এই ব্লগের কামরুল ভাইরে আমি বড়ই ভালা পাই। উনার জন্মদিনের পোস্ট সময়ের দুই দিন আগে দিয়া এই ব্লগে যেই ডিস্টিং ডিস্টিং ঠা ঠা হইছিল সেইটার রেশ ধইরাই অনেক দিন ধইরা ঝিমায় থাকা সিসিবি বেশ চাঙ্গা হইয়া উঠছিল। আমার ইজ্জতের ফালুদা তথা ঘটি বাটি চাটি করার পরেও উনি কথা রাখছিলেন-সবাইরে স্টার কাবাবে “যেমন খুশি খাও” করাইছিলেন। সিসিবির একটা বিশাল অংশ সেইদিন জমায়া খাইছিল-প্রচন্ড বৃষ্টির মধ্যে নতুন জামাই সামী আর তার “ইয়ে” রায়হানা সহ অনেকেই আসছিল। ভেন্যু যেহেতু আমি ঠিক করছিলাম আর খাওয়ার আইটেমগুলাও মূলতঃ আমার পছন্দের ছিল-কাজেই এইটা নিয়া একটা লেখা দেওয়ার কথা ছিল বহু আগেই। কিন্তু লেখা যখন দিতে যামু ঠিক সেইদিনই মর্মান্তিক দুঃসংবাদ পাইলাম-তুহিনের ছুরিকাহত হওয়ার খবর। বদমাইশটা বীরত্ব দেখাইতে গিয়া আমাদেরকে যে কি চিন্তার মধ্যে ফেলছিল সেইটা ও একটু সুস্থ হওয়ার পরেই টের পাবে-মাইর একটাও মাটিতে পড়বেনা। যাই হউক-ছবিগুলা দেখি চলেনঃ
তো এই হইলো বৃত্তান্ত।এইবার স্টার কাবাবের খাসির লেগ রোস্ট নিয়া বিস্তারিত বলি। এইটার ঝোল এতই মজা যে দিল এক্কেবারে গার্ডেন গার্ডেন হয়া যায় খাইলে। এই ব্লগে এক পোলা আছে যার লেখা+কাজকর্ম আমি এতই পছন্দ করি যে ঢাকায় আসলে তারে নিয়া আমি এই লেগ রোস্ট খাইতে যাব-দরকার হইলে আমার “হৈলেও হৈতে পারে ইয়ে” এর সাথে এক দিনের খাওয়ার খরচ জমায়া রাইখা হইলেও।
মাহমুদ ফয়সাল আকা মাহমুইদ্যা আকা মাস্ফ্যুমঙ্গল কাব্যের প্রথম কবি,আইজকা তোর জন্মদিন। তুই জোরসে লাগা ফ্রন্ট্রোল আর আপনারা জোরসে বলেন-“হেফি বাড্ডে মাহমুদ ফয়সাল!”
১ম 😀
শুভ জন্মদিন মাহমুদ ভাইয়া। 😀
আপু,
আপনার উত্তর দেয়াটা কীভাবে যেন মিস হয়া গেছিলো :bash: :bash:
অনেক ধন্যবাদ...
