কবিতার সর্বনাশ
রিভিউ পড়ে বর্তে গেলাম,
নূপুর কান্তি বস।
অভাজনের হাতে এবার কবিতার সর্বনাশ।
তাহমিনা শবনম
কবিতা গল্পে পাকা হাত,
যদিও সংখ্যা কম।
আরও লেখা চাই তাহমিনা শবনম।
হারুন
কমেন্টে দারুণ।
ব্লগ লেখায় কারুন,
ডিগবাজী আর এড়াবে কত হারুন ?
তাওসীফ হামীম
বিশ্বাস বাড়ির পোলা
প্রতিভার ঝিকিমিকি
ফেসবুক সেলিব্রেটি।
মোকাব্বির সরকার
কৌশলগত গবেষনারত
মোকাব্বির সুস্মিত
উপাত্ত প্রমিত।
রাজীব আহমেদ
রাজীব আহমেদ
র্যাডিক্যাল রচনায়
রাজাকার রাগায়।
সামিউল
সজীব সামিউল
লেখে প্রবল
শেখে প্রকৌশল।
জিহাদ
জিদ্দি জিহাদ তরফদার
ভাল ছড়াকার
ওয়েবলগের ডাক্তার।
নাফিস উজরাত
আহয় নাফিস উজরাত,
কমেছে কি ?
পড়াশুনার হুজ্জত ।
Poet Mamun
Abuse of toilet
Hurts the poet.
CCB as well.
মামুন
টয়লেটের অপব্যবহার
কষ্ট কবির
এবং পাঠকের।
মুয়াজ
মুয়াজ আহমেদ রংরুট
ইডি খাওয়া এক্স ক্যাডেট
বিশ্ব রেকর্ড !
ভিনদেশী বন্ধু
জাপানী ছবিতে
আজারবাইজানী গোলাপের টোকা
বন্ধু হল সালমিনায মামাদোভা।
Alien Friend
One facebook like
From a heavenly rose.
My friend Salminaz Mammadova.
মুরাদ টাকলা
চায়না সেলের উপহার,লাখো ফেসবুকার।
দুঃখিনী বর্ণমালা
ত্রাতা মুরাদ টাকলা।
মুরাদ টাকলা-২
বর্ণমালার নিতে প্রতিশোধ
জন্ম তোমার পেজ।
লাইক বাড়াতে ননভেজ ?!
ইডিয়ট বক্স
রদ্দি পাউডার সাবান
টম বেন ককরোচ
টকশোলেকচুয়াল ফ্যাচ ফ্যাচ।
বক ধার্মিক
লায়ন কিং সিনেমার মত
রাজা হতে চাই
হায়েনার সখ্যতা।
ফেরিওয়ালা
চেতনার ফেরিওয়ালা।
গদি ঠিক রাখতে
টাইট আর ঢিলা।
[ ডিসক্লেইমারঃ হালকা চালে লেখা এ পোষ্ট কাউকে কষ্ট দেয়ার জন্য নয়। তবু্ও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত]
আমি আছি :tuski: :tuski:
সুসমিত নামটা খুব সুন্দর কিন্তু এটাতে অভ্যস্ত হতে আমার অনেকদিন লেগেছে, মেয়েলী নাম বলে খেপাতো বলে। 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সুস্মিতা বলতো বুঝি 😛
বিশ্বসুন্দরীর নামের সাথে মিল থাকলে পোলাপান তো একটু খেপাবেই মোকা 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
সত্য কথা! -_- সুন্দর একটা নাম - সুস্মিত ও সুস্মিতা। স্মিত হাসি। 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
সুস্মিত ভাই! 😀
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
এখন খারাপ লাগে না শুনতে! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আলোকিত হোক
রাজাকারের জোট আর একতরফা ভোট
ইয়েস স্যার জগন্নাথ নিক
আলোকিত হোক সব দিক
আমার নামেও !!!!
ইয়া আল্লাহ !!!
বেশি কেম্নে লিখি ভাইয়া !
