খাসির লেগ রোস্ট আর কামরুল ভাইয়ের জন্মদিন উদযাপনঃ ছবি ব্লগ

এই ব্লগের কামরুল ভাইরে আমি বড়ই ভালা পাই। উনার জন্মদিনের পোস্ট সময়ের দুই দিন আগে দিয়া এই ব্লগে যেই ডিস্টিং ডিস্টিং ঠা ঠা হইছিল সেইটার রেশ ধইরাই অনেক দিন ধইরা ঝিমায় থাকা সিসিবি বেশ চাঙ্গা হইয়া উঠছিল। আমার ইজ্জতের ফালুদা তথা ঘটি বাটি চাটি করার পরেও উনি কথা রাখছিলেন-সবাইরে স্টার কাবাবে “যেমন খুশি খাও” করাইছিলেন। সিসিবির একটা বিশাল অংশ সেইদিন জমায়া খাইছিল-প্রচন্ড বৃষ্টির মধ্যে নতুন জামাই সামী আর তার “ইয়ে” রায়হানা সহ অনেকেই আসছিল। ভেন্যু যেহেতু আমি ঠিক করছিলাম আর খাওয়ার আইটেমগুলাও মূলতঃ আমার পছন্দের ছিল-কাজেই এইটা নিয়া একটা লেখা দেওয়ার কথা ছিল বহু আগেই। কিন্তু লেখা যখন দিতে যামু ঠিক সেইদিনই মর্মান্তিক দুঃসংবাদ পাইলাম-তুহিনের ছুরিকাহত হওয়ার খবর। বদমাইশটা বীরত্ব দেখাইতে গিয়া আমাদেরকে যে কি চিন্তার মধ্যে ফেলছিল সেইটা ও একটু সুস্থ হওয়ার পরেই টের পাবে-মাইর একটাও মাটিতে পড়বেনা। যাই হউক-ছবিগুলা দেখি চলেনঃ

সবাই কেমন খাচ্ছে আয়েশি ভঙ্গিতে তা দেখছেন কামরুল ভাই-বলেন তো আমি কে এই টেবিলে??

সবাই কেমন খাচ্ছে আয়েশি ভঙ্গিতে তা দেখছেন কামরুল ভাই-বলেন তো আমি কে এই টেবিলে??

এই সেই খাসির লেগ রোস্ট-মাত্র ১০০ টাকায় কিভাবে যে দেয়...বিশশষ করে ঝোল খেলে পাগল হয়ে যাবেন...

এই সেই খাসির লেগ রোস্ট-মাত্র ১০০ টাকায় কিভাবে যে দেয়...বিশশষ করে ঝোল খেলে পাগল হয়ে যাবেন...

এইটা শিউর কাইয়ুম চাচার কাজ-সারা সময় আমাকে ধমকের উপরে রাখছিলেন আমার খাওয়ার মেনূ নাকি পছন্দ হয়নাই এইজন্য...পছন্দ না হওয়াতেই এই অবস্থা আর হইলে তো কামরুল ভাই দেউলিয়া হইয়া যাইতো...।

এইটা শিউর কাইয়ুম চাচার কাজ-সারা সময় আমাকে ধমকের উপরে রাখছিলেন আমার খাওয়ার মেনূ নাকি পছন্দ হয়নাই এইজন্য...পছন্দ না হওয়াতেই এই অবস্থা আর হইলে তো কামরুল ভাই দেউলিয়া হইয়া যাইতো...।

রায়হান থুক্কু সামি আর সামিয়া থুক্কু রায়হানার আনা কামরুল ভাইয়ের জন্মদিনে একমাত্র উপহার...

রায়হান থুক্কু সামি আর সামিয়া থুক্কু রায়হানার আনা কামরুল ভাইয়ের জন্মদিনে একমাত্র উপহার...

