নির্বাক আমি…(ভুলব আমি কেমন করে)

ভুলব আমি কেমন করে (ইউ টিউব লিন্ক)

ভুলব আমি কেমন করে
এই বেদনার শোক
আজ কেবলি এই হৃদয়ে
দুঃখ নদীর স্রোত

ভুলব আমি কেমন করে
এই বেদনার শোক
আজ কেবলি এই হৃদয়ে
দুঃখ নদীর স্রোত

এই বেদনার শোক

যাঁদের মুখে হাসি ছিল
ছিল স্নেহ ছায়া
নিথর কেন সেই সোনামুখ
ছিল করে মায়া

রক্ত সাগর পাড়ি দিয়ে
সোনার বাংলাদেশ
কারও ভুলে দেশের সুনাম
হয়না যেন শেষ

হিংসা বিভেদ হানাহানি
সবই বন্ধ হোক
ভুলব আমি কেমন করে
এই বেদনার শোক
আজ কেবলি এই হৃদয়ে

এই বেদনার শোক
এই বেদনার শোক

ভুলব আমি কেমন করে
এই বেদনার শোক
আজ কেবলি এই হৃদয়ে
দুঃখ নদীর স্রোত

ভুলব আমি কেমন করে
এই বেদনার শোক
আজ কেবলি এই হৃদয়ে
দুঃখ নদীর স্রোত

এই বেদনার শোক
এই বেদনার শোক

৮৫৪ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “নির্বাক আমি…(ভুলব আমি কেমন করে)”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    রক্ত সাগর পাড়ি দিয়ে
    সোনার বাংলাদেশ
    কারও ভুলে দেশের সুনাম
    হয়না যেন শেষ


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    যাঁদের মুখে হাসি ছিল
    ছিল স্নেহ ছায়া
    নিথর কেন সেই সোনামুখ
    ছিল করে মায়া

    🙁

    বীর শহীদদের পরিবারগুলোর জন্যে শ্রদ্ধা এবং মহান স্রষ্টার কাছে দোয়া রাখছি।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।