ যদি এইটাকে
বলে দাবি করতে পারে......তো তুই কেন কষ্ট পাচ্ছিস ??? :just: রক ম্যান ।।।
শিবলী ভাই অনেক সুন্দর একটা লেখা।অনেকেই হয়ত মনে করতেছে যে এত নরমাল একটা ব্যপার নিয়ে ব্লগ লেখার কি আছে?তাদের জন্য কিছু বলবো ভেবেই কমেন্ট দেয়া।আমাদের দেশে আমরা রাস্তাঘাটে যত কাপল দেখি তাদের ৭০% ই এই সমস্যার স্বীকার।হয় তাদের জীবনে এমন কিছু ঘটেছে।আর না ঘটলেও ঘটবে।না তার মানে এই না কেউ কাউকে seriously love করছেনা।কিন্তু তার সংখ্যা হাতে গেনা।ফেসবুক অথবা এই ধরনের কোন সামাজিক সাইট দিয়ে পরিচয়,তারপর সে কি ভালবাসা রে ভাই! 😡 ;)) কেউ কারো অতীত খোজ নেবার ও অবকাশ পায় না।আর বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেেয়টার আগে অন্য কারো সাথে relation ছিল।আর এ থেকে মুক্ত হবার জন্য সে হয়তো অন্য কারো আশ্রয় নেয়।আর আমরা বোকার মতো একেই ভালবাসা বলি।আর কিছুদিন পর আবার নতুন মানুষটার কাছ থেকেও মুক্ত হতে চায়।এভাবেই চলে আমাদের ভালবাসা।এরা প্রেমিক হিসেবে বেছে নেয় খুব ড্যাশিং,চঞ্ছল,কবি টাইপ কাউকে যারা তাদের সেফটি দিবে,ভালবাসাকে নিয়ে মুিড় মুড়িকর মত কবিতা লিখবে।আর বিয়ে করে মোটা ফ্রেমের চশমা পরা আতেল টাইপ কাউকে।তাদের কাছে ভালবাসা মানে ভাল থাকা,্যতদিন ভাল আছি তোমার সাথে, ততক্ষন ভালবাসি তোমাকে।এরকম ভালবাসার চেয়ে ভাই একা থাকা অনেক ভাল। :-B :-B
আর সাগর ভাইয়া কে বলি,ভাই যে যতই স্বান্তনা দিক না কেন কোন লাভ নাই।আপনি ভুলতে পারবেন না।যদি না নিজে ভুলতে চান।যখন বেশী খারাপ লাগবে তখন শুধু ঐ মুহুর্্তের কথা ভাববেন, যখন সে বলেছিল এ্যফেয়ার কন্টিনিউ করতে চায়না।যে মেেয় মােয়র ভয়ে ভালবাসা ভুলে যায় তাকে নিয়ে ঘর করতে পারতেন সারা জীবন?কিংবা করতে পারলেও তা কি খুব সুখের হত?
তুমি গেছো
স্পর্ধা গেছে
বিনয় এসেছে।
শিবলী স্যার, প্রথম লেখা দিয়াই তো বাজিমাত... :awesome: :awesome:
রঞ্জনা আমি আর আসবো না...
কি যে কস???????? বকওয়াস করিস না । 😀
তবে সবাইকে তাদের মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ । আমি সত্যিই অনুপ্রানিত ।
সাগর ভাইয়া
আমার দৃঢ় বিশ্বাস সে তার কৃতকর্মের ফল নিশ্চয় পাবে।