অভিনন্দন ম.ক.ক. এর সবাইকে এবং সেইসাথে আমাদের সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান লেফটেন্যাণ্ট জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনকে!
তিনি প্রথম একজন সেনাপ্রধান যিনি একই সাথে বাংলাদেশের ক্যাডেট কলেজের (মির্জাপুর ক্যাডেট কলেজের) একজন এক্স ক্যাডেট এবং বাংলাদেশেরই সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত।
দেখা যাক সেনাবাহিনীর বর্তমান সংকট তিনি কীভেবে সামাল দেন। শুভকামনা রইলো ...
মনে করিয়ে দেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমানও কিন্তু মির্জাপুর ক্যাডেট কলেজের! লেট হলেও আবারও অভিনন্দন!
অভিনন্দন 🙂 ক্যাডেটরা আসলেই পাথরায় 😀
:))
প্রথমে মনে করলাম টাইপো
পরে ট্রান্সলেট করলাম "স্টোনস্"
পরে করলাম "রকস্"
এরপর বুঝলাম!
B-) B-) B-)
এইটার কপি রাইট অবশ্য এই ব্লগের রায়হানা আপুর 😉
এমসিসি দেখি পাথড়াইতেছে,সাব্বাস এমসিসি!!
অভিনন্দন।
উনার মানটা পরিচিত মনে হচ্ছে; সম্ভবত কলেজের কোন অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
উনি যশোরের এরিয়া কমান্ডার ও জি ও সি ছিলেন। কলেজের আ্যনুয়াল স্পোর্টসে আসার সম্ভাবনাই বেশী।
যাক তাহলে ধারণা ভুল ছিল না। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আর আর্মি চিফ- দুইজনেই আমার কলেজতুতো ভাই হয় B-)
ইউসুফ ভাইকে ধন্যবাদ খবরটা দেয়ার জন্য। 🙂
অভিনন্দন ম ক ক.........।। :boss: :boss: :boss:
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
:hatsoff: :hatsoff:
Life is Mad.
:hatsoff: :hatsoff:
বুয়েটের ভিসি ও নাকি এফ সি সি :hatsoff: :hatsoff:
:guitar: :guitar: :guitar:
জয় হো....এম সি সি
স্যার,
সালাম।
ম,ক,ক, কে এমনতর পাথরাইবার সুযোগ উন্মোচন করার জন্য আপনারে একটা পোক্ত :salute:
বস, আমি এখন অফিসে- বোর্ড চলিতেছে।
সবাই মিলে অনেক ভালো থাকুন।
আমাদের জন্য দোয়া রাইখেন।
সৈয়দ সাফী
গতকাল নতুন চীফ হবার খবর শুনে গুগল করলাম উনি কোথা থেকে পাশ করেছেন সেটা জানতে, কিন্তু কোথাও খবরটা পেলাম না, আজ এখানে যেনে খুব ভালো লাগল যে উনি এম সি সি র একজন এক্স ক্যাডেট।
আশা করা যায় উনি হয়তো ক্যাডেট কলেজগুলোর উন্নতিকল্পে বেশ কিছু পদক্ষেপ নিবেন।
:shy: উনার মেয়ে আইবিএতে পড়ে :shy: সিরাম সুন্দরী-আমার ইংলিশ ডিপার্ট্মেন্টের কলিগ নওশীনের কাজিন 😉 😉 😉 পোলাপাইন আমি তো এঙ্গেজড-তোরা কেউ চাইলে বিসমিল্লা কইয়া আগায়া যাইতে পারোস... 😀 😀
ওনার ছেলে আমাদের কোর্সমেট... ডিটেইলস নাইবা দিলাম
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 😮 😮 😮 😮 উনি এই ব্লগের সদস্য না তো??????তাইলে এডু ভাই শিগগিরি এই কমেন্ট মুইছা দ্যান-আমি কিছু কই নাই আপনেরাও কিছু দেখেন নাই...... 😮 😮 😮
এতো ডরানোর কিছু নাই, ওর এই ব্লগে থাকার সম্ভাবনা খুব কম... ও ক্যাডেট না।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শরিফের খবর কি রে......... অনেকদিন খোজ খবর নেই......।। :hatsoff:
ও এখন পিলখানায়
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
Mcc :salute:
:clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
সারা দেশে দেখি এমসিসি'র জয় জয়কার!
