আমি এক অন্ধপ্রেমিক,
সারারাত সারাদিন, গেয়ে যাই প্রেমিকার গান
সূর্য-চাঁদ, পাহাড়-নদী,
তরুলতা প্রজাপতি
আলেয়া বা অমানিশা
কখনো আবার বিদিশার দিশা
আরো কত কত-শত উপমার সম্ভার
খুঁজে বেড়াই, তাতেই হারাই,
তাতেই আমার বসবাস।
প্রেমিকা মোর হাসে মিটিমিটি,
তাতেই আমি খাই লুটোপুটি।
আর ওদিকে দুর্বৃত্তের
পড়ে কামাতুর দৃষ্টি,
ছক কষে ধরতে ভাঙ্গতে,
এই আমারি টুটি।
আমি বেওকুফ, ভাবি শুধু মনে মনে
কি আসে যায় তাদের এই মহারণে?
লড়ো দেখি ভাই অস্ত্রে নয় প্রেমে,
বিশ্বাস করি আমায় ওযে চেনে।
কখনো পাবে না মন তার, যদিও দেহ
এই আনন্দে নাচে মন, দেখেনা কেহ।
আমি অন্ধ প্রেমিক, দেখিনা প্রেমিকার মুখ,
তার উৎকণ্ঠাতেও বুক ভরা মোর সুখ।
হায়েনার দল আসে, অট্টহাসি হাসে
আমি নিশ্চিন্ত মনে গান বাঁধি সুভাষে।
গান শুনে তারা বলে উঠে মারহাবা,
বুকে আশা জাগে, প্রেমবানীতেই সহসা,
মানবে হার, জিতবে প্রেম, জিতবে মানবতা
ওদিক আমার প্রেমিকার চলে অচেনা নীরবতা।
বস্ত্রহরণ, সম্ভ্রমহানি, নেকড়ে দলের টানাটানি,
আমি অন্ধপ্রেমিক, দেখি না কিছুই
দিয়ে যাই শুধু প্রেমবাণী।
১০ টি মন্তব্য : “অন্ধপ্রেমিক”
মন্তব্য করুন
সুন্দর
:clap:
ধন্যবাদ।
:thumbup: :thumbup:
🙂
অসাধারণ :party: :awesome:
ধন্যবাদ। 🙂
:clap:
🙂 🙂
:clap:
"মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,
জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"
🙂
ধন্যবাদ।