আমি যে গেজেটেড আইলসা !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
:khekz:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:khekz:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নতুন একটা শব্দ শিখলাম গেজেটেড আইলসা 😀
পুরাদস্তুর বাঙ্গাল
আরো লিখতে হবে আপু। গেজেটেড আইলসা উপাধি গ্রহণ করে পার পেয়ে যাবার কথা ভুলেও ভাববেন না।:-D
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
:thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
জেগে উঠি
আমি উচ্ছ্বাসিত হই
নতুন সূর্যের স্নিগ্ধতায়
ভোরের ঝিরিঝিরি মায়াবীতায়
বটমূল আর শোভাযাত্রা
আমাকে প্রবারই ডাকে
আমি যেন বাতাশা
শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা..
হারুন স্টার্ট :frontroll:
এত সুন্দর মন্তব্য লিখ আর ব্লগ লিখনা কেন ?
পুরাদস্তুর বাঙ্গাল
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হারুন ভাই এইসব চলবে না। হুদা কমেন্ট দিয়ে জাতিকে আর কত বঞ্চিত রাখতে চান? আপনিও কি শবনম আপুর মত গেজেটেড আইলসা? তাইলে অ্যাট লিস্ট আমরা আপনার কমেন্ট কম্পাইল কইরা হইলেও একটা কিছু চাই। 😀
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
অন্তত প্রকাশ কর হারুন। না পারলে তোমার পাসওয়ার্ডটা আমাকে দিও ।
পুরাদস্তুর বাঙ্গাল
:guitar:
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😀
পুরাদস্তুর বাঙ্গাল
ভাই পোয়েট মামুন ব্যাখ্যা করেন, বুঝিনাই। আপনার ইংরেজীগুলো বাংলার তুলনায় অনেক ভালো লাগছে আমার কাছে।
আর সবথেকে ভালো লেগেছে Alien Friend. হাইকুর স্বাদ পেলাম ঠিকঠাক।
সবশেষে, প্রথমেই আমার নাম দেখে ব্যাপক লজ্জা পেয়ে গেলাম বস।
কবিতার রিভিউ করবো সেই দুঃসাহস হবেনা কখনো -- কেবল পাঠকের কিছু কথা থাকে সবসময়, তাকে ব্যক্ত করার প্রচেষ্টা করি মাত্র।
সিসিবিতে আমার প্রিয় একজন কবি মামুনুর রশীদ খান।বেচারা তার হোষ্টেলের টয়লেটের বেহাল দশায় কাহিল। এজন্য মাঝে মাঝে তার রচনায় গন্ধ পাওয়া যায়। এটাই বলতে চেয়েছি পোয়েট মামুন-এ।
পুরাদস্তুর বাঙ্গাল
এই সম্মান কই রাখি!?? 😛
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
😛
পুরাদস্তুর বাঙ্গাল
এলিয়েন ফ্রেন্ড ভাল লাগায় ভাল লাগছে। প্রকাশ করার পর একবার বাদ দিয়ে আবার প্রকাশ করেছি।আমার মতে এ পোষ্টের টুকরো গুলো তেমন ভাল হয়নি। তাই হাইকু ট্যাগ দেইনি।
পুরাদস্তুর বাঙ্গাল
পলাশী থেকে রেসকোর্স- এ তেমন সাড়া না পাওয়ায় মন খারাপ লাগছিল। মনে করেছিলাম আর ছাইপাশ লিখবনা। কিন্তু তোমার বিশ্লেষনাত্মক মন্তব্য আমাকে অনুপ্রানিত করেছে। :party: সেকারণে ২০১৩ লিখেছি। আমার মতে এর ফলে কবিতার সর্বনাশ হয়েছে :shy: এজন্য এটা প্রথমে দিলাম। যাই হোক পাঠককে বোধ করি অনেক কষ্ট দিয়েছি। তাই আপাতত হাইকু রচনা থেকে একটা ব্রেক নিচ্ছি। ও :teacup: দিতে ভুলে গেছিলাম।
পুরাদস্তুর বাঙ্গাল
আর সবার সাথে অতি ক্ষুদ্র মানুষ এই আমার নামটা দেখে আমি অতিশয় আনন্দিত ! লেখাটার জন্য অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই !
নাফিস তুমি মোটেও ক্ষুদ্র নও। একদিন এডমিরাল হবে। :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
দূর্দান্ত :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:party: :teacup:
অফটপিকঃ তুমি কি গোলন্দাজ ?
পুরাদস্তুর বাঙ্গাল
জ্বী ভাই, তবে প্রোফাইল পিকের শানে নজুল অন্য গোলন্দাজ 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ফুটবল খেলা তেমন দেখিনা তাই ধরতে পারিনি 😀
পুরাদস্তুর বাঙ্গাল
বাহ্! :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 :thumbup:
পুরাদস্তুর বাঙ্গাল
"মোস্তাফিজ ভাই,
শুধু খাই খাই
চান্স পাইলে
সবাইরে পচাই"
খুব ভাল হইছে ভাই।
😀
ব্যস্ত নাকি ? আর লিখছ না যে ।
পুরাদস্তুর বাঙ্গাল
রেডি করতেছি ভাই,
বেশী দেরি নাই।
মুয়াজ তোমার নতুন লেখাটা জব্বর হয়েছে 😀
পুরাদস্তুর বাঙ্গাল
মোস্তাফিজ ভাই আজ ফেবুতে জিজ্ঞেস করলেন আমি কি আমাকে নিয়ে লিখা হাইকু দেখে মন খারাপ করেছি কিনা?! উনার প্রশ্ন করার পরপরই মনে হল বেশ কিছুদিন ব্লগে যাওয়া হয় না।অজুহাত এক্সাম।পড়াশুনা না,এক্সামের আগে সব 'অন্যান্য ' গুরুত্বপূর্ণ কাজ একসাথে হাজির হয়।আমি সাথে সাথে ব্লগে এসে ঢু মেরে গেলাম। হাইকু টি অবশ্য আগেই উনি আমাকে ইনবক্স করেছেন।আশা করিনি এটা ব্লগে দিবেন। দেখে অদ্ভুত ভাল লেগেছে। :boss: :boss: এতগুলা গুণী নামের মাঝে নিজেকে খুব বেমানান মনে হল তাই লজ্জাও পেয়েছি কিছুটা। মজা পেয়েছি ব্যাপক। কাকতালীয় ভাবে আজ একটা লেখাও প্রসূত হয়েছে। কিছুটা প্রায়শ্চিত্ত হল। 😀
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
নূপুর যখন বল্ল পোয়েট মামুন বুঝি নাই আমি একটু বিপদে পড়ে গেলাম। ব্যাখ্যাটা চেয়েছে দিতে হবে। তোমার সাড়া শব্দ না পেয়ে আনফ্রেন্ড শন্কায় ছিলাম । ভাবছিলাম ঐ হাইকু ২টা ব্লগে দেয়া বোধ হয় ঠিক হয়নি।
পুরাদস্তুর বাঙ্গাল
প্রতিভার ঝিকিমিকি 😀
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
মাছের তেলে মাছ ভাজে
নবিশ কোবরেজে 😛
পুরাদস্তুর বাঙ্গাল
কিছু বলার আগেই ১০ টা লাগায়া দিলাম :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
বাড়িতে গেছিলাম। ওখানে কোন নেট নাই। আমার মোবাইল ও একখান, নেট ইউস করা যায় না। তাই এত দিন সিসিবি তে ঢুকতে পারি নাই।
এত বস বস মানুষের মধ্যে নিজের নাম দেখতে পেয়ে খুশিতে লাফাতে ইচ্ছে করছে।
:awesome: :awesome:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সামিউল সত্যই সজীব 😀 কিছু বলার আগেই ফ্রন্টরোল দিতাসে :gulti:
পুরাদস্তুর বাঙ্গাল
😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
কীভাবে যেন মিস করে গেসিলাম! অনেক ধন্যবাদ, ভাই! 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
দেরী দেখে মনে করছিলাম ছড়ায় নজরানা পাব 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
:thumbup: :thumbup:
Truth is beauty, beauty is truth.
ধন্যবাদ মজিদ। মুরাদ টাকলার বিষয়টা খেয়াল করেছ 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
লেখাটা পড়ে বেশ মজা পেলাম।
"গেজেটেড আইলসা" কথাটা দারুণ লাগলো।
লেখা ও মন্তব্য,
সবই উপভোগ্য।
ধন্যবাদ ভাই 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
:thumbup:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
😀
পুরাদস্তুর বাঙ্গাল