কতটা পথ হাঁটলে পরে মানুষ বলা যাবে ?
আর কত সাগর পাড়ি দিয়ে গাংচিল ঘুমাবে ?
কত গোলা দাগলে পরে কামান নষ্ট হবে ?
কত বছর টিকবে পাহাড়
ধূয়ে যাবার আগে ?
মুক্ত হবার আগে মজলুম
ক’বছর বাচেঁ, বল ভ্রাতা ?
অন্ধ হবার ছল করতে
ক’বার ঘোরাবে মাথা ?
ক’বার উপরে তাকালে পরে
আকাশ দেখা যায় ?
কতগুলো কান থাকলে পরে
কান্না শোনা যায় ?
আর কত লোক মরলে বুঝবে
অনেক মানুষ মরেছে ?
প্রশ্ন অতি সাধারণ
তবু কি জবাব মিলেছে ?
[ এটি বব ডিলান এর ব্লোইন ইন দা উইন্ড গানটি অনুবাদের অপচেষ্টা]
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ রাজীব :hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল
কেন জানি এই গানটির কথা মাথায় আসলো।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
লিরিকটা দাও ভাই
পুরাদস্তুর বাঙ্গাল
এখানে গেলে পাবেন (সম্পাদিত)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
"...But it's sad and it's sweet
And I knew it complete
When I wore a younger man's clothes"
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:party: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
খুব ভাল লাগছে ভাই।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
শেষ চারলাইনে এসে ছন্দটা কেটে গেলো যেন মোস্তাফিজ ভাই।
বাকী অংশ খুব ভালো লেগেছে।
তবে এ গানটার সুমন-ভার্সানের জুড়ি মেলা ভার।
সুমনের গানটা আসলেই অসাম !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
শেষে একটু পাল্টে দিলাম :-B সাম্প্রতিক প্রেক্ষাপটে গানের কথা গুলো প্রায় সব সময় মনে হওয়ায় নিজের মত করে বাংলা করেছি। তোমাদের ভাল লেগেছে জেনে ভাল্লাগছে 😀 খুব খারাপ হয়নি তাহলে :shy:
সুমনের গানটা আমি শুনিনি। লিংকটা দিওতো।
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ নূপুর। এ জন্যই ক্যাডেট কলেজ ব্লগ আমার এত ভাল লাগে। এখানে সহযোগিতা,পরামর্শ, শ্রদ্ধা, ভালবাসা যেমন আছে অন্য কোথাও বোধ হয় নেই।
সবাইকেই ::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
ভাল লাগলো ভাই!
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
ধন্যবাদ :teacup: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
সুমনের গানের লিঙ্কঃ
http://www.youtube.com/watch?v=N1E1QzjJT3E
:teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
সুমন :just: :awesome:
:boss: :boss: :boss:
পুরাদস্তুর বাঙ্গাল