শুধু মুখের কথায় চিড়া ভিজবে না।
এবার কী খাওয়াবেন বলেন 😛 😛
মাস্ফু ভাইয়া। আসলেই কি মাহমুদ ভাইয়া'র জন্মদিন আজকে? নাকে দুইদিন আগেই? 😛
অফটপিকঃ কেম ভাইয়া আমিও খাপো ... :(( ( ক,রা, মাস্ফু )
:dreamy: :dreamy: :dreamy: :dreamy:
ভাইয়া, এই দিনটাতে পৃথিবীতে এসেছিলাম বলে এত সুন্দর একটা পোস্ট উপহার পেলাম দেখে এখনই দিল আমার গার্ডেন গার্ডেন হয়া গেছে 😀 😀
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
🙂 🙂 🙂 🙂 🙂
সত্যি কথা কই,আরো অনেক সময় নিয়া লেখার ইচ্ছা ছিল-কিছুটা ফাঁকিবাজি হইছে পোস্টটাতে।মাস্টার্স,২৯ বিসিএসের প্রিলি,২৮ বিসিএসের রিটেনে টিকব কিনা সেই অনিশ্চয়তা আর টিকলেও ভাইভা কেমন হবে সেই চিন্তা-ধান্মন্ডি থেকে এন এস ইউ এর নতুন ক্যাম্পাস যাইতে প্রতিদিন ৪ ঘন্টাআপ ডাউন-সব মিলায় বেশ একটু উৎকন্ঠার মধ্যে আছি।আগামী পরীক্ষা পর্যন্ত মাসখানেকের একটা গ্যাপ নেওয়ার ইচ্ছা আছে-মাহমুদ তুই কিছু মনে করিস না পোস্টটা ঠিক জাতের হয়নাই বইলা(বিনয়ী হওয়া লাগবে না,পোস্টটা পড়লে যে কেউই এইটা বলতে পারবে যে ফাঁকিবাজি লেখা)
তবে লেখা ফাঁকিবাজি হইলেও কলেজ লাইফে কখনো না দেখা এই পিচ্চিকে আমি খুব পছন্দ করি-সেইটাতে কোন ফাঁকি নাই।ঢাকায় আসলে যদি দেখা না করিস তোরে আমি খুনই করে ফেলব-আর লেগ রোস্টের ছবি তো দিলামই-সেইটাও খাওয়াবো তোকে গরম গরম শাহী পরটার সাথে।
ব্লগের লোকেরা আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন-খুব চিন্তায় আছি।
টেনশন নিওনা...
আল্লাহই সব ঠিক করে দেবেন ইন্শাল্লাহ...
ভায়রা ভাই, টেনশন নিয়েন না। আল্লাহ এবং আমরা আপনার সাথে আছি।
@মাহমুদ ভাই- আপনারে আমার লেক্সট পোষ্টে উৎসর্গ করমু। থুক্কু নেক্সট পোষ্টটারে আপনার নামে উৎসর্গ করমু :grr: :grr: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:shy: :shy: :shy: :shy:
আল্লাহ তোরে বাঁচায়া রাখুক 😀
বস, কথাটা যদি হইতো-- ঢাকায় আসলে যদি দেখা করিস তোরে আমি খুনই করে ফেলব.................. তবুও আমি দেখা করতাম নিশ্চিত। করবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। 🙂 🙂
ভাইয়া, আমিও কমেন্ট দিতে পারতেছি না সুন্দর করে। কাল দুইটা পরীক্ষা কুইজ। তবু এতগুলো মানুষ অকৃত্রিম ভালোবাসা নিয়ে আমাকে শুভেচ্ছা দিচ্ছে-- এটা ভেবে তাদের উত্তর না করে ঘুমাতে যেতে পারছিনা...
আপনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিলাম ভাই-- এইটা দেখা যাবেনা-- হয়ত কখনও অনুভব করতে পারবেন...... কোন এক রোদনবিহীন বসন্তবেলাতে।
ওই যা পড়তে যা কালকে পরীক্ষার পর আইসা উত্তর দিছ-হাফ সেঞ্চুরি তো হয়া গেছে।বেস্ট অফ লাক!!!!
অফ টপিক-**লের পরীক্ষাডা বাইছা বাইছা জন্মদিনেই পড়ল ক্যক্সাআআআআন? 😡
আপনি যেদিন জন্মেছিলেন
সেদিন আকাশে উঠেনি চাঁদ
জোনাকিরা জ্বালেনি আলো
বিদ্যুৎ ছাড়াই সবকিছু দেখা যাচ্ছিল
কারণ, তখন ছিল দুপূর।
(ক. রা.- প্রথম আলো ব্লগ)
মাহমুদ(ওরফে মিশা) সওদাগর ভাই, শুভ জন্মদিন :awesome: :hug: ।
নেন আমার তরফ থেকে :teacup: :teacup: ইস্পিসাল। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কিরে মিশা গেল কই?আর হ্যাঁ,আমার সকল জন্মদিনের পোস্টের পিছনে কিন্তু ছোট বৃক্ষ রকিবের হাত আছে-এই বদমাইশটাই কানের কাছে ঘ্যান ঘ্যান করে -মাস্ফ্যু ভাই,অমুক ভাইয়ের জন্মদিন শিজ্ঞিরি পুস্ট দ্যান-জেসিসির পুস্টের সংখ্যা বাড়ুক...ইত্যাদি ইত্যাদি...
