ইমরান নিয়াজী
কি আর বলবেন
ইমরান খান ?
চাচা জেনারেল নিয়াজী।
Unfair Play
Following the footsteps
Of fallen General
AAK Niazi.
মউজ ইমরান
হাতিয়ার ডাল দো – চাচার এলান
মানে না তো রাও ফরমান।
তাই বুঝি সাথে আছে তেহরিক-ই-মউজ ইমরান।
Point Blank
Brainchild of Rao Forman
Point blank gun.
Action cannot be undone.
জাতীয় ফল
বেড়ে গেছে পাকি
জাতীয় পশুর দল।
পাচ্ছিনে তাই ভাল জাতীয় ফল।
চাঁদের কলংক
কলংকটা অবশেষে জানা হল সবার।
গভীর রাতে চাঁদের বুকে
দেউলা রাজাকার।
আচ্ছা ইমরানের চাচা নিয়াজী কিনা এই ব্যাপারে কি কোন তথ্য আছে>
আমিও এরকম জানি।
এক বড়ভাই সোর্স চাইছিলেন অনেক আগে। দিতে পারি নি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
পাকিস্তানী বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান নিয়াজীর সাথে আমীর আবদুল্লাহ খান নিয়াজী ওরফে শেয়াল ই বাংলা ওরফে টাইগার নিয়াজীর পারস্পরিক সম্পর্ক সম্পর্কে অথেনটিক তথ্য পাওয়া গেলনা। তাই দুইটি পদ্যের বিকল্প পাঠ দেয়া হল-
ইমরান নিয়াজী
কি আর বলবেন
ইমরান খান ?
উনিও তো নিয়াজী!
মউজ ইমরান
হাতিয়ার ডাল দো – জরুরী এলান
মানে না তো রাও ফরমান।
তাই বুঝি সাথে আছে তেহরিক-ই-মউজ ইমরান।
পুরাদস্তুর বাঙ্গাল
সম্ভাব্য চাচা-ভাতিজার কোন সুরাহা করতে পারলাম না তবে ঘাটাতে গিয়ে rediff.com এর সাথে দেয়া নিয়াজীর এক সাক্ষাতকারের খোঁজ পেলাম। ত্যানা প্যাঁচানো থেকে ধরে কন্সপিরেসী থিওরী, এই রুটি খেকো জানোয়ার সবকিছুতেই টাচ্ করেছে! পড়ুন এখানে
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:hatsoff: মোকা
পুরাদস্তুর বাঙ্গাল
গুজবে কান দেবেন না। আমি পালাইনি।বিবিসিকে বললেন নিয়াজী।
পুরাদস্তুর বাঙ্গাল
আগ্রহী পাঠক মেজর জেনারেল (অবঃ) খাদিম হুসাইন রাজার লেখা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান কর্তৃক প্রকাশিত "এ স্ট্রেন্জার ইন মাই ওন কান্ট্রি" বইটি পড়তে পারেন।
পুরাদস্তুর বাঙ্গাল
ভাই আর লিঙ্ক দিয়েন না পাকিদের। ঐসব খুনীদের বয়ান। তেনা প্যাচানী জিনিস। তবে মিষ্টির সিরা দেয়া কাঠালপাতা।
সুভাষ বোসের বোনঝি মে বি শর্মিলা বোসের টা সবচেয়ে ফানি। ঐটা পাকি দের টেব্লে শোভা পায়। বিশেষ কইরা ভারতীয়ের লেখা তো তাও আবার পাকিদের পক্ষে। সো পাকিরা ঐ বই খুব ভালোবাসে।
গুগলে শর্মিলা বোস লেইখা সার্চ দিলেই পাবেন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ত্যানা পেঁচিয়ে সব কিছু লুকিয়ে রাখা যায় না B-)
পুরাদস্তুর বাঙ্গাল
😕
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অসাম হইসে ভাইয়া !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
😀
পুরাদস্তুর বাঙ্গাল
সারাংশ
নিয়াজির সক্রিয় হওয়ার চিন্তা
রক্তের নেশায় ইয়াহিয়া মাতাল
রাওফরমান আলীর কঠিন ফরমান
ভুট্টু জোর কদমে হাঁটে
টিক্কা খান হেসে খান খান
বাগদাদের হালাকু খান
জয় বাংলার ঝাণ্ডা হাতে তুলি
ধারন করে অগ্নি মূর্তি
চাই দেশ মাতার মুক্তি।
শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা..
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:awesome: :tuski:
পুরাদস্তুর বাঙ্গাল