১। ক্লাস এইটের ঘটনা। আমাদের এক বিখ্যাত ষ্টাফ ছিল নাম- আইয়ুব ষ্টাফ। সাইজে খাটো এবং গাট্টাগোট্টা হবার কারনে আমরা তাকে ‘আইয়ুব গিট্টু’ বলে ডাকতাম। আইয়ুব ষ্টাফ সবসময় পিটি এবং গেমসে ছোট সাইজের হাফপ্যান্ট পরত। একবার কুরবানী ঈদের পর প্রথম গেমসের ফলিনে গিয়ে দেখি ষ্টাফ আরো মোটা হয়েছে এবং তাতে হাফপ্যান্ট ছিড়ে যাবার উপক্রম।
যাই হোক, ষ্টাফ আমাদেরকে সাবধান করে উলটা ঘুরে এ্যাডজুটেন্টকে রিপোর্ট দেয়ার সময় উনার পা বেশি তুলে চেক মারতে গিয়ে হাফপ্যান্টের সেলাই পিছন থেকে মাঝ বরাবর অনেকখানি ছুটে গেল। সেই সুযোগে ষ্টাফের লাল রঙের অন্তর্বাসের দিকে নজর যেতে দুষ্ট ক্যাডেটদের বিন্দুমাত্র দেরী হলোনা। আর নজর যাবেই না বা কেন? এমন নজর কাড়া টকটকে লাল রঙের অন্তর্বাস যে খুবই আনকমন!!! ক্যাডেটরা যে তা দেখে ফেলেছে ষ্টাফ সেটা বুঝতে পেরে পেছনে হাত দিয়ে সেই বিশাল ফাটা অংশটা ঢাকার বৃথা চেষ্টা করতে লাগল এবং এ্যাডজুডেন্টকে রিপোর্ট না দিয়ে পেছনে দুই হাত রেখেই আরামে দাড়া পজিশনে কাচুমাচু করতে লাগল। আমরা পেছন থেকে ষ্টাফের ঐ অবস্থা দেখে আর হাসি ধরে রাখতে পারলাম না, অনেকেই হো হো করে হেসে উঠল। সামনে থেকে দেখা না যাওয়ায় ব্যাপারটা তখনো এ্যাডজুটেন্ট বুঝে উঠতে পারেনি। তাই তিনি চিৎকার দিয়ে প্রশ্ন করলেন- “হোয়াট ইজ দ্য ফান? হাউ ডেয়ার!!! ষ্টাফ কি ব্যাপার? ক্যাডেট আমার সামনে হাসে কেন?”
উত্তরে আইয়ুব ষ্টাফের চিৎকার করে উত্তর- “প্যান ফাডি গেছে স্যার”
২। বিএমএ তে থাকতে আমাদেরকে নিয়ে 1st টার্মে আমাদের সিনিয়ররা অদ্ভুত সব পানিশমেন্ট দিত এবং মজা করত । তারমধ্যে একটা ছিল শাউটিং ফলিন। আমাদেরকে আমাদের গলার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে শাউট করতে হতো এবং বিভিন্ন বাক্য বলতে হতো। তারই মধ্যে একটি বাক্য ছিল- “বিএমএ কেন আইলাম গো, (…) ভাবী বাঁচাও গো”।
দেখা গেল ভাবীর নাম শোনা মাত্রই আরেকজন সিনিয়র চিৎকার করে রুম থেকে বের হয়ে এসে আমাদেরকে থামিয়ে দিত এবং আগের ভাবীর নাম বদল করে নতুন আরেক ভাবীর নাম জুড়ে দিত। এভাবে আমাদের অনেক ভাবীর নামই বের হয়ে আসত, আর আমরাও মহা আনন্দে ভাবীদের নাম ধরে চিৎকার করে শাউটিং ফলিন করে যেতাম। প্রায়ই ভাবতাম আমাদের ঐ ভাবীরা যদি কখনো এসে এই দৃশ্য দেখতে/শুনতে পারতেন তাহলে কেমন হতো? ভাবীরা কি সত্যিই এই অদ্ভুত পানিশমেন্ট থেকে বাঁচানোর জন্যে এগিয়ে আসতেন?