আমার অবর্তমানে ওরেই ব্লগের জন্মদিন প্রিফেক্টের পদে নিয়োগ দিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইতেছি...
:shy: :shy: :shy:
নেন মাস্ফ্যু ভাই, :teacup: পান করুন
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন মাহমুদ.....জন্মদিন কেটে যাক নাচে আর গানে... 😀 😛 ;;;
:tuski: :tuski: :tuski:
:guitar: :guitar: :guitar:
:awesome: :awesome: :awesome:
( ৪র্থ হইলাম বাট কিছু কইলাম না..সবাই দেইখা শিখেন B-) )
থ্যাঙ্কু দোস্ত,
ICCLMM 2004 এ আমি ইংরেজী কবিতা তে ৪র্থ হইছিলাম। আরেকটুর জন্য এ্যাডজুটেন্ট জেনারেল এর কাছ থেকে পুরষ্কার নেয়ার ছবি তোলা থেইক্কা বঞ্চিত হইলাম। ওই ছবি তুললে সেইটা এখন ফেসবুকে প্রোফাইল পিকচারে দিতাম 🙁 । আফসোস !! :(( :((
এরপর থিকা খিয়াল করছি-- যারা ৪র্থ হয়, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আর দুর্বলতা থাকে।
তোর জন্য আমার অনেক ভালোবাসা দোস্ত। বন্য থেকে এইবার মানুষ হ। :grr: :grr:
কবিতায় গেছস..এলোকিউশনে যাস নাই...ওইটা হেভ্ভী লাগত...
একটা ডায়লগ আছিল অনেক্টা এরম.."ওহ লেংটি..লেংটি করোটি... :khekz: :khekz:
মানুষ হওয়ার বদদোয়া করিস না...মানুষ ব্যাপক হারামী.... :thumbdown: :thumbdown:
:)) :)) :)) :)) ডক্টর ফস্টাস,এইটা নিয়া কত যে হাসছি রে!!!!
:shy: :shy: ইয়ে মানে আইসিসিএলএমএম ২০০১ আর ২০০২ দুইটাতেই আমি পদক পাইছিলাম :shy: :shy: :shy:
কেমস...এইডা কেমনে কি হইল?????
মাস্ফু,যেই ছবি আর বর্ণনা দিছো...মুখটার মধ্যে জিহবাটা জানি কিরাম কিরাম করতিছে...
মাহমুদ ফয়সাল,
শুভ জন্মদিন।
আহসান ভাই, ঢাকায় আইলে আপনেরে নিয়া যামু নে স্টারে 😛
ঢাকায় বইয়া আমিই খবর পাই না, সিলেট থেইক্কা তুমি আইবা আর মাস্ফ্যু খাওয়াইবো!! বিয়াডাও খাওয়ায় না ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি খাওয়ামু কেডা কৈছে?সব সময় সিনিয়র বিল দেয় এইটাই নিয়ম x-(
:dreamy: :dreamy: :dreamy:
কবে যে মাস্ফ্যু ভাইরে পামু...
কবে যে কামরুল ভাইরে পামু...
আমি এক সাথে কামস এর সাথে প্রায়ই বইসাও খবর পাই নাই।
সানাউল্লাহ ভাই,
দেখি একটা ট্রাই মাইরা...
মাস্ফু,
মনে থাকে যেন...
ছবি দেইখা আমারো জিহবাতে কেমন কেমন লাগতাসে...। ~x( :bash:
সবার পেডে ঠাডা পড়বো... আমারো জিভভা কেমুন য্যান করতাছে :thumbdown:
১ম ছবিটার কিছু কমেন্টঃ (বড় ভাইরা এখন আমারে ছিল্লা কাইটা মোল্লা সল্ট লাগায়েন না O:-) O:-) )
মুহাম্মদ ভাই- আহ!!খাসীর ঠ্যাংটা কত্ত বড় 😀 😀
রাশেদ ভাই- (মুহাম্মদ ভাইয়ের প্লেটের দিকে তাকিয়ে) মুহাম্মদ আমার ঠ্যাংটা নিয়ে গেছে 🙁 ।
টিটো ভাই- (আপনমনে) হালার কেম যেই সিলটা খাইলো। দুই জামাইরে দাওয়াত দিয়া এখন মনে হয় বায়তুল মোকাররমের পাশেই বসবে। :grr:
রায়হান ভাই- আহা কী আনন্দ খাসীর এই ঠ্যাঙ্গেতে। যাউকগা পুরা গ্রুপে আমি একাই :just: ফ্রেন্ড লইয়া আইছি।
মাস্ফ্যু ভাই- :grr: :grr: (৫ প্লেট শেষ করে) কামরুল ভাই, আর দুইখান লেগ আর গোটা কয়েক পরোটা লাগাইতে কন, গত ৩ দিন রোযা রাইখা আপনার জন্য দুয়া করতেছিলাম।
কামরুল ভাই- শার্ট প্যান্ট আর ঘড়িটা মনে হয় বন্দকই রাখা লাগবো। কুন কুক্ষণে যে জন্মাইছিলাম। রায়হানের চকলেটের ডিব্বাটা খালি কইরা ঐটা নিয়াই ফার্মগেটের তলে বসমু নাকি!!
