বিদ্যুৎ যাওয়ার অপেক্ষায়,
বসে আছি সেই কতক্ষন!
মাঝে দুবার গেল,
অথচ কি আশ্চর্য! চলে এল।
মিনিট দুই না হতেই।
একদম অসহ্য লাগছে,
শক্তি সংরক্ষক বিজলী বাতিটিকে।
আমার মাঝে এই আমাকেই,
কাটছে ভেংচি, করছে উপহাস।
পরিত্রান চাই, লুকোতে চাই,
পালাতে চাই। তাই,
আধাঁর চাই আধাঁর,
মনের গভীরে ঘুঁট পাকাচ্ছে যে আধাঁর,
নিকষ, কালো, আর চোখ অন্ধ করে দেয়া।
সেই আধাঁর।
ভাবনার সাগরে ডুব দিতে চাই,
জানি ভাবনাই ভাবনা,
নাই কূল নাই কিনার।
তবু পার হয়ে যেতে চাই,
অস্থির মনের এই বিষাদ প্রান্তর।
আধাঁরে লুকাবে মন,
কষবে হিসাব কিছুক্ষন,
তারপর আবার
মিলবে না কিছুই।
অস্থির ভাবনার অস্ফুট আর্তনাদ,
নিঃশব্দ তথাপি তীক্ষ্ম, অন্তর্ভেদী
আধাঁরেই গোঙ্গিয়ে যাক
সব দৃষ্টি ফাঁকি দিয়ে।
মন্তব্য করুন