মাঝে মাঝেই কল্পনা করি – যদি লাইফটাকে রি-উইন্ড করা যেত, তাহলে কোথায় গিয়ে থামতাম। একটা রেডিমেড উত্তর আছে আমার কাছে। ক্যাডেট কলেজের ক্লাস ইলেভেন-এ। ওখানে জীবনটাকে নিয়ে যেয়ে একটা দুই-নম্বরী কাজ করতাম। ‘প্লে’ বাটন এর জায়গায় ‘পজ’ বাটনটা চেপে দিলাম পারমানেণ্ট ভাবে।
ক্লাস ইলেভেন এর লর্ডের স্টাইলে জীবন কি আর ফিরে আসবে? আমি নিশ্চিত যে আমারা সবাই এই ক্লাসটাকে এনজয় করেছি যার যার মত। তবে আমার ক্ষেত্রে যা মনে পড়ে, এই ক্লাসেই আমি সিগারেট খাওয়া ধরেছি, আর সেটা ছিল একটা বড় এনটারটেইনমেনট। শর্টওয়েভ রেডিওতে ওয়েস্ট ইন্ডিজের খেলার কমেণ্টরি শোনা, শারলক হোমস এর অমনিবাস শেষ করা, সেবা রোমানটিক বা ওয়েস্টার্ন গেলা, অপশনাল গেমস বা মিনি ক্রিকেট নিয়ে মাতামাতি – কত কীই না করেছি।
আজ এতগুলো বছর পরে লাইফটাকে রি-উইন্ড করার মত আরেকটা ইচ্ছা মনের মধ্যে উঁকি দেয়। যদি জীবনে কোন কিছু ‘আনডু’ করা যেত, তাহলে দুটা জিনিষ করতাম – সিগারেটটা ধরতাম না আর …….. টিচারদের সাথে করা কিছু নির্মম ফানে অংশ নিতাম না। আজ আমরা যে যতটুকু হয়েছি তা সবই তাঁদের কারণে। স্রষ্টার কাছে মাফ চাই আর দূর থেকে তাঁদের সবার সুখের জন্য দোয়া করি।
1 😀
সিসিবিতে ব্লগাধ্যায় শ্রু করায় ইউসুফ ভাইকে :salute:
আর বস,লাইফ রি-উইন্ড না করেও ক্যামনে সিগারেট ছাড়ান যায়,আপ্নার সেই ব্যবস্থা করতেছি... :grr: :grr: :grr:
ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি কর, ৪০ বছরের কাছাকাছি এসে গেলাম তো।
bronze
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিসিবিতে আরেকজন 'বস' লেখক পাওয়া গেল।
সুন্দর লেখার অভিনন্দন।
(সিরিয়াস কমেন্ট করতে করতে লাইফটা তেজপাতা হয়া গেল)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও... O:-) (*শর্ত প্রযোজ্য)
*টিচাররাও আমাদের সাথে দুষ্টামি করবেন না- এই শর্তে!!! ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইলিয়াছ স্যার কি এর মধ্যে পড়ে,জুনা ভাই? 😛
হেয় কিছুর মধ্যেই পড়ে না... :thumbdown:
লাইফ রি-উইন্ড তো দূরে থাক...নতুন কইরা বানানো হইলেও ঐ ইয়ের সাথে কোন কম্প্রোমাইজ নাই... 😡
ঐ বিয়াদফ মাসরুফ, বুইজছ্যাওওওও...??? 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইয়ে জুনায়েদ ভাই আপ্নে কি কইরত্যাছ্যাআআআআআআন?আর এইটা মাসরুফ না,মাস্রুপ হইব বুইজতে পাইরছ্যাআআআআন? 😀
রি-উইন্ড করা গেলে ইলেভেন টুয়েল্ভে নিতাম, তারপর ইন্টারের আগে আগে আবার ইলেভেন...... স্কোর না হওয়া পর্যন্ত খেলা চলবে B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
🙂
সামিয়াপ্পু,শুধু ইমো দিয়া কমেন্ট করার জন্য তোমার পাজেরো চাই x-(
ইউসুফ ভাই, দারুণ লেখা।
আমারো প্রায়ই কলেজের দিনগুলাতে ফিরে যেতে ইচ্ছে করে। 🙁
বস, পাংখা...পাংখা... :salute:
টিচারদের সাথে করা ফানগুলা 'আনডু' করার ব্যাপারেও আমি ১০০% সহমত... :thumbup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আর তোর সাথে করা টিচারদের ফানগুলা কি করবি ? :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup: :thumbup: :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হ, ক্লাস ইলেভেন, দ্য গোল্ডেন মুমেন্টস অফ মাই লাইফ
আমিও কলেজে ফিরে যেতে চাই, তবে প্রিন্সিপাল সোহরাব আলী তালুকদার সাব রে ছাড়া।
হেরে ফাস্ট ফরোয়ার্ড কইরা জায়গা মতো পাঠাইয়া দিতে চাই। 😀 😀
ইচুপ, যা বলেছিস মাইরি... ভালো হয়েছে...
যাক আমার মত বয়স্ক আরো একজন পেলাম (সানাউল্লাহ ভাইকে ছাড়া অফকোর্স)। ধন্যবাদ। আজকে জয়েন করলি নাকি? তা দাদা তোর প্রোফাইল পিকচারটা খালি কেন? ফেইসবুকের ফাটাফাটি ছবিটা দিয়ে দে।
জয়েন আগেই করছি... নিজেকে বুড়া বুড়া লাগে... তাই চুপচাপ থাকি... তা দাদা, ফেইসবুকের কোন ছবিটার কথা বলছেন?
ঐ যে সাদা-কালো উত্তম কুমার টাইপের একটা প্রোফাইল পিকচার আছে না? ঐটাই দিয়ে দিন দাদা। তুই এত লম্বা, আমার সন্দেহ, তোর ছবি আটবে কিনা....
জো হুকুম জঁাহঁাপনা...
উঠাইয়া দিছি...