(ব্যাকগ্রাউন্ড মিউজিক- খাপো খাপো, দুনিয়া খাপো :guitar: :guitar: )
(বি.দ্র.- আমি হিংসিত)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =)) =)) =)) =)) =)) =))
:pira:
রকিব ভাইয়া :goragori: :khekz:
অফটপিকঃ পরীক্ষা কেমন হয়েছে? শেষ নাকি আর আছে? আসছতো আমাদের এইখানে?
তাহলে হিংসিতো হতে হবেনা, আমি ল্যাম্ব লেগ রেডী রাখব। 😛
খাওন-দাওন শ্যাষে ছবিসহ পোস্ট দিও!! ছবিনং অর্ধেক ভোজনং ..... :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাবী...ভিডুও দিয়েন...ভিডিওনং পৌণং ভোজনং 😀
😀 😀 😀
কথাডা সিরাম লাগলো 😛
তথাস্তু !!! :boss:
ভাইয়া, তাই বলে আপনার খাওয়া মিসস যাবেনা, রকিব রে খাওয়ায়, হাত পোক্ত করছি, যাতে দেশে আইসা আপনাদের খাওয়াইতে পারি। 😀
:thumbup: :thumbup: :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
"আপনাদের" ব্যাপক সংজ্ঞাটি কি জানিতে পারি?
চিন্তা কইরেননা, সংজ্ঞা'র মধ্যে আপনিও আছেন। 😛
তাইলে দেশে আসার আগে ভাগে জানিয়েন কিন্তু...
মানে কবে থাইক্কা রোজা রাখুম সেইটা থিক করুম আরকি... 😀
যথা আজ্ঞা 🙂
তথাস্তু
যথা আজ্ঞা
ভাবীপ্পু...
এই জাতীয় শব্দ !!
হয়েচে কি গো?
ইদানিং কি কলকাতার আহসান আকাশ ভাইয়ের সাথে দু'একটু কথা হচ্চে নাকি?
আকাশদা আবার ভাইরাসের মত কিনা... কথা কইলে কিছু একটা শিখিয়ে দেবে খন 😛 😛
মাহমুদ ভাইয়া, অনেকদিন পর দেখলাম তোমাকে ... 😀
তা তুমি কোন আকাশ'দার কথা বলছ? আকাশবাণী'র আকাশ'দার সাথে অনেকদিন কথা হচ্চেনা।
কিন্তু আমাদের সিসিবি'র আকাশ ভাইয়ার সাথে ইদানিং কথা-বার্তা হচ্ছে। 😉
সেইটাই......... 😛 😛 😛
ভাষার এহেন অবস্থা দেখে এই ধারণাটাই করেছিলাম। আকাশদা যে কী!! :no:
ভাবি... আপনি 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হুঁ হুঁ আকাশ মশাই,দেক্বেচেন আপনার আসল পরিচয় সবার মনে কিভাবে গেঁথে গ্বিয়েচে?যান এক্ষুনি "ফিরপো" হোটেল থেকে কবিরাজি কাটলেট আনিয়ে সবাইকে ভোজন করান... :grr: :grr: :grr:
:khekz: :khekz: :khekz: :khekz:
এই শাস্তিটা রকিবের প্রাপ্য বলেই ধরে নিলাম.... :hatsoff: :hatsoff:
ওরে বন্য--- টিজ করলি ;;; ;;;
দিহান আপ্পু, দিহান আপ্পু...... বন্য না আপনার হাতের খাবার নিয়ে টিটকারি মারতেছে...