৩। আমার ইউনিটে এক এস এম (সুবেদার মেজর/মাষ্টার ওয়ারেন্ট অফিসার) ছিলেন, যিনি ছিলেন খুব ধূর্ত বা চতুর স্বভাবের। সিওকে উনি ব্যাটালিয়নের সব খবর অত্যন্ত কৌশলের সাথে বলে দিতেন। এ কারনে তিনি সিও র খুব প্রিয় পাত্র ছিলেন। আমার সিও গাড়ির এ্যাকসিডেন্ট এড়ানোর জন্যে জুনিয়র অফিসারদের ইউনিটের গাড়ী চালাতে নিষেধ করেছিলেন। কিন্তু সব অফিসাররাই নতুন অবস্থায় কোন না কোন ভাবে এই গাড়ী চালানো শিখে নেয়। তো আমাদের ইউনিটের এক জুনিয়র অফিসার একদিন লুকিয়ে লুকিয়ে গাড়ি চালানো প্রাকটিস করছিল। রাতে যখন এস এম সিওকে রিপোর্ট দিচ্ছিল তখন তার রিপোর্টের একটি অংশ ছিল এমনঃ
“স্যার আজকে আমাদের (…) স্যার এত চমকার ভাবে জীপটাকে মোড় ঘুরাল যেটা ছিল দেখার মতো, অন্য কেউ হলে ঐ রকম স্পীডে গাড়ীই উলটে ফেলত। স্যারের কন্ট্রোল কিন্তু দারুন…”
অর্থাৎ সিও র বুঝতে আর বাকী রইলোনা যে ঐ অফিসার লুকিয়ে গাড়ী চালিয়েছে এবং ওভার স্পীডে গাড়ী চালিয়েছে।
৪। এমজিসিসির দুই ক্যাডেটের মধ্যে কথপোকথনঃ
ঃ আচ্ছা বল্তো, ছেলে ক্যাডেটরা নিজেদের মধ্যে সারাদিন কি এত আলোচনা করে?
ঃ কেন? আমরা যা করি তাই করে।
ঃ 😮 ছি! ছি! ছেলেরা এত খারাপ!!!???
( এমজিসিসিয়ান আপুরা, প্লিজ ডোন্ট মাইন্ড। এটা :just: ফান।
শিক্ষনীয় বিষয়ঃ ছেলে হোক মেয়ে হোক, সকল ক্যাডেটই দুষ্ট ;;) )
৫। সায়েদের ‘টুশকি-৩০’ এর ‘বেরা’ সম্পর্কিত ঘটনাটি পড়ে আমারও একটা ঘটনার কথা মনে পড়ে গেল। এটা এ বছরের শুরুতে লাইবেরিয়াতে অবস্থানকালে আমাদের ইউনিটের একটি কালচারাল অনুষ্ঠানের ঘটনা। একটি কৌতুক পরিবেশন করতে গিয়ে নারী চরিত্রে অভিনয় করার জন্য স্থানীয় এক দোকান থেকে তথাকথিত ‘বেরা’ আনা হলো। সেই বেরা বানানোর মেটারিয়েল হিসেবে ব্যবহৃত হলো দুটো টেনিস বল।
আমাদের দুজন সৈনিক অভিনয় করার জন্য ষ্টেজে উঠল। একজন নায়কের চরিত্র, আরেকজন শাড়ী, ব্লাউজ পড়ে নায়িকা সাজল। তো ষ্টেজে উঠে নায়ক নায়িকার কথপোকথন হচ্ছে। নায়কের অভিযোগ, তার নায়িকা অন্য কোন পুরুষের সাথে একাধিক প্রেমে জড়িত, কিন্তু নায়িকা তা অস্বীকার করছে। নায়ক চাচ্ছে তাদের সম্পর্ক ছিন্ন করতে কিন্তু নায়িকা নায়ককে হাত নেড়ে নেড়ে বিভিন্ন ভাবে বুঝাবোর চেষ্টা করছে। এভাবে কথপোকথনের এক পর্যায়ে হঠাৎ দেখা গেল ষ্টেজে একটি টেনিস বল পরে বাউন্স করতে লাগল। হঠাৎ টেনিস বল পড়ে যেতে দেখে নায়ক নায়িকা দুজনেই প্রথমে হকচকিয়ে গিয়ে পরবর্তী ডায়লগ ভুলে গেল। উপস্থিত দর্শক টেনিস বল দেখা মাত্র ঘটনা বুঝতে পেড়ে অট্টহাসিতে ফেটে পড়ল। এ অবস্থা দেখে নায়ক চরিত্রের সৈনিকটি আরো হকচকিয়ে গিয়ে পরবর্তী ডায়লগ ভুলে গেল এবং দর্শকদের সামনে কি করবে তা ভেবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। নারী চরিত্রের সৈনিকটি ছিল বুদ্ধিমান ও অত্যন্ত প্রত্যুৎপন্নমতি সম্পন্ন। সে তখন মাটি থেকে বলটি তুলে নিয়ে বললঃ “প্রিয়তম, তুমি আমার কাছে এই বলের মতো। তোমাকে আমি ঠিক এমনিভাবে সারা জীবন বুকে জড়িয়ে রাখব” (এই ডায়লগের সাথে সাথে নায়িকা বলটিকে ব্লাউজ এর ফাঁক দিয়ে পূর্বের স্থানে চালান করে দিল)