তো এই হইলো বৃত্তান্ত।এইবার স্টার কাবাবের খাসির লেগ রোস্ট নিয়া বিস্তারিত বলি। এইটার ঝোল এতই মজা যে দিল এক্কেবারে গার্ডেন গার্ডেন হয়া যায় খাইলে। এই ব্লগে এক পোলা আছে যার লেখা+কাজকর্ম আমি এতই পছন্দ করি যে ঢাকায় আসলে তারে নিয়া আমি এই লেগ রোস্ট খাইতে যাব-দরকার হইলে আমার “হৈলেও হৈতে পারে ইয়ে” এর সাথে এক দিনের খাওয়ার খরচ জমায়া রাইখা হইলেও।

মাহমুদ ফয়সাল আকা মাহমুইদ্যা আকা মাস্ফ্যুমঙ্গল কাব্যের প্রথম কবি,আইজকা তোর জন্মদিন। তুই জোরসে লাগা ফ্রন্ট্রোল আর আপনারা জোরসে বলেন-“হেফি বাড্ডে মাহমুদ ফয়সাল!”

৯,৫৮১ বার দেখা হয়েছে

১৭৫ টি মন্তব্য : “খাসির লেগ রোস্ট আর কামরুল ভাইয়ের জন্মদিন উদযাপনঃ ছবি ব্লগ”

  1. এইটার ঝোল এতই মজা যে দিল এক্কেবারে গার্ডেন গার্ডেন হয়া যায় খাইলে

    :dreamy: :dreamy: :dreamy: :dreamy:

    ভাইয়া, এই দিনটাতে পৃথিবীতে এসেছিলাম বলে এত সুন্দর একটা পোস্ট উপহার পেলাম দেখে এখনই দিল আমার গার্ডেন গার্ডেন হয়া গেছে 😀 😀

    :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    🙂 🙂 🙂 🙂 🙂

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      সত্যি কথা কই,আরো অনেক সময় নিয়া লেখার ইচ্ছা ছিল-কিছুটা ফাঁকিবাজি হইছে পোস্টটাতে।মাস্টার্স,২৯ বিসিএসের প্রিলি,২৮ বিসিএসের রিটেনে টিকব কিনা সেই অনিশ্চয়তা আর টিকলেও ভাইভা কেমন হবে সেই চিন্তা-ধান্মন্ডি থেকে এন এস ইউ এর নতুন ক্যাম্পাস যাইতে প্রতিদিন ৪ ঘন্টাআপ ডাউন-সব মিলায় বেশ একটু উৎকন্ঠার মধ্যে আছি।আগামী পরীক্ষা পর্যন্ত মাসখানেকের একটা গ্যাপ নেওয়ার ইচ্ছা আছে-মাহমুদ তুই কিছু মনে করিস না পোস্টটা ঠিক জাতের হয়নাই বইলা(বিনয়ী হওয়া লাগবে না,পোস্টটা পড়লে যে কেউই এইটা বলতে পারবে যে ফাঁকিবাজি লেখা)

      তবে লেখা ফাঁকিবাজি হইলেও কলেজ লাইফে কখনো না দেখা এই পিচ্চিকে আমি খুব পছন্দ করি-সেইটাতে কোন ফাঁকি নাই।ঢাকায় আসলে যদি দেখা না করিস তোরে আমি খুনই করে ফেলব-আর লেগ রোস্টের ছবি তো দিলামই-সেইটাও খাওয়াবো তোকে গরম গরম শাহী পরটার সাথে।

      ব্লগের লোকেরা আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন-খুব চিন্তায় আছি।

      জবাব দিন
      • রকিব (০১-০৭)

        ভায়রা ভাই, টেনশন নিয়েন না। আল্লাহ এবং আমরা আপনার সাথে আছি।
        @মাহমুদ ভাই- আপনারে আমার লেক্সট পোষ্টে উৎসর্গ করমু। থুক্কু নেক্সট পোষ্টটারে আপনার নামে উৎসর্গ করমু :grr: :grr: ।


        আমি তবু বলি:
        এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

        জবাব দিন
      • ঢাকায় আসলে যদি দেখা না করিস তোরে আমি খুনই করে ফেলব

        বস, কথাটা যদি হইতো-- ঢাকায় আসলে যদি দেখা করিস তোরে আমি খুনই করে ফেলব.................. তবুও আমি দেখা করতাম নিশ্চিত। করবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। 🙂 🙂

        ভাইয়া, আমিও কমেন্ট দিতে পারতেছি না সুন্দর করে। কাল দুইটা পরীক্ষা কুইজ। তবু এতগুলো মানুষ অকৃত্রিম ভালোবাসা নিয়ে আমাকে শুভেচ্ছা দিচ্ছে-- এটা ভেবে তাদের উত্তর না করে ঘুমাতে যেতে পারছিনা...

        আপনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিলাম ভাই-- এইটা দেখা যাবেনা-- হয়ত কখনও অনুভব করতে পারবেন...... কোন এক রোদনবিহীন বসন্তবেলাতে।

        জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    আপনি যেদিন জন্মেছিলেন
    সেদিন আকাশে উঠেনি চাঁদ
    জোনাকিরা জ্বালেনি আলো
    বিদ্যুৎ ছাড়াই সবকিছু দেখা যাচ্ছিল
    কারণ, তখন ছিল দুপূর।

    (ক. রা.- প্রথম আলো ব্লগ)

    মাহমুদ(ওরফে মিশা) সওদাগর ভাই, শুভ জন্মদিন :awesome: :hug: ।
    নেন আমার তরফ থেকে :teacup: :teacup: ইস্পিসাল। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      কিরে মিশা গেল কই?আর হ্যাঁ,আমার সকল জন্মদিনের পোস্টের পিছনে কিন্তু ছোট বৃক্ষ রকিবের হাত আছে-এই বদমাইশটাই কানের কাছে ঘ্যান ঘ্যান করে -মাস্ফ্যু ভাই,অমুক ভাইয়ের জন্মদিন শিজ্ঞিরি পুস্ট দ্যান-জেসিসির পুস্টের সংখ্যা বাড়ুক...ইত্যাদি ইত্যাদি...

      আমার অবর্তমানে ওরেই ব্লগের জন্মদিন প্রিফেক্টের পদে নিয়োগ দিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইতেছি...

      জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    ১ম ছবিটার কিছু কমেন্টঃ (বড় ভাইরা এখন আমারে ছিল্লা কাইটা মোল্লা সল্ট লাগায়েন না O:-) O:-) )

    মুহাম্মদ ভাই- আহ!!খাসীর ঠ্যাংটা কত্ত বড় 😀 😀

    রাশেদ ভাই- (মুহাম্মদ ভাইয়ের প্লেটের দিকে তাকিয়ে) মুহাম্মদ আমার ঠ্যাংটা নিয়ে গেছে 🙁 ।

    টিটো ভাই- (আপনমনে) হালার কেম যেই সিলটা খাইলো। দুই জামাইরে দাওয়াত দিয়া এখন মনে হয় বায়তুল মোকাররমের পাশেই বসবে। :grr:

    রায়হান ভাই- আহা কী আনন্দ খাসীর এই ঠ্যাঙ্গেতে। যাউকগা পুরা গ্রুপে আমি একাই :just: ফ্রেন্ড লইয়া আইছি।

    মাস্ফ্যু ভাই- :grr: :grr: (৫ প্লেট শেষ করে) কামরুল ভাই, আর দুইখান লেগ আর গোটা কয়েক পরোটা লাগাইতে কন, গত ৩ দিন রোযা রাইখা আপনার জন্য দুয়া করতেছিলাম।

    কামরুল ভাই- শার্ট প্যান্ট আর ঘড়িটা মনে হয় বন্দকই রাখা লাগবো। কুন কুক্ষণে যে জন্মাইছিলাম। রায়হানের চকলেটের ডিব্বাটা খালি কইরা ঐটা নিয়াই ফার্মগেটের তলে বসমু নাকি!!
    (ব্যাকগ্রাউন্ড মিউজিক- খাপো খাপো, দুনিয়া খাপো :guitar: :guitar: )
    (বি.দ্র.- আমি হিংসিত)


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমার অফিস থাইক্কা মাত্র দুই কিলোমিটার দূরে আমারে না জানাইয়া এইরকম খাওয়া-দাওয়া, তারপর আবার ছবিসহ পোস্ট............... মেজাজটাই সামাল দেওন কষ্ট হইতাছে!! x-( x-( x-(

    যাউগ্যা, এই দিন দিন না, আরো দিন আছে। আমার জন্মদিনে আমি একলা পুরা দুম্বার রোষ্ট খামু। হেরপর ছবিসহ পোষ্ট দিমু। খালি ছবি দেখাইয়া তোমাগোর সবগুলার পেট খারাপ করাইয়া ছাড়মু!! :grr: :grr: :grr:

    শুভ জন্মদিন ফয়সাল। ভালো থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। আমাদের সবার সব শুভকামনা তোমাকে ঘিরে থাকুক।
    :hatsoff: :hatsoff: :hatsoff:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. আহ্সান (৮৮-৯৪)

    লগ ইন রাইখ্যা খালি একটু পড়ার টেবিলে বইছিলাম...
    আইসা দেখি বিয়াপক (কঃরাঃ-ফয়েজ ভাই) খানা পিনার আয়োজন চলতাছে...
    সানাউল্লাহ ভাই, আমিও খাপো...(কঃরাঃ-মেন্যুর দুম্বা)
    দুম্বার রোষ্ট খাপো...
    স্টারের ফালুদা খাপো...
    আরো যা আছে তাও খাপো...এমনকি যা নাই তাও খাপো...

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    হায় হায়... সারা রাত দেখি এইখানে বিয়াপক কাহিনি হয়ে গেছে...

    শুভ জন্মদিন মাহমুদ......

    এত্তো খানাপিনা হয়ে গেল... একটূ গন্ধও পাইলাম না 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. মুসতাকীম (২০০২-২০০৮)

    শুভ জন্মদিন মাহমুদ ভাই :hug: :hug: :hug:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  8. মুসতাকীম (২০০২-২০০৮)

    সেঞ্চুরী :awesome: :awesome: :awesome: ( ব্যাট তোলার ইমো কই??? :no: )


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
    • পাইছি এইডারে...
      :grr: :grr: :grr:
      তোর না রকিবের চায়ের দোকানে ডিউটি করার কথা...... :grr: :grr:

      কই থাকোস?? এখন থিকা সময়মত আইয়া পড়বি। ওই পোলাডা পড়াশোনার লাইজ্ঞা দোকান বন রাহে, তুই তখন খুইল্লা রাকবি। বড় বড় ভাই-বোন আইলে, নতুন কেউ ব্লগে আইলে চা দিবি

      বাই দ্য ওয়ে, থ্যাঙ্কু :shy: :shy:

      জবাব দিন
  9. হাসান (১৯৯৬-২০০২)

    শুভ জন্মদিন মাহমুদ। 🙂

    কিন্তু আমি এত কাছে থেকেও খবর পাইলামনা কেন? :(( মাসরুপ :frontroll: লাগাইতে থাকো কেয়ামত তক 😡

    সানা ভাই চলেন আমরা কারওয়ান বাজেরের স্টারে খায়া আসি........রাস্তার ওই পারেই তো :dreamy:

    জবাব দিন
  10. এইডা একদম ঠিক হইল না x-(
    কামস ভাই, আপনার বাড্ডেতে উইশ কত্তে পাল্লাম না 😕
    বাসি হেপি বাড্ডে :party:
    খাওন ডা ঢাকা আইয়া খামু না...... :awesome:
    মাস্ফ্যু ভাই x-( x-(
    আম্নের লগে কুনু কতা নাই :chup: :chup:
    আম্নে আমারে একদিনও কইলেন্না যে আয় ঢাকা তোরে লইয়া ইস্টারে যামু নে ~x( ~x(
    হেরপর কেডা যানি দেখলাম আম্নেরে ভায়রা ভাই ডাকল 😮
    আম্নে আমারে ভুইল্যা গিয়া শ্যাষ ম্যাষ এই ~x( ~x(
    আম্নের লগে আর কুনু কতা নাই :no:
    মাহমুদ হেপি বাড্ডে দোশ্ত :party: :hug:
    বাইচ্যা থাক আরও যতদিন বাচাইয়া রাখে আল্লায় :boss:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।