হাইকুগুচ্ছ

হাইকুগুচ্ছ

এক

হোক না যতই অসামাজিক
কিংবা বকলম
আছে ফেসবুক, নো প্রোবলেম।

দুই

সহজ না কি কঠিন?
ভালোবাসা,
স্বেচ্ছায় দাসত্ব বরণ!

তিন

নেইতো আমার বর্তমানের খাতা
তোমরা সবাই খুজছ মিছাই
ভবিষ্যতের পাতা।

চার

Water everywhere,
Albatross round the neck.
Tantalus thirst!

পাঁচ

দিগন্ত ছোঁয়া জলরাশি
প্যান্ডোরার সিন্দুক
হাতছানি দেয় ষোড়শী হেমলক!

ছয়

Nightmare
At broad daylight.
Prometheus fate!

সাত

Stretching through abyss
And shark water.
Tsunami wrecked!

আট

একফালি চাঁদ আবছায়া জোসনা
গুনে ফেল সব তারা
মেঘে ঢাকা যারা।

নয়

Half moonlit night
Counting heavenly bodies
From hell.

১,৮৫৩ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “হাইকুগুচ্ছ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।