মমতাজের গান খুব একটা সিরিয়াসলি শুনতাম না কখনও। কিন্তু ‘মনপুরা’ ছবির এই গানটা কেমন জানি মন খারাপ করে দেয়। গানটা শুরু হবার আগেই ব্যাকগ্রাউণ্ড মিউজিকটা অসাধারণ। আমি সাধারণ মনের ও মানের সংগীত স্রোতা। গানের কথা ও সুর আমাকে সত্যি নাড়া দিয়েছে। জানিনা আর কারও মনে নাড়া দেবে কিনা।
‘আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর
ছাড়িতাম না কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর
উজানে ভাসাইলাম নাও, ভাঁটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও নাই
উজানে ভাসাইলাম নাও, ভাঁটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও নাই
পিঁড়িতে সাঁজায়েছি রং, বাসরে বাঁশী
সুরে সুরে সুরমালা, ভিতরে ফাঁকি
আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর
ছাড়িতাম না কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর’
গানটার এম পি থ্রি আমার কাছে আছে, কিন্তু আপলোড করতে না জানায় ইউ টিউব লিংক দিলাম এখানে
:dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সুন্দর লিরিক।
গানটা শোনার চেষ্টা করছি 🙂
মমতাজরে ভাল পাই
:-/ :-/
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কোয়ালিটি কন্ডেন্স মিল্ক 😛
B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
গানটার লিংক দিলাম...
http://www.mediafire.com/?eswmhz75zl2
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মনপুরা ছবির সব গান পাবেন এখানেঃ
আগে যদি জানতাম- মমতাজ
নিথুয়া পাথারে- চঞ্চল, কৃষ্ণকলি
নিথুয়া পাথারে- ফজলুর রহমান বাবু
সোনাই হাই হাই রে- ফজলুর রহমান বাবু
সোনার ময়না পাখি- অর্নব
সোনার পালঙ্ক ঘরে- চন্দনা মজুমদার
সোনার পালঙ্ক ঘরে- কৃষ্ণকলি
আমাকে সবচেয়ে ইম্প্রেস করেছে বাবু, এই লোকটা তো চমৎকার গায়। কোথায় ছিল এই গলা এতদিন। মিডিয়ায় কাজ করছে অথচ গায়নি কোথাও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
না, বড়ই দুঃখ। গান নিয়া আমার আর মনে হয় ভাত নাই!! :(( :(( :((
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাইয়ের একচ্ছত্র আধিপত্যে আবারো হানা- ডেইলি সিসিবি B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস, গুরু,
:boss:
কথাটায় একটু যোগ করতে হবে....আপনার ভাত নাই কারন আপনার 'ইমপ্রুভড ডিনার' আছে।
আহ্... মামু, কি শুনলাম! খিদা লাইগ্যা গেল পুরা!!!
ছোটোবেলার কথা মনে পরে গেল।-
১৯৮৫' এর দিকে, আমাদের প্রাইমারী স্কুলে এক বুড়া-হকার আসতো ঘরে-বানানো সম্পাপড়ি বেচতে। তার মুখে এই গান'টা প্রায় শুনতাম।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
খাইছে, কপিরাইট কেস দেখি। 😀
মনপুরা নাকি ১৩ তারিখ মুক্তি পাবে? আমরা দেখতে যাওয়ার প্ল্যান করতেছি।
মনপুরার সবকিছুই শুনেছি সুন্দর।
দেখতে হইবেক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মমতাজের গান আমারো খুউউউব এক্তা ভাল লাগেনা.........।তবে লিরিক দেখেতো ভালই মনে হলো।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
মনপুরার কোন গানে তানপুরা ব্যব হার করা হইছে কিনা কেউ বলতে পার্বেন?
মনপুরা এলবামে অর্ণবের গাওয়া "সোনার ময়না পাখি" গানটা আমার সবচেয়ে পছন্দের।
ইউসুফ ভাই, গানের কথাগুলো চমৎকার। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমী মমতাজের খুবে পীয় দশক আমী আশে করী মমতাজ শামনের দিকে ভাল গান
আমাদেরকে উপহার দিবে এটায় আমাদের শকলের কামনে আললা হাপেজ
😉 😕 :grr: :boss: