মৃত্যু

এত সত্য, এত স্পষ্ট, এত প্রশ্নাতীত,
সে যে নির্মম,নিষ্ঠুর, বড় মর্মান্তিক।
ধড়ের মাঝে আত্মাটা বলতো সঠিক,
কতক্ষন বাস করে? মৃত্যু সুনিশ্চিত,
জেনেও কেন যে মোরা করি না বিহিত!
শুন্যজ্ঞান করি তারে, কিসের হিড়িক
পড়েছে হৃদয়ে মম, হারিয়েছি দিক
কোথায় আজকে সবে হয়েছি পতিত?

কাদায় পড়েছি মোরা, হৃদয় কাদায়
কালো হয়ে গেছে তবু, এত বেখবর!
রয়েছি আমরা আজ যে মরিচীকায়
সেখানেই খুড়ে যাই নিজের কবর।
জানিনা ছুটেছি কোথা, কিসের আশায়?
চল থামি একবার, ভাবি এ প্রহর।

৬০৪ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।