[বিঃদ্রঃ ৪ নং কৌতুকটি পূর্বে ‘এডিটেড সেলিনা আপু’র প্রথম লেখাতে মন্তব্য আকারে শেয়ার করেছিলাম।]
🙂
এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ১ম হবার ব্লগীয় রেকর্ড অর্জন করায় আপনাকে :hatsoff:
এই বিরল সম্মান অর্জন করার জন্য এবার আপনাকে খাওয়াতে হবে
১ম কেন হইলেন গো?
দিহান ভাবী খাওয়ান গো 😀
ভাইয়াগো চলে আসেনগো, 😀
বিরিয়ানী খাইয়া যানগো 😀 😀
জমা থাকলো, দেশে এসেই নাহয় একসাথে সবাই মিলে বিরিয়ানী খাবো 🙂
আমিও খাবো... 😀
🙂 🙂
:hatsoff: :hatsoff:
:)) :)) :))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:duel: :duel: :duel:
বেলাডি জুনা, কমেন্ট করস না ক্যান??? তোর কমেন্ট পইড়তে মঞ্চায়
এইরকম সামছু কোপের ভয় দেখাইলে কমেন্ট তো দূরের কথা...এলাকা ছাইড়া ভাগুম... 🙁 :no: :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওরে নারে, তুই যাসনে :no: । এই যে আমি এখুনি দরজা খুলে দিচ্ছি। খেয়ে এসেছিস যে সেটা আগে বলবিনা। হতচ্ছাড়া পাজি কোথাকার
রহমান দা কি কোলকাতা থেকে আসলেন নাকি দাদা?আকাশদার বাড়ি গিয়েচিলেন বুঝি? 😛
তা আর বইলতে বইন পো। হেইয়ের মনু কি কইরচিল, মুই না জাইনলেও দ্যাইখবার তো পারিরে মাছফ্যু :grr:
=)) =)) :khekz:
দাদারে কোপান দেইখ্যা ডরে কমেন্টাইতে আইলাম, 😕
রহমান ভাই কি দিলেন গো ভাইসাব, হাসতে হাসতে এক্কেরে গড়াগড়ি অবস্থা 😛 :goragori:
খুশকি দিলাম গো ভাবীসাব, Pantene (anti-dandruff) অথবা Head & Shoulder মেখে দেখতে পারেন :-B
;)) ;))
দি, কুটিদের নিয়া পোস্ট পড়তেছিলি নাকি??? ;))
পোলা দুইডা যে মাটিতে গিড়গিড়ায়া হাসতেছে কোন খেয়াল আছে??? 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😕 😕
কি কস??? 🙁
উপরের কমেন্টে দেখলাম তুই টেবিল থাপড়ায়া হাসতেছস...আর পোলা দুইডা গড়াগড়ি দিয়া হাসতেছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পোলা দুইটাই গড়াগড়ি দিতাসেরে 😕
আমি তাদের কইসিলাম আয় টেবিল চাপড়াইয়া যা, আয়লোনা বিলাইয়ের বাচ্চা দুইটা :no: ;;;
=)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এ্যাঁ ~x(
:khekz: :khekz: :pira:
দারুণ ৩ আর ৫ নম্বরটা। ধন্যবাদ রহমান।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙂
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ লাবলু ভাই :hatsoff:
=)) =))
ওরে নারে ... একি দিলিরে ... =)) =)) =)) =))
হ্যারে, খুশকি দিলামরে। বেশি চুলকাচ্ছে ~x( ?
