২০১৩

কবিতার সর্বনাশ

রিভিউ পড়ে বর্তে গেলাম,
নূপুর কান্তি বস।
অভাজনের হাতে এবার কবিতার সর্বনাশ।

তাহমিনা শবনম

কবিতা গল্পে পাকা হাত,
যদিও সংখ্যা কম।
আরও লেখা চাই তাহমিনা শবনম।

হারুন

কমেন্টে দারুণ।
ব্লগ লেখায় কারুন,
ডিগবাজী আর এড়াবে কত হারুন ?

তাওসীফ হামীম

বিশ্বাস বাড়ির পোলা
প্রতিভার ঝিকিমিকি
ফেসবুক সেলিব্রেটি।

মোকাব্বির সরকার

কৌশলগত  গবেষনারত
মোকাব্বির সুস্মিত
উপাত্ত প্রমিত।

রাজীব আহমেদ

রাজীব আহমেদ
র‌্যাডিক্যাল রচনায়
রাজাকার রাগায়।

সামিউল

সজীব সামিউল
লেখে প্রবল
শেখে প্রকৌশল।

জিহাদ

জিদ্দি জিহাদ তরফদার
ভাল ছড়াকার
ওয়েবলগের ডাক্তার।

নাফিস উজরাত

আহয় নাফিস উজরাত,
কমেছে কি ?
পড়াশুনার হুজ্জত ।

Poet Mamun

Abuse of toilet
Hurts the poet.
CCB as well.

মামুন

টয়লেটের অপব্যবহার
কষ্ট কবির
এবং পাঠকের।

মুয়াজ

মুয়াজ আহমেদ রংরুট
ইডি খাওয়া এক্স ক্যাডেট
বিশ্ব রেকর্ড !

ভিনদেশী বন্ধু

জাপানী ছবিতে
আজারবাইজানী গোলাপের টোকা
বন্ধু হল সালমিনায মামাদোভা।

Alien Friend

One facebook like
From a heavenly rose.
My friend Salminaz Mammadova.

মুরাদ টাকলা

চায়না সেলের উপহার,লাখো ফেসবুকার।
দুঃখিনী বর্ণমালা
ত্রাতা মুরাদ টাকলা।

মুরাদ টাকলা-২

বর্ণমালার নিতে প্রতিশোধ
জন্ম তোমার পেজ।
লাইক বাড়াতে ননভেজ ?!

ইডিয়ট বক্স

রদ্দি পাউডার সাবান
টম বেন ককরোচ
টকশোলেকচুয়াল ফ্যাচ ফ্যাচ।

বক ধার্মিক

লায়ন কিং সিনেমার মত
রাজা হতে চাই
হায়েনার সখ্যতা।

ফেরিওয়ালা

চেতনার ফেরিওয়ালা।
গদি ঠিক রাখতে
টাইট আর ঢিলা।

[ ডিসক্লেইমারঃ হালকা চালে লেখা এ পোষ্ট কাউকে কষ্ট দেয়ার জন্য নয়। তবু্ও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত]

৩,৪৮০ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “২০১৩”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    আমি আছি :tuski: :tuski:
    সুসমিত নামটা খুব সুন্দর কিন্তু এটাতে অভ্যস্ত হতে আমার অনেকদিন লেগেছে, মেয়েলী নাম বলে খেপাতো বলে। 🙁


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. হারুন (৮৫-৯১)

    জেগে উঠি

    আমি উচ্ছ্বাসিত হই
    নতুন সূর্যের স্নিগ্ধতায়
    ভোরের ঝিরিঝিরি মায়াবীতায়

    বটমূল আর শোভাযাত্রা
    আমাকে প্রবারই ডাকে
    আমি যেন বাতাশা


    শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা..

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)
    রাজীব আহমেদ
    র‌্যাডিক্যাল রচনায়
    রাজাকার রাগায়।

    :guitar:
    অসংখ্য ধন্যবাদ ভাইয়া।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ভাই পোয়েট মামুন ব্যাখ্যা করেন, বুঝিনাই। আপনার ইংরেজীগুলো বাংলার তুলনায় অনেক ভালো লাগছে আমার কাছে।
    আর সবথেকে ভালো লেগেছে Alien Friend. হাইকুর স্বাদ পেলাম ঠিকঠাক।
    সবশেষে, প্রথমেই আমার নাম দেখে ব্যাপক লজ্জা পেয়ে গেলাম বস।
    কবিতার রিভিউ করবো সেই দুঃসাহস হবেনা কখনো -- কেবল পাঠকের কিছু কথা থাকে সবসময়, তাকে ব্যক্ত করার প্রচেষ্টা করি মাত্র।

    জবাব দিন
  5. মামুনুর রশীদ খান(২০০১—২০০৭)

    মোস্তাফিজ ভাই আজ ফেবুতে জিজ্ঞেস করলেন আমি কি আমাকে নিয়ে লিখা হাইকু দেখে মন খারাপ করেছি কিনা?! উনার প্রশ্ন করার পরপরই মনে হল বেশ কিছুদিন ব্লগে যাওয়া হয় না।অজুহাত এক্সাম।পড়াশুনা না,এক্সামের আগে সব 'অন্যান্য ' গুরুত্বপূর্ণ কাজ একসাথে হাজির হয়।আমি সাথে সাথে ব্লগে এসে ঢু মেরে গেলাম। হাইকু টি অবশ্য আগেই উনি আমাকে ইনবক্স করেছেন।আশা করিনি এটা ব্লগে দিবেন। দেখে অদ্ভুত ভাল লেগেছে। :boss: :boss: এতগুলা গুণী নামের মাঝে নিজেকে খুব বেমানান মনে হল তাই লজ্জাও পেয়েছি কিছুটা। মজা পেয়েছি ব্যাপক। কাকতালীয় ভাবে আজ একটা লেখাও প্রসূত হয়েছে। কিছুটা প্রায়শ্চিত্ত হল। 😀


    ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক

    জবাব দিন
  6. সামিউল(২০০৪-১০)

    কিছু বলার আগেই ১০ টা লাগায়া দিলাম :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    বাড়িতে গেছিলাম। ওখানে কোন নেট নাই। আমার মোবাইল ও একখান, নেট ইউস করা যায় না। তাই এত দিন সিসিবি তে ঢুকতে পারি নাই।

    এত বস বস মানুষের মধ্যে নিজের নাম দেখতে পেয়ে খুশিতে লাফাতে ইচ্ছে করছে।
    :awesome: :awesome:


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  7. মজিদ (৮৪-৯০)
    মুরাদ টাকলা

    চায়না সেলের উপহার,লাখো ফেসবুকার।
    দুঃখিনী বর্ণমালা
    ত্রাতা মুরাদ টাকলা।

    মুরাদ টাকলা-২

    বর্ণমালার নিতে প্রতিশোধ
    জন্ম তোমার পেজ।
    লাইক বাড়াতে ননভেজ ?!

    :thumbup: :thumbup:


    Truth is beauty, beauty is truth.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।