ছবিগুলো ই-মেইলে পেলাম। ভাবলাম শেয়ার করি। অনেকের কাছেই পুরনো হতে পারে।
(কোন ছবি বড় সাইজে দেখতে হলে ক্লিক করুন)
৩২ টি মন্তব্য : “ছবিব্লগ – বাংলাদেশে বাংলা”
মন্তব্য করুন
ছবিগুলো ই-মেইলে পেলাম। ভাবলাম শেয়ার করি। অনেকের কাছেই পুরনো হতে পারে।
(কোন ছবি বড় সাইজে দেখতে হলে ক্লিক করুন)
😀
মজার ছবি 😀 :))
শেষ ছবিটা আমার দোকানের না 😡 😡 😡
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এহহে !!!!!!! রকিব ভাইয়ের চা'এর দোকানের একি অবস্থা? 😮
ঐটা আমার না ভাবী!!!!!! :bash: :bash: :bash:
আর আমার দোকান ধূমপান( :party: ) মুক্ত B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দুধের বাজারে আগুন লাগছে। হাত দেওন যায় না!! তবু খাটি গরুর.... দুধে সিগেরেট চুবাইয়া খাইত মঞ্চায়!! রকিবরে কি দোকান বসাইলি?? B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধুমপানের অভ্যাস নেই তবুও রাকিবের দোকানের গরুর দুধের সিগারেট হলে ট্রাই করে দেখা যেতে পারে। :khekz: :khekz:
তুইতো নিজে ধূমপান করিস আবার কথা বলিস :grr: :grr: :grr:
হাহাপিগে...... =)) =)) :pira:
রকিব, তুই কিন্তু খাঁটি গরুর দুধের সিগারেট বিক্রির চিন্তা-ভাবনা করতে পারস্! পুরাই উড়াধুড়া চিন্তাভাবনা। 😀
:pira:
খাঁটি গরুর দুধের সিগারেট খাইতে মঞ্চায়।
ঐ
খাঁটি গরুর দুধের সিগারেট খাইতে মঞ্চায়।
😕 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব, ব্যাবসা সেরম হইব, ভাইবা দেখ... এরকম ইউনিক জিনিস খাইতে দেশ বিদেশ থেকে লোক আইবো।
"ইউসুফ ভাই"... কড়া হইসে কড়া!!!
x-( হালা তুই তোর আপন মামারে ভাই ডাকস ক্যান?দুই দিন পর তো বাপরেও ভাই ডাকবি x-(
x-( তুই আপন বন্ধুরে 'হালা' ডাকস ক্যান? দুইদিন পর তো ......... x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :))
:bash: :bash: :bash: ওরে না রে না......
😛 দুই দিন পর তো কামরুল ভাইরেও...... :khekz: :khekz: :khekz:
হারামি জামাই
সিসিবির কমলা রঙের ব্যানারটার পিছনে গিয়া এক হাতে লং-আপ হইয়া থাক । x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :))
এডু স্যার এর মনডা ভালা? 😀
ক্যাডা মাস্ফু ভাই নাকি? :grr:
ক্যাডা দিহান ভাবী নি?
x-( x-( 😡 😡 :chup: :chup:
হুশিয়ার... সাবধান... এডু স্যার এখন গরম 😕 😕 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=))
এইগুলা আরো দেখতে মঞ্চাইলে ফেসবুকে sad but true(কঠিন বাস্তব) গ্রুপে গেলেই হবে।
মজা মজা......... :khekz: :khekz: :thumbup:
সেইরম..........
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :pira: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:(( :((