:salute:
আসলে ক্যডেটরা পাথরায়। আর এমসিসি বিশেষভাবে পাথরায়।
:shy: না আরসিসিও পাথড়ায়,জানিস ই তো আমি জেসিসি হইয়াও আরসিসি পরিবারের সদস্য :shy:
আরে মাস্ফু ভাই দেখি লজ্জা পাইছেন! 😮 😮 😮 😮
এমসিসি ফর্মে আছে। :boss:
নতুন সেনাপ্রধানকে অভিনন্দন। :hatsoff: সেনাবাহিনীতে গত প্রায় দুই দশক ধরে দলীয়করণের যে নোংরা তৎপরতা চলছে, আশা করি তিনি উর্ধ্বে তিনি উঠে একে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করবেন।
সাম্প্রদায়িক অফটপিক : প্রথম ক্যাডেট সেনাপ্রধান ছিলেন মুক্তিযোদ্ধা ফৌজদারহাটের লেঃ জেনারেল নাসিম। আর বর্তমানে নবম পদাতিক ডিভিশন প্রধান, ডিজিএফআই, এসএসএফ প্রধান এবং ৪৬ ব্রিগেড প্রধান এক্স ফৌজিয়ান!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই তাহলে আর্মিতে চাকুরীরত জেনারেলদের একটা রান-ডাউন দেই:
ফ.ক.ক.
জি ও সি ৯ ডিভ - মে: জে: ইকবাল করিম
ডি জি, ডি জি এফ আই - মে: জে: আকবর
ঝ.ক.ক.
ফোর্স কমান্ডার, লাইবেরিয়া - লে: জে: জহির
জি ও সি ৫৫ ডিভ - মে: জে: মতি
এম এস - মে: জে: মাহবুব হায়দার
এ জি - মে: জে: মুজাহিদ
ডি জি, বি আই আই এস এস - মে: জে: মুনির
রাষ্ট্রদূত তুরস্ক - মে: জে: ইশতিয়াক
ম.ক.ক.
পিএসও, এএফডি (নতুন সেনাপ্রধান) - লে: জে: মুবীন
কমান্ডান্ট এন ডি সি - লে: জে: সিনা
জি ও সি ১১ ডিভ - মে: জে: জিয়া
জি ও সি ৬৬ ডিভ - মে: জে: কালাম
জি ও সি ২৪ ডিভ - মে: জে: শামিম
জি ও সি ৩৩ ডিভ - মে: জে: মোহাম্মদ
র.ক.ক.
ভি সি, বি ইউ পি - মে: জে: শফিক
উপরের তথ্য কনফার্ম...তবে সম্পুর্ন নয়। আরো কিছু এক্স ক্যাডেট জেনারেল থাকতে পারে।
ফ.ক.ক.
কমান্ডান্ট, ডি এস সি এস সি - মে: জে: আসহাব
B-) B-) সিসি দেখি পাথড়াইতেই আছে... B-)
@ সানা ভাই, ডিফেন্স সার্ভিস এন্ড স্টাফ কলেজের কম্যান্ড্যান্টও কিন্তু এক্স ফৌজিয়ান.........১৮তম ব্যাচের মে. জে. আসহাব ভাই।
এসএসএফ প্রধান এবং ৪৬ ব্রিগেড প্রধানদের নাম জানি না.......কোন ব্যাচের উনারা?
এসএসএফ প্রধান মে. জে. আবেদীন, ১৮তম ব্যাচ, ৪৬ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুজ্জামান, ২২তম ব্যাচ।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:thumbup: :thumbup: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
ইউসুফ মামা আমি দোয়া করি এই ব্লগ থিকা একদিন আপনিও সিসিবির পরথম জেনারেল হিসাবে আত্মপ্রকাশ করবেন- B-) B-) B-) সারা দুনিয়া আপনেরে জেনারেল হিসাবে জানলেও আমাদের কাছে আপনি হবেন এডু মামা-ফ্রন্টরো ল দিতে দিতে আমিও আপনের অফিসে ঢুইকা যাপো :(( :((
তোকে ফ্রন্ট্রোলাইতে আমার এতদিন অপেক্ষা করানোর প্রস্তাবনার অফ্রাধে এক্ষুনি ২০০ :frontroll: লাগা! 😡 😡 😡
আইচ্ছা যান সিসিবি থিকা পরথম আর্মি চিফ হবেন আপনি তখন আমি লং আপ হয়া হাঁটতে হাঁটতে আপনের অফিসে ঢুকুম 😀 😀
মানে মাস্ফু ভাই, লুংগি পড়ে লং আপ হয়ে নাকি? ;)) ;)) ;))
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এমসিসি'র যে এতগুলো ভাই যে জেনারেল আজ প্রথম জানলাম,তথ্য টা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,ভাইয়া।
:salute: