(সিসিবির প্রতি কলকাতা নিবাসী শ্রীমান বটুকেশ্বর ঘটকের কথামালাঃ)
আজ্ঞে বাঙ্গাল মুল্লুকের মহাশয়-মহাশয়াগণ,
তা আচেন কেমন আপনারা সব্বাই?এই দুদিন আগে বংগশার্দুলদের যে খেলা দ্বেকলুম গো দাদা,এক্কেবারে দিলখোশ হয়ে গেলো।আমি ওপার বাংলার লোক হলেও আপনাদের এই আন্তর্জাল-কথিকা বিলক্ষণ খেয়াল করি,আর বাঙ্গালি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলাও আমার অতিশয় আগ্রহের বস্তু।
আমাদের মুল্লুকে অবশ্য আপনাদের মত এরকম বালকদের জন্যে সামরিক বিদ্যালয় সরাসরি নেই,তবে বেশ কিচু সৈনিক বিদ্যালয় রয়েছে।আমি নিজেও এরকম একটি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিধায় আপনাদের সাথে বেশ “জান-পয়চান” অনুভব করি।আর এ কারণেই এখানে লিখতে আসা।
এখানে লেখা শুরু করতে গিয়ে প্রথমে ভেবেচিলুম কলকাতা মুল্লুকের বোধহয় আমি একাই রয়েচি,কিন্তু ও হরি!!!আমার আগেই যে একজন পুরো সিসিবি মাত করে গিয়েচে তা তো গুরু আগে বুজতে পারিনি!!!
যার শুভনাম মুখে নিতে যাচ্চি,কলকাতা নিবাসী এই ছেলেটি আমাদের বড়ই আদরের।ও এপার বাংলার হলেও নাম লিখিয়েচে ওপার বাংলার গোলন্দাজ বাহিনীতে,তাই বেশ ভয়ে ভয়ে থাকি কোন দিন না গোটা পাড়াই গোলাবর্ষণ করে উড়িয়ে দেয়!
ছেলেটি এমনিতে বড়ই মুখচোরা-সামনা সামনি হলে কথা প্রায় বলেই না।অথচ এই ছেলেটিকেই দেখি এখানে খেলাধুলা নিয়ে চমৎকার সব বিশ্লেষণ করতে।এ যে বর্ণচোরা আম গো মশাই,বর্ণচোরা আম!
ইয়ে মানে,জানেনই তো আমরা কলকাতার মানুষেরা(বিশেষ করে ঘটিরা)একটু কিপটেমি করতে পছন্দ করি,এ কারণে এই বেচারা নিজের কলকাতার আদি বাড়ির কথা প্রকাশ করতে কিঞ্চিৎ বিব্রতবোধ করে।তবে এ নিয়ে ভাবার কোন কারণ নেই,এখানকার লেখক মাস্ফ্যু সেন তাঁর লেখনিতে প্রায়ই ছেলেটিকে আদিবাড়ির কথা মনে করিয়ে দেন।মাস্ফ্যু সেনের সুবাদে গোটা আন্তর্জাল-কথিকামালায় ছেলেটির গৌরবময় কলকাতা আদিবাসের কথা আজ মোটামুটি সবারই জানা।
অনেক তো গৌরচন্দ্রিকা হলো,এবার আসুন ছেলেটিকে দেখিঃ
এবার নীচে দেখুন রাম-সীতার জুড়ির মত আপনাদের প্রিয় আকাশদা-আকাশ বৌদি(পেছনে জাতীয় স্মৃতিসৌধ,যেখানে পত পত করে উড়ছে বাংলার বিজয়নিশান)
আজ্ঞে হ্যাঁ,যা বোঝার ইতোমধ্যে বুঝে নিয়েচেন বলেই ধরে নিচ্চি।আপনাদের সকলের প্রিয় আকাশদা(আহসান আকাশ) এই দিনেই ধরনীতে তাঁর রাজীব পদের প্রথম ছোঁয়া প্রস্ফুটিত করেছিলেন।তাই আর দেরি না করে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে এসে নিউমার্কেটের পাশের রাধুঁনী হোটেলের স্পেশাল “বাদশা রোল” এ কামড় বসিয়ে পুরো ডিমের অর্ধেকটা মুখে পুরে চিৎকার করে বলুন- বলি ও আকাশ,আজ তোমার জন্মদিন নাকি হে! তা খাওয়াচ্চো কবে গুরু????? 😉 :tuski: :goragori: :gulli2:
পুনশ্চঃ
১) আজ্ঞে আমি শ্রীমান বটুকেশ্বর ঘটক,এ ব্লগে এটাই আমার প্রথম পদচারণা-কাজেই ভুলত্রুটি মার্জনীয়।
২) মন্তব্যগুলো আজ কলকাতার সম্মানে ওপার বাংলার ভাষাতে করলে বড় মিঠে লাগতো মশাই!
আকাশ মশায়কে জন্মদিনের শুভেচ্ছা। তা কেক্কুক কবে খাওয়াচ্চো আকাশ ?
আকাশদা ব্যস্ত তাই আমাকেই লিকতে হচ্চে- কেক্কুক,গরম গরম জিলাপি,দইবড়া,ঘোষ ডেয়ারীর সরপুরিয়া-সবই হবে,আকাশদা আসুক 😛
ধন্যবাদ আমিন... ক্যান্টিন থেকে আমার নামে খেয়ে নিস 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভেচ্চা , আকাশ দা!
মিষ্টি কিন্তু আধখানা দিলে চলবেনা! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ইয়ে ধর্মযুদ্ধ মশাই,আদ্দেকটা না-চারভাগের এক ভাগ দোবো- অমনটাই বলতে শুনলাম আকাশদাকে 😛
মিষ্টি পুরোটাই তো পাঠালাম... এখন শ্রীমান বটু নিজে কয় ভাগ মেরে দেয় সেটাই চিন্তার বিষয়
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লেখকের প্রতি ------
বস আপনীমনে হয় এই লোকের পাল্লায় পড়েন নাই স্পেশালি যখন উনি ফর্মে থাকেন । তাইলে বুঝতেন যে ভলিউম কম রাইখাই কেমনে পাবলিকের বারতা বাজানো যায়......
যদিও উনার ওপার বাংলার হবার কারন আমার জানা নাই......কিন্তু একদম পারফেক্ট......মিষ্টি আধখানা না...পারলে ৪ জনে একটা খাওয়ায় । গত সাড়ে তিন বছরে তো একখানও .....................
সব কথা খুইলা বলতে পারতেছি না বইলা চ্ছরি ।
স্যার...... :frontroll:
তা যা বলেচেন শিবলী মহাশয়! ভলিউম কম রেখেই জনগনের ১২ টা বাজানো আমাদের কলকাতার মানুষের বা হাতের খেল!
ব্লাডি শিবলী... একেই বলে ঘরের শত্রু বিভিষন... কবে কার বারটা আমি বাজাইলাম... আর গত সাড়ে তিন বছরের হিসাব আমি একমাস পরে করতেছি... ওয়েট x-( x-( x-(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভেচ্চা , আকাশ দা!
মিষ্টি কিন্তু আধখানা দিলে চলবেনা! 😀
ছি ছি ছি, আপনি এমন?? আমাকে কি আদ্ধেকটা আইসক্রীম খাওয়াবেন নাকি???
আজ্ঞে সামিয়াদি,ঠিকই ধরেচো-আদ্দেকটা তুমি খাবে আর বাকিটা খাবে সামী।আর্চি চিত্রকাহিনীতে দেখেচোনা-ভেরোনিকা আর আর্চি কি সুন্দর একটা আইস্ক্রিম ভাগাভাগি করে খায়,ঠিক ওরকম-বুজলে? 😀
সামিয়া... এই সব বিরোধী দলীয় ষড়যন্ত্র, কান দিও না... আর আইসক্রীমের ব্যাপারে মিঃ বটুর ডিসপোজাল আমার পছন্দ হয়েছে 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ জন্মদিন আকাশ| :clap: :clap: :clap:
শতেক সন্তানের জনক হও|
😀 😀 😕 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
একটা জোক মনে পরল!
থাক কইলাম না!!
Anyway, শুভ জন্মদিন আকাশ|
আরে আকাশদার জনমদিন নাকী!!!! শুভ জন্মদিন দাদা!!!
আর ক'টা দিন পার হোক, দেখি তিন প্রহরের বিলের একখানা পোষ্টকার্ড পাঠিয়ে দিবো আপনাকে। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওহে চা-ওয়ালা,তুমি বড়ই ফিচলে স্বভাবের হে! মাস্ফ্যু সেনকে মনে করিয়ে দাওনি কেনো? মুখশ্রীপুস্তক না থাকলে বেচারা তো ভুলেই যেত আকাশদার জম্মোদিনের কথা!
ধন্যবাদ চা ওয়ালা... তা চা টা তো কিছু দিবি, নাকি?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আজ্ঞেঁ আকাশদা কেক্কুকের কত শতাংশ আমাদের খাওয়াচ্চেন।
হিসাবটা পাব্লিক্লি প্রকাশ কইরেন।
শুভ জন্মদিন।
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
সেটা নির্ভর করছে শ্রীমান বটু'র আক্রমনের পরে কত শতাংশ অবশিষ্ট থাকে তার উপরে 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাহলে'তো আর কুনু আশা নাই 🙁 🙁
ঘি-মাখন খাওয়া বিশালাকৃতির শ্রীমান বটু'র প্রতি ধিক্কার রইল। ততাধিক ধিক্কার রইল আকাশদার প্রতি (স্বজনপ্রীতি স্টাইলে কেক্ককুক একজন বৃহৎ প্রানীর হাতে তুলে দেওয়ার বাসনা পোষন কইর্যা অন্যদের বেমালুম ভূলে যাওয়ার ইংগিত দেওয়ায়) :thumbdown: :thumbdown:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
শুভ জন্মদিন আকাশ|
ধন্যবাদ ভাইয়া
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ জন্মদিন আকাশ। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ ভাইয়া 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জম্মদিনের সুভেচ্চা রইল আকাশদা :party: , কবে আসবো দাদা, বৌদির চাঁদের ন্যায় মুক-খানা দেখিতে। সাথে দু-চারটা ডাল-ভাত হলে মন্দ হবে না :dreamy:
আর কটা দিন সবুর করো......
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
@লেখক ....খাসা লিকেচেন দাদা ......!!
আচ্চা দাদারা .....একটা কতা... আমাদের আকাশদা কই ঘাপটি মেরে আচেন....??পেট-পূজো বুজি আর করা হলো নে !!......
শুভ জন্মদিন আকাশদা !!!
ধন্যবাদ রিফাত
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এখানে আকাশ'দার কিছু মন্তব্য হতে পারে এরকমঃ
১। তো দাদারা, কেক কি খেয়ে এসচেন নাকি যেয়ে খাবেন ??
২। দাদা, অর্ধেক মিষ্টির পুরোটাই কিন্তু খেয়ে যাবেন।
x-( x-(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ দা কেক্কুক এ হবে না ,পার্টি দে :party: ,তোর পকেট কিঞ্চিত হালকা করতে মন চায়.....১২ তম জন্মদিনে তোকে অনেক শুভেচ্ছা :khekz:
মাস্ফু,চমত্কার লিখসো....আমি মিয়া দিন দিন তোমার ব্লগ এর ভক্ত হয়ে যাচ্ছি....চালিয়ে যাও
আজ্ঞে মোহসিন্দা,কেন বেচারা মাস্ফ্যু সেনকে সুধু সুধু লজ্জা দিচ্চেন? :shy:
ইমরান ভাই, মাশরুফের হাত তো বরাবর-ই ভাল।
দাদা আপনার সেই :gulli2: মার্কা ছড়াগুলি ছাড়েন এবার, খুলনায় বইসা যেগুলা দেখাইছিলেন। ক'দিন আর না লিখে থাকবেন?
এটা কি বললা আদনান,লাল হয়ে গেল কান
আজকাল লিখতে গেলেই কবিতা,ঘাপলা হয় সব ই তা
তোমার কি খবর ?
ভালো আছ ,জবর ?
মোহসীন ভাই কি আমাদের মতি নানার শিষ্য নাকিরে আদনান? :)) :))
শ্রীমান বটুকেশ্বর(মানে কি?) ঘটককে ধন্যবাদ, তার এই প্রয়াসের জন্য... খাওয়া পাওনা রইলো...
তা ঘটক মহাশয়, প্রথম পদচারনার নিদর্শন স্বরূপ তেজ :just: ১০ টা ফ্রন্টরোল দিয়ে দেন তো দেখি ( ধুতি সামলে ;)) )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বালাই ষাট,বালাই ষাট-ওসব কুকথা বলতে নেই গো দাদা...একেবারে দুর্যধনের ভগ্ন উরু হয়ে যাবেখ'ন! 🙁
শুভ জন্মদিন
আর্সেনাল যেদিন ইপিএল চ্যাম্পিয়ন হবে সেদিন আমি, তুই আর ওয়েঙ্গার তিন প্রহরের বিল দেখতে যাবো। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😕 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাই আমিও যাইতে চাই ...... 🙂
শুভ জন্মদিন আকাশ। কাইয়ুম, কামরুলদের আশায় থেকো না, তোমাকেই পথ দেখাতে হবে। B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দোয়া রাইখেন সানা ভাই :shy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আর যাই হোক সিন্ডিকেটে তো একটা পার্টি আশা করতে পারি, কি বলেন মশায়?
শুভ জন্মদিন...
সিন্ডিকেট লিডার টু অর্গানাইজ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওকে, আয়োজন হয়ে যাবে... চিন্তাইস না।
ম্যাশ দা,আপনি দাদা সত্যিই গুরু :salute:
শুভ জন্মদিন স্যার...
শুভ জনমদিন আহসান :party:
তাড়াতাড়ি ফলইন ব্রেক করার সৌভাগ্য হোক তোর এই কামনায় 😉 আর এরপরে ফয়েজ ভাইয়ের কপিরাইটেড বিখ্যাত উইশটাও :grr:
আর ঘটক বটুকেশ্বররে লঙ্গাপ করানির লাইগা লুঙ্গির পাশাপাশি এখন ধুতিও পাওয়া গ্যালো :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
শুভ জন্মদিন আকাশ দা 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
শুভ জন্মদিন আকাশ দা :party: :party: :party:
কেক্কুক কই?????
পেট-পূজা হবে না????? 🙂 🙂 🙂
শুভ জন্মদিন আকাশ :party:
এই যা, বড্ড দেরি করে ফেলেচি রে মাইরি! একানে এত পাট্টী হয়ে গেচে আর আমি কিনা আন্তর্জাল-কথিকায় ডুকতে পারিনি! ~x(
বালাই ষাট,বলি ও আকাশদা,পরের বার এই পোড়াকপাইল্লা একদম চময়মত উইচ করবে এই বলে রাখলুম!
অবশ্যি এই কাজটা সবার আগে এখনই করে রাখি,কি বলেন দাদা? :grr:
"" আছিব (২০০০-২০০৬)
অক্টোবর ১৯, ২০১১ at ১২:০১ পূর্বাহ্ন
বংগশার্দুলদের ক্রীড়াজগতে নিরলস উতসাহদানকারী আকাশদাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা'' :party:
সিসিবি-তে দাদাগিরি হলে নিশ্চয়ই আকাশদা সঞ্ছালক থাকতেন? 😛
যাজ্ঞে পিন্টু মশাই অবশেষে নক তো করলেন 😀
অনেক দেরী করে ফেললাম...।
বিলম্বিত শুভ জন্মদিন আকাশ...
বটুকেশ্বর ঘটক,
জবাবহীন পোস্ট...