যদি লাইফটাকে রি-উইন্ড করা যেত

মাঝে মাঝেই কল্পনা করি – যদি লাইফটাকে রি-উইন্ড করা যেত, তাহলে কোথায় গিয়ে থামতাম। একটা রেডিমেড উত্তর আছে আমার কাছে। ক্যাডেট কলেজের ক্লাস ইলেভেন-এ। ওখানে জীবনটাকে নিয়ে যেয়ে একটা দুই-নম্বরী কাজ করতাম। ‘প্লে’ বাটন এর জায়গায় ‘পজ’ বাটনটা চেপে দিলাম পারমানেণ্ট ভাবে।

ক্লাস ইলেভেন এর লর্ডের স্টাইলে জীবন কি আর ফিরে আসবে? আমি নিশ্চিত যে আমারা সবাই এই ক্লাসটাকে এনজয় করেছি যার যার মত। তবে আমার ক্ষেত্রে যা মনে পড়ে, এই ক্লাসেই আমি সিগারেট খাওয়া ধরেছি, আর সেটা ছিল একটা বড় এনটারটেইনমেনট। শর্টওয়েভ রেডিওতে ওয়েস্ট ইন্ডিজের খেলার কমেণ্টরি শোনা, শারলক হোমস এর অমনিবাস শেষ করা, সেবা রোমানটিক বা ওয়েস্টার্ন গেলা, অপশনাল গেমস বা মিনি ক্রিকেট নিয়ে মাতামাতি – কত কীই না করেছি।

আজ এতগুলো বছর পরে লাইফটাকে রি-উইন্ড করার মত আরেকটা ইচ্ছা মনের মধ্যে উঁকি দেয়। যদি জীবনে কোন কিছু ‘আনডু’ করা যেত, তাহলে দুটা জিনিষ করতাম – সিগারেটটা ধরতাম না আর …….. টিচারদের সাথে করা কিছু নির্মম ফানে অংশ নিতাম না। আজ আমরা যে যতটুকু হয়েছি তা সবই তাঁদের কারণে। স্রষ্টার কাছে মাফ চাই আর দূর থেকে তাঁদের সবার সুখের জন্য দোয়া করি।

২,৪১৮ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “যদি লাইফটাকে রি-উইন্ড করা যেত”

  1. তাইফুর (৯২-৯৮)

    সিসিবিতে আরেকজন 'বস' লেখক পাওয়া গেল।
    সুন্দর লেখার অভিনন্দন।
    (সিরিয়াস কমেন্ট করতে করতে লাইফটা তেজপাতা হয়া গেল)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    রি-উইন্ড করা গেলে ইলেভেন টুয়েল্ভে নিতাম, তারপর ইন্টারের আগে আগে আবার ইলেভেন...... স্কোর না হওয়া পর্যন্ত খেলা চলবে B-)


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)
    ‘প্লে’ বাটন এর জায়গায় ‘পজ’ বাটনটা চেপে দিলাম পারমানেণ্ট ভাবে।

    বস, পাংখা...পাংখা... :salute:

    টিচারদের সাথে করা ফানগুলা 'আনডু' করার ব্যাপারেও আমি ১০০% সহমত... :thumbup:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
    • যাক আমার মত বয়স্ক আরো একজন পেলাম (সানাউল্লাহ ভাইকে ছাড়া অফকোর্স)। ধন্যবাদ। আজকে জয়েন করলি নাকি? তা দাদা তোর প্রোফাইল পিকচারটা খালি কেন? ফেইসবুকের ফাটাফাটি ছবিটা দিয়ে দে।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।