প্রণয়োন্মাদের প্রলাপ-৩

দু’হাতের মুঠোয় হৃদয়খানি ধরে যদি সামনে আসি,
এবারের মত গোলাপ না দিলেও চলবে??

আজ হাত ধরে হাঁটি যদি, মেঘ মিলায় যতদূরে;
কালকে আমার একটু দেরি সইবে তো?

কথা ভুলে গিয়ে যদি বোকার মত হেসে ফেলি,
বুঝে নিও, সে তোমার হাসি দেখে।

সন্ধ্যাবেলায় আমার পাশে থেকো না আর।
নাহয় বিলুপ্ত করে দাও, সকল সোডিয়াম বাতি।
হলদে আলোর মায়া তোমায় ছাড়তে দেয় না।

এই কবিতাটি তোমার জন্য।
আজ আর মুখে নাইবা বলি, ভালবাসি??

১,৪৪৯ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “প্রণয়োন্মাদের প্রলাপ-৩”

    • সামিউল(২০০৪-১০)

      প্রণয়=প্রেম, উন্মাদ=পাগল=== প্রেমেপাগল কিছু একটা বুঝাতে চাচ্ছিলাম ভাই। যে প্রেমে পরে আবোলতাবোল বকে।

      লেখার সময় এটাই প্রথম মাথায় আসছিলো তো...... 🙁 🙁

      অন্য একটা সাজেস্ট করেন একটু প্লিজ। 🙂 🙂


      ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

      জবাব দিন
      • পারভেজ (৭৮-৮৪)

        আসলে উন্মাদ কথাটার মধ্যে হিতাহিত জ্ঞান শূন্য হবার একটা ব্যাপার থাকে। আর হিতাহিত জ্ঞানশুন্য হয়ে আবলতাবল বকার মধ্যে কোন কৃতিত্ব থাকে না। রিপালসিভ ব্যাপারটা সেই কারনেই।
        তুমি যে অর্থে বলেছো, তা প্রেমের প্রভাবে আবল তাবল বকা। এর মধ্যে কিন্তু হিতাহিত জ্ঞানশুন্য হবার ব্যাপার নাই। আছে প্রেমকে গ্লোরীফাই করার প্রচেষ্টা। আর "প্রলাপ" কথাটা সারকাস্টিক অর্থে।
        অন্য এমন কিছু আনতে পারলে ভাল হয় যে এই গ্লোরীটার বর্ননা করতে পারে।


        Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

        জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।