০.
অনেকদিন ধরে লিখবো লিখবো করে লেখা হচ্ছে না। কাজের পরিমান ও চাপ দুটোই মনে হয় দিন দিন বেড়েই চলেছে। কোন কিছুই যেন ঠিক প্লান করে করতে পারছি না। যেখানেই প্লান করছি সেখানেই ঘাপলা হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমার উপর শনি ভর করেছে। কিন্তু এই শনি কাটানোর কোন পাথর খুঁজে পাচ্ছি না।
১.
আগামীকাল ক্যাডেট কলেজ ক্লাবে জেসিসি’র বিরাট গেট টুগেদার হবে এবং ঠিক পরের দিনই আমার ইয়ের মানে আপনাদের হবু ভাবির জন্মদিন। তাই এই উইকেন্ড নিয়ে একটা বিশাল সাইজের পরিকল্পনা করছি গত কিছুদিন ধরেই। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যে, এখন এমন এক পরিস্থিতিতে পড়েছি যে আমি উইকেন্ডে যাবার কথা বলতেই পারছি না। আর কত এভাবে সহ্য করা যায়। মন-মেজাজ খারাপের চুড়ান্ত পর্যায়ে চলে গেছে। কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। লাভের মধ্যে লাভ হচ্ছে অফিসে এসে কাজে মন দিতে পারছি না, ফাঁকিবাজি করছি আর সিসিবি পড়ছি। শেষ পর্যন্ত নিজেকে শান্ত করে নিজেকেই বলতে হচ্ছে “বিয়াপার না, পার্ট অফ লাইফ”।
২.
রোজার ঈদে ভলেন্টিয়ার হয়েই ছুটিতে যাইনি কারন কোরবানীর ঈদে ছুটিতে যাব। পরিকল্পনা করলাম এবার ঈদের ৫-৬ দিন আগেই ছুটি নিয়ে নিবো, প্রয়োজন হলে ঈদের পরপরই চলে আসবো। একমাত্র ঈদের সময়েই বাসায় গিয়ে মোজ-মাস্তি করা যায়। অন্য সময় বাসায় গেলে সমসাময়িক কাউকে এলাকায় পাওয়া যায় না। তাই এবার সবাইকে নিয়ে জটিল জটিল সব পরিকল্পনা করে রেখেছি। কিন্তু শনি গ্রহটা এখানেও বাগড়া দিয়ে বসলো। ২৩-২৭ তারিখ পর্যন্ত আমাকে পরীক্ষা দেওয়ার জন্য বান্দরবন থাকতে হবে। যদি ২৮ তারিখ ঈদ হয় এবং ২৭ তারিখ দুপুরে চট্টগ্রাম থেকে রওনা করি তাহলেও মনে হয় আমি ঝিনাইদহ যেয়ে পরদিন ঈদের নামাজ পড়তে পারবো না, ঐ অংশটুকু মনে হয় পথিমধ্যেই সম্পন্ন করতে হবে। কাহিনির এখানেই শেষ নয়। ঈদের ঠিক পরেই টানা ৬ সপ্তাহের জন্য আমাদের শীতকালীন যৌথ প্রশিক্ষন শুরু হচ্ছে। তাই ছুটির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এখনও কোন সিদ্ধান্ত পাইনি তবে খুব ভাল কিছু আশা করতে পারছি না।
৩.
