ম.ক.ক. কে অভিনন্দন! (ক্ষুদ্র পোস্ট)

অভিনন্দন ম.ক.ক. এর সবাইকে এবং সেইসাথে আমাদের সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান লেফটেন্যাণ্ট জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনকে!

তিনি প্রথম একজন সেনাপ্রধান যিনি একই সাথে বাংলাদেশের ক্যাডেট কলেজের (মির্জাপুর ক্যাডেট কলেজের) একজন এক্স ক্যাডেট এবং বাংলাদেশেরই সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত।

৩,৪৭১ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “ম.ক.ক. কে অভিনন্দন! (ক্ষুদ্র পোস্ট)”

  1. রকিব (০১-০৭)

    অভিনন্দন।
    উনার মানটা পরিচিত মনে হচ্ছে; সম্ভবত কলেজের কোন অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    স্যার,
    সালাম।

    ম,ক,ক, কে এমনতর পাথরাইবার সুযোগ উন্মোচন করার জন্য আপনারে একটা পোক্ত :salute:

    বস, আমি এখন অফিসে- বোর্ড চলিতেছে।

    সবাই মিলে অনেক ভালো থাকুন।
    আমাদের জন্য দোয়া রাইখেন।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  3. সামি হক (৯০-৯৬)

    গতকাল নতুন চীফ হবার খবর শুনে গুগল করলাম উনি কোথা থেকে পাশ করেছেন সেটা জানতে, কিন্তু কোথাও খবরটা পেলাম না, আজ এখানে যেনে খুব ভালো লাগল যে উনি এম সি সি র একজন এক্স ক্যাডেট।

    আশা করা যায় উনি হয়তো ক্যাডেট কলেজগুলোর উন্নতিকল্পে বেশ কিছু পদক্ষেপ নিবেন।

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    নতুন সেনাপ্রধানকে অভিনন্দন। :hatsoff: সেনাবাহিনীতে গত প্রায় দুই দশক ধরে দলীয়করণের যে নোংরা তৎপরতা চলছে, আশা করি তিনি উর্ধ্বে তিনি উঠে একে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করবেন।

    সাম্প্রদায়িক অফটপিক : প্রথম ক্যাডেট সেনাপ্রধান ছিলেন মুক্তিযোদ্ধা ফৌজদারহাটের লেঃ জেনারেল নাসিম। আর বর্তমানে নবম পদাতিক ডিভিশন প্রধান, ডিজিএফআই, এসএসএফ প্রধান এবং ৪৬ ব্রিগেড প্রধান এক্স ফৌজিয়ান!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • ইউসুফ (১৯৮৩-৮৯)

      সানা ভাই তাহলে আর্মিতে চাকুরীরত জেনারেলদের একটা রান-ডাউন দেই:

      ফ.ক.ক.

      জি ও সি ৯ ডিভ - মে: জে: ইকবাল করিম
      ডি জি, ডি জি এফ আই - মে: জে: আকবর

      ঝ.ক.ক.

      ফোর্স কমান্ডার, লাইবেরিয়া - লে: জে: জহির
      জি ও সি ৫৫ ডিভ - মে: জে: মতি
      এম এস - মে: জে: মাহবুব হায়দার
      এ জি - মে: জে: মুজাহিদ
      ডি জি, বি আই আই এস এস - মে: জে: মুনির
      রাষ্ট্রদূত তুরস্ক - মে: জে: ইশতিয়াক

      ম.ক.ক.
      পিএসও, এএফডি (নতুন সেনাপ্রধান) - লে: জে: মুবীন
      কমান্ডান্ট এন ডি সি - লে: জে: সিনা
      জি ও সি ১১ ডিভ - মে: জে: জিয়া
      জি ও সি ৬৬ ডিভ - মে: জে: কালাম
      জি ও সি ২৪ ডিভ - মে: জে: শামিম
      জি ও সি ৩৩ ডিভ - মে: জে: মোহাম্মদ

      র.ক.ক.

      ভি সি, বি ইউ পি - মে: জে: শফিক

      উপরের তথ্য কনফার্ম...তবে সম্পুর্ন নয়। আরো কিছু এক্স ক্যাডেট জেনারেল থাকতে পারে।

      জবাব দিন
  5. হাসান (১৯৯৬-২০০২)

    @ সানা ভাই, ডিফেন্স সার্ভিস এন্ড স্টাফ কলেজের কম্যান্ড্যান্টও কিন্তু এক্স ফৌজিয়ান.........১৮তম ব্যাচের মে. জে. আসহাব ভাই।

    এসএসএফ প্রধান এবং ৪৬ ব্রিগেড প্রধানদের নাম জানি না.......কোন ব্যাচের উনারা?

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইউসুফ মামা আমি দোয়া করি এই ব্লগ থিকা একদিন আপনিও সিসিবির পরথম জেনারেল হিসাবে আত্মপ্রকাশ করবেন- B-) B-) B-) সারা দুনিয়া আপনেরে জেনারেল হিসাবে জানলেও আমাদের কাছে আপনি হবেন এডু মামা-ফ্রন্টরো ল দিতে দিতে আমিও আপনের অফিসে ঢুইকা যাপো :(( :((

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।