নিঃশব্দ বিভাজন

ছিন্নমস্তা শঙ্খ জোড়ার বিনুনি কাটা,
শিরদাঁড়ার পথে ওঠে হিংসার জহর।
অবশ করা নীল বেদনার আকাশ।
ইত্যবসরে কারও শাটার ক্লিক,
অবকাশ যাপন যাত্রার সুযোগ।

যদিও আছে, তবুও মনে করো নেই
আমার কোন সহোদর সহোদরা।
আর সব থাক; নয় মাস অবস্থান,
দৌড়াদৌড়ি শেখা পর্যন্ত স্তন্যদান।
বোমা কিংবা আগুনঝরা দিন-রাত
নিরাপদ থাকতে এবং রাখতে,
এদিক-সেদিক সতর্কতার সাথে
বুকে আগলে রেখে পলায়ন
শুধু এটুকুই তো সব নয়;
পিতামাতা হতে গেলে
হতে পারে কতটুকু ক্ষয়
জানা হয়েছে নিশ্চয়।

এত সব ঋণের অপরিমেয়তা
কিভাবে অস্বীকার করা সম্ভব?
কিন্তু তাই বলে কি চিৎকার করে
আকাশ-বাতাসকে জানাবো?
শব্দের খেলায় সোশ্যাল মিডিয়ায়
আবেগের মেঘে বৃষ্টি নামিয়ে ছাড়বো
প্রস্থান-পূর্ব অপারগতার স্বীকারোক্তি,
ভালোবাসার বাজেটের ঘাটতি,
হাতের পাঁচটি আঙুলের বৈষম্য
জানিয়ে হবে এক স্মরণীয় রোদন।
তাকে দিতে হবে দেবীর আসন,
রেখে যাওয়া পাতা কিংবা ফুলপাপড়ি
হয়ে যাক, অবিলম্বে  নিঃশব্দ বিভাজন।

 

নিঃশব্দ বিভাজন

©টিটো মোস্তাফিজ

৮০ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।