এহসান ভায়ের আহবানে খুব উৎসাহ নিয়েই শুরু করেছিলাম “সিসিবি ফ্যান্টাসি লীগ”। প্রথম দুই সপ্তাহেই এমন বাজে আবস্থানে চলে গেলাম যে মনে মনে ঠিক করলাম আর খেলবোই না। পরে সকলের উৎসাহ পেয়ে পুনঃরায় নতুনভাবে জোশ নিয়ে শুরু করলাম। টিমটাকে ভেঁঙ্গেচুড়ে সাইজ করলাম। অক্টোবর মাস আমার জন্য সৌভাগ্য নিয়ে এলো। অক্টোবর মাসের চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই আমি শীর্ষস্থানে ছিলাম এবং পুরা মাসে সিসিবি ম্যানেজারদের মধ্যে বেশ বড় ব্যবধানেই প্রথম স্থান অর্জন করেছি। এছাড়া সামগ্রীকভাবে বর্তমানে আমার অবস্থান ৭ম। সব খারাপের মধ্যে আশার কথা এই একটাই। কিন্তু হায়!!! অক্টোবরে আমার এত এত সাফল্য আর এই অক্টোবরেই কিনা কোন সপ্তাহে কেউই সিসিবি ম্যানেজারদের আমলনামা লিখলো না। বিধি মনে হয় কোন এক অজানা কারনে আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন।
৪.
অনেক আজাইরা প্যাঁচাল প্যাঁচাইলাম। আসলে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। কোন কিছুই আর ভাল লাগছে না। কেউ কি মন ভাল করার কোন সিস্টেম বলে দিতে পারবেন …???
ভাবীর সাথে টানা ২ ঘন্টা ফোনে কথা বলেন,মন ভালো হয়া যাইবো 🙂
চেষ্টা করে দেখি কি হয় ...... (যদি সেই সময়টুকু ম্যানেজ করতে পারি)
দোয়া করিস ...
কোনদিন মনে হয় প্রথম হইত পারুম না ।
আহারে বেচারার কি দুঃখ ... 🙁 🙁
তুমি শ্রী শ্রী হরিপ্রসাদ শাস্ত্রীর কাছে যাচ্ছ না কেন ???
=)) =)) =)) =)) =))
হে হে ভাইয়া আমার দুঃখ ঘুচে গেছে । একটা ব্লগে ১ম হইছি । এইবার আপনে একাই হরিপ্রসাদের
কাছে যান । 😛 😛 😛
শনি কাটানোর পাথরের জন্য জ্যোতিষের কাছে চইলা যান । শ্রী শ্রী হরিপ্রসাদ শাস্ত্রীর কাছে যাইতে
পারেন । শুনছি উনি নাকি বিশাল জ্যোতিষী ।
আমিও শুনেছি, দেখি সময় করে একদিন যেতে হবে ... :grr:
ব্যাপার না দোস্ত... সবই POL ( part of life)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হুম, সেটাই তো একমাত্র সান্তনা ......
এই দুইটার প্রোফাইল পিকচার একরকম ক্যান?? আমিতো কনফিউজ হয়া যাইতাছি ।
আমি নিজেই কনফিউজড ...... 😀 😀
দোস্ত সব ঠিক হয়ে যাবে। শনি পার হয়ে বৃহস্পতি আসতে দেরি নাই।
শনি, বৃহস্পতি সব বাদ দিয়া কবে যে পৃথিবী আসবে সেটা নিয়েই চিন্তাইতেছি...
হেহ হেহ হে B-)
পিলিভ টা রোজার ঈদেই নিয়া নিছিলাম :grr:
উইন্টার কালেক্টিভ এর জন্য সময় কাটানোর প্ল্যান অলরেডী বানাইয়া ফালাইছি :dreamy:
পি ৬ আর সিসিবি :goragori:
অন টপিক....বস, আজকাল ভদ্র থাকলে কোন কাম হয় না :thumbdown:
তাই চিয়ার আপ করেন.......ফ্যান্টাসীর আমলনামা লেইখ্যা শুরু করেন :thumbup:
রোজার ঈদে ছুটি না যেয়ে ভুলই করেছি মনে হচ্ছে ...
উইন্টার কালেক্টিভ িক িজিিনস??? :-/ :-/
অফটপিক:আিম 24 div এ। স্যাররা মাফ করে িদয়েন।।।
মাফ ক্যামনে করতে হয় ... ???
