সবার সাথে একা

মাংস ঢেকে রাখে অস্থি আর
সেখানে রাখা হয় মন
আর কখনও বা আত্মা
আর মহিলারা দেয়ালে
ফুলদানি আছড়ে মারে
আর পুরুষেরা বেশী পান করে
এবং কেউ তাকে খুজে পায় না
কিন্তু হামাগুড়ি দিয়ে সন্ধান করে
বিছানায় আসে ও চলে যায়
মাংস হাড়কে ঢেকে রাখে
মাংসেরও অধিক কিছু চায়।

কিন্তু কোন সুযোগই নেই
আমরা সবাই বন্দী
সেই একক নিয়তির কাছে।
কেউ কখনও তাকে খুজে পায় না।

শহরের ভাগাড় ভর্তি হয়
ভাংড়িপট্টি ভর্তি হয়
পাগলাগারদ ভর্তি হয়
হাসপাতাল ভর্তি হয়
গোরস্থান ভর্তি হয়
কিন্তু সেই শূণ্যতা পূরন হয় না!

মূল: Alone With Everybody by Charles Bukowski

৬,১৯৮ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “সবার সাথে একা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।