আষাঢ়ে নয়

শ্রাবণের খরা

আষাঢ়ে নয় আষাঢ়ে নয়
শাওন মাসের কথা,
রোদে পুড়ে ঘেমে নেয়ে
গর্মী ঘোরায় মাথা!
বর্ষাকালে ভিজলো কোথায় ?
গরম হল ছাতা !
খরার চোটে হলদে হল
সবুজ ধানের পাতা !
হালকা চাপের দখিন হাওয়া
সাগর থেকে এলে,
ভরবে তবেই উত্তরের
পুকুর ণই  জলে !

শ্রাবণী

চকোর হতে চাইছে এ মন
চল উড়ে যাই আকাশে !
কোথায় পাবি জোসনা এমন
শ্রাবণ রাতের বাতাসে ?

১,৫২৪ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “আষাঢ়ে নয়”

  1. টিটো মোস্তাফিজ

    এক প্রহর জোৎস্না স্নান করে হাওয়ায় গা ভাসাতে মন চাইছিল :dreamy: এমন সময় ছাদে এসে একজন বল্লেন সুপারমুন ! তার আগেই ছোট্ট ছড়াটা বানিয়ে ফেলেছি। প্রকাশ করতে অবশ্য একটু লজ্জা পাচ্ছিলাম :shy: তোমাদের ভাল লাগায় আমারও খুব ভাল্লাগছে :party:


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।