ঘাস হৃদয়, সুরঞ্জনা

সুরঞ্জনাদের হৃদয় আজ ঘাস,
সুরঞ্জনারা খেলে আজ তাস।
কল ব্রীজ বা ব্রে
প্রচন্ড অনীহা ম্যারেজে।
থ্রি কার্ড বা কুরু,
হলেই না তবে খেলা শুরু।
বাজি সে তো চলবেই
নো রিস্ক, নো গেইন
লাইভ টেলিকাস্ট- কি আপত্তি?
থার্ড আম্পায়ার না থাকলেই বিপত্তি।
সুরঞ্জনারা আজ সুরঞ্জনের
করেনা হদিস স্পন্দনের,
যার শুরু হয় ট্রু লাভে,
তা খুঁজে নেয় উত্তাপে,
বাড়ি, গাড়ি, টাকা-কড়ির,
সোনা রূপা বা রঙ খড়ির।
সাধনায় যা মেলা ভার,
তার পানে ছুটা কি দরকার?
কর্পোরেটের ধ্যান ধারণায়
চলছে সবে এই দুনিয়ায়,
সে মন্ত্রে দীক্ষিত, তাই
কি আসে যায় প্রতারনায়।
শোবিজ ওয়ার্ল্ড আর শেয়ার,
রমরমা খুব, তাই সবার
বিনিয়োগে বাড়াবাড়ি,
বস্ত্র নিয়েও কাড়াকাড়ি।
প্রেমিক রূপে ব্যবসায়ী,
করছে সদা ধরাশায়ী।
আর তাতেই সুরঞ্জনাদের বাস,
তাইতো তাদের হৃদয় আজ ঘাস।

১,১৬৫ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “ঘাস হৃদয়, সুরঞ্জনা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।