নে তোর জন্য All Clear [মাথার চুল all (সব) clear করে চকচক করে গ্লেসিং দিবে গ্যারান্টি দিচ্ছি]
:khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 😀 :hatsoff:
=)) =)) =)) =))
Life is Mad.
অই, তোর কি আবার সেই পুরান ভীমরতিতে ধরছে? সেই যে কবে কী-বোর্ড রিপেয়ার করতে চায়না পাঠাইছিলি ঐটা কি এখনো ফেরত আসে নাই?
জোশ জোশ !!!
খুশকী জোশ !!!! =)) :goragori: :pira:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
খোশ খোশ!!!
তোমার জোশ দেখে আমার খুব খোশ (খুশি) লাগতেছে 🙂 🙂
:))
:hatsoff:
রক্কর্ছেন =)) :khekz: :goragori: :pira:
পাথ্রাইনাই? :-/
৫ নাম্বারটা :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: =)) =)) :gulli2:
:khekz: :just: :thumbup: :khekz:
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
:khekz: :khekz:
:pira:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
;)) ;)) ;))
মারাত্বক হইছে... :gulli2: :gulli2:
হাসি যেন থামতেই চাই না... :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সেরুম ভাই :)) :)) :pira:
এই 'সেরুম ভাই' টা আবার কে? 😕 😕
কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ।
:hatsoff: :hatsoff: :hatsoff:
=)) =)) রহমান ভাই এইডা কি দিলেন মিরা যামু তো হিসতে হিসতে,আর ঐ বেরা সৈনিকরে কি এট্টা পুরষ্কার দেওয়া হইছিলো উপস্থিত বুদ্ধির জইন্য?
কি পুরস্কার দিত? টেনিস বল দুইটার আজীবন মালিকানা :-/ :-/ :-/ :-B :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:shy: ইয়ে মানে টেনিস বলের বদলে...নাহ থাক কিছু না, আমি ভাল হইয়া গেছি।
পরের পর্বূ না দিলে খেলুম না 😡
জট্টিল হিসে............................... :gulti:
শ্যাম্পু করা খ্যান্ত দিছি। আরো জমুক... একবারে বেশি করি খুশকি নামাতি হবিনা? :grr:
=)) =)) :khekz: এক্কারে ফাডিঁ দিয়েছ দোস্ত :thumbup: :thumbup:
তোর ও কি ফাডি গেল নাকি? 😉
ভাল ছিল।
আইক এর কথা মনে হইয়া গেল। ওই দিন adjt আইক রে front roll ও দিতে কইছিল।
আইকম্যান? :))
:)) খেয়াল ছিলনা। মনে করিয়ে দেয়ার জন্য থ্যাংক্স। আছ কোথায় এখন?
:khekz: :khekz: :khekz:
দারুন হয়েছে। চালায় যা...
আমি দূর্বল ড্রাইভার 😕 । ষ্টকও সীমিত 🙁
:clap: :)) :pira: :gulli2: :khekz: