বৈশাখের জ্বর উঠেছে
সেলসিয়াসে চল্লিশ
ঢালতে হবে মাথায় পানি
পাচ্ছে না কেউ তার হদিস।
কেউবা সিন্নী মানত করে
কেউবা ব্যাঙের বাচ্চা ধরে
কলা গাছের পাল্কী নিয়ে
আলতা মেখে দিচ্ছে বিয়ে।
যাচ্ছে তারা বাড়িবাড়ি
কাদা বানায় উল্টে হাঁড়ি
সেখানে দেয় গড়াগড়ি
হয়ে যাবে ডাল খিঁচুড়ি।
দাও আল্লা দাও পানি
ধানের ভূঁইয়ে নাই পানি
তিলের ভূঁইয়ে হাঁটু পানি
ধানের ভূঁইয়ে নাই পানি
দাও আল্লা দাও পানি।
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
পারফেক্ট !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
ব্যাঙের বিয়ে দেখছো ? B-)
পুরাদস্তুর বাঙ্গাল
কোপ।
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
কোথায় :duel: :-/
পুরাদস্তুর বাঙ্গাল
ভচ!! এই ছড়ার লাইগাই মনে হয় আইজকা বৃষ্টি নামছে......... 😛
আর খেয়াল করছেন আপনে তো অনেক আগেই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন??
সর্বমোট ব্লগ লিখেছেনঃ ৫৬ টি
:salute: :salute:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:khekz: :khekz:
পুরাদস্তুর বাঙ্গাল
তোমরা তো বৃষ্টিতে গোসল করলে কিন্তু আমরা ঘেমে ~x( x-( সামি
পুরাদস্তুর বাঙ্গাল
হাফ সেঞ্চুরি পোষ্ট ক্ষুদে কবিতা-৩ উদযাপনের পরের ছবি ওখানে পাবে 😀
পুরাদস্তুর বাঙ্গাল
বৃষ্টি বিজয়ের পরে গামছা গায়ে... 😛 মজা লস x-( ?
(সম্পাদিত)
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
থাকি উত্তরবঙ্গে। বৃষ্টি নামের কোন মেয়ের দেখাও পাইলাম না... 🙁
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
উত্তরবঙ্গ
শীতে হাড় কাঁপে,
গরমে রক্ত ভাপে,
উত্তরবঙ্গ কার শাপে ?
:((
পুরাদস্তুর বাঙ্গাল