তোমার জন্য, নতুন কোন মহাকাব্য লিখতে পারবো না,
ভালবেসে কোন প্রেমের কবিতা পড়ে শোনাতে পারি…
শীতের রাতে কাঁপতে কাঁপতে বারান্দায় দাড়িয়ে কথা বলতে পারবোনা মুঠোফোনে।
খুব বেশি হলে, কথা হবে ঘুম জড়ানো গলায়-
কম্বলের উষ্ণতায়।
বিউটি পার্লারের সামনে দাঁড়তে পারবো না এক কিংবা আধা ঘন্টা,
লাল টিপ আর খোলা চুলেই আমি খুশি; অনেক বেশি।
তোমার মন খারাপের রাতে জেগে থাকবো তোমার সাথে-
হিন্দি সিনেমা দেখতে বোলো না প্লিজ।
রাস্তার পাশের ফুচকা কিংবা চটপটি খাবো তোমার সাথে-
ঝাল লাগলে তুমি শুধু পানি খাইয়ে দিও।
তোমার জন্য বিশ্ব-সংসার তন্ন তন্ন করে আনতে পারব না কোন নীল পদ্ম-
শাহবাগের গোলাপ হলে চলবে?
কলিকালের কেষ্ট | 😉
পুরাদস্তুর বাঙ্গাল
হ ভাই, যুগ বদলাইছে। এখন তো আধুনিক হইতে হইবো। 😛 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😀 😀
থ্যাংকস ভাই
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
Digital tomar jonno 🙂
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
সরকার দেশটা ডিজিটাল বানাচ্ছে আপা... 😛
সবই ডিজিটাল হয়ে যাচ্ছে।
আমার কী দোষ?? 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!