কি আর করবেন মন খারাপ করে তার থেকে ফ্যান্টাসী লীগে আর মন দেন 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
তুই বেটা নিজেই তো রিভিউ দিতে পারছ। বেস্ট অফ লাক দোস্ত, সিসিবি ফ্যান্টাসি লীগে এখন '৯৬ এর ই জয়জয়কার B-)
৯৬ ব্যাচ আপ আপ :thumbup: :thumbup:
সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে সিসিবির পূত পবিত্র বায়ু দূষিত করার অপরাধে ৯৬ ব্যাচের ব্যাঞ্চাই
মাসরুফ, বেশি ফাল পাড়িস না ...... খবর আছে কিন্তুক ...
সিসিবি ফ্যান্টাসি লিগকে তাইফুর ভাইয়ের মতই বর্জন করুম।
নিজের অবস্থা বেশি শোচনীয়। তয় আমিও তাইফুর ভাইয়ের মত কই ওস্তাদের মাইর শেষ রাইতে।
পোস্ট টা পইড়া সমব্যাথী।
ব্যাপার না দুস্ত। সব ঠিক ঃয়া যাবে। শনি জায়গায় বৃঃস্পতি আসপে।
তুই তো খুব ভাল পজিশনে ছিলি, হঠাৎ করে এমন ব্যাক গিয়ার দিলি কেন... ???
আমাদের সাধারন পাবলিককে সিসিবি ফ্যান্টাসি লীগ বুঝায়ে দাও। যদি বুঝি ফুঁ দিয়ে তোমার মন ভাল করে দিব।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু তাড়াতাড়ি ফুঁ দিয়ে দেন, মন ভাল হওয়াটা খুব জরুরি ......
এখন সিসিবি ফ্যান্টাসি লীগ বুঝাতে গেলে অনেক হিস্ট্রি টেনে আনতে হবে। তবে এই পোস্টটা পড়ে বোঝার চেস্টা করে দেখতে পারেন। পরে ডিটেইলস পরে বুঝিয়ে দিব, মন ভাল হওয়ার পরে।
পানা ভর্তি পুকুরে ডুব দিয়া দেখতে পার, বাদ ফজর, নাংগু বাবা হইয়া, লক্ষ রাখবা এইটা যেন কচুরী পানা ভর্তি পুকুর হয়। কাম হইলেও হইতে পারে, শিওর না, তয় ঠান্ডা-মান্ডা লাগলে আমার গুস্টি কিলাওনা কইলাম।
বিয়াফার না, 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কিলাইওনা* হইবো। সুরি 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুজুরের উপদেশ শিরোধার্য করুন ভাই... 😕 😕 😕
পাইলেও পাইতে পারেন... :grr: :grr: :grr: :grr:
আগামী রাঙ্গা শক্রবারে হুজুরের আদেশ যথাযথভাবে পালন করবো ইনশাল্লাহ ...
ভাইয়া, মন বড় খ্রাপ। সু্যোগ পাইলেই ঝামেলা করে।
আজকাল আমার মনও বিক্ষিপ্ত। 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আয় কোলাকুলি করি ... :hug: :hug:
লং আপ হয়া থাক সব ঠিক হয়া যাবে কসম 😀
😮 😮 😮 😮 😮
😀
কোনো সিনিয়র ভাই এর সাথে ডাউট দেখান অথবা মিথ্যা কথা বলেন।
আশা করি ভালো লাগবে B-)
মিথ্যা না বলাই ভাল হবে বলে মনে হয় ... দেখি কি করা যায়।
ভাল কইরা পরীক্ষা দিস... পারিস না পারিস, পৃষ্ঠা ভরে দিয়ে আসবি।
ছুটি আশা করি পেয়ে যাবি... ( আমি নিজেই অবশ্য ডাউটে আছি )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দোস্ত কাল থেকে পার্ট-১ শুরু, কিছুই পারি না, মনে হচ্ছে পৃষ্ঠা ভারা অভিযানে নামতে হবে ... ছুটির যে কি হবে, আল্লাহই জানে ...