কিছু বলবেন নাআআআআআ???
😛 😛 😛
ভাইয়া, বন্য হিংসিতো হচ্ছে, খেতে পারছেনা তো তাই... 😛
ছোট ভাই আর দেবর এদের কিছু বলা যায়না। সবসময় মাথার উপরে ... 😉
পরীক্ষা শেষ, তবে সাথে সাথে মনে হয় আমি শ্যাষ :((
বিক্রি বাটা একটু পড়তি মনে হচ্ছে। যা হোক আবার নতুন উদ্যোমে
:teacup: :teacup: :teacup: :teacup: :teacup: গরম
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
শুভ জন্মদিন মাহমুদ।
নতুন বছরে মন খারাপের দল সব দূরে গিয়া মরুক এই শুভ কামনা রইলো।
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ পাথরানো বান্ধব আমার 😀 😀
দূরে গিয়া মরে কিনা দেখি...... মেরে তো ফেলতে চাই-- কিন্তু শালারা জাপটে ধরে আছে আমাকে-- আমি চাচ্ছি ওদের ভুলে থাকতে-- কিন্তু প্রতিমূহুর্তে তারা আমাকে মনে করিয়ে দিচ্ছে তারা আমার সাথে আছে-- আমাকে অবলীলায় কোন কথা অবধি বলতে দিচ্ছে না......
ওদের নিয়ে খুব জ্বালায় পড়েছি রে!
x-( হালা আমার কমেন্টে তোর প্রতিমন্তব্য কই? x-(
🙂 পাইছি প্রতিমন্তব্য-এইবার যা পড়তে যা-কাল্কের্কুইজেয়াবার্ধরাখাইস্না।
ধরা খাইনাই :awesome:
পার পায়া গেছিগা...
ভাই, সারা দিন গেছে শালার টার্মের লাস্ট দিনটা সামলাইতে গিয়া। রুমে ফিরছি ৬ টার দিকে......
কাল থেকে পি এল... ওয়ে ওয়ে :guitar:
শান্তি তে ঘুমাবো আর খাপো 😀 (খাপো খাপো 😛 )
ঢাকায় আইসা খাপাখাপি করিস 🙂
কামরুল ভাইএর জন্মদিন এর দাওয়াত কখন করলো??? x-(
মাহমুদ ভাই আপ্নে আমারে খাওয়াই দিয়েন 🙁
আমি শুভ জন্মদিন বইলা দিলাম 🙁
আমার অফিস থাইক্কা মাত্র দুই কিলোমিটার দূরে আমারে না জানাইয়া এইরকম খাওয়া-দাওয়া, তারপর আবার ছবিসহ পোস্ট............... মেজাজটাই সামাল দেওন কষ্ট হইতাছে!! x-( x-( x-(
যাউগ্যা, এই দিন দিন না, আরো দিন আছে। আমার জন্মদিনে আমি একলা পুরা দুম্বার রোষ্ট খামু। হেরপর ছবিসহ পোষ্ট দিমু। খালি ছবি দেখাইয়া তোমাগোর সবগুলার পেট খারাপ করাইয়া ছাড়মু!! :grr: :grr: :grr:
শুভ জন্মদিন ফয়সাল। ভালো থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। আমাদের সবার সব শুভকামনা তোমাকে ঘিরে থাকুক। :hatsoff: :hatsoff: :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy: সানা ভাই খুব ভালা খালি আমারে সঙ্গে নিবে খাইতে :shy:
সানা ভাই,আমিও যামু...মাস্ফ্যু ভাইরে আপনে একা ধাক্কাইয়া গাড়ি থেকে ফালাইতে পারবেন না.... :grr: :grr: :grr: :grr:
লাবলু ভাইয়া, আমিও আছিতো তাইনা? 😀
ঠিকাছে বন্য। মাস্ফ্যুরে খালি ফালাইলেই হইবো না, ওরে ছিল্লা কাইট্টা সল্ট লাগাইয়া দিতে হইবো!! (ক. রা : কুটিপতি রকিব) x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস,আমি খালি ছিল্লা-কাইট্টা দিমুনে...লবনটা আপনে দিয়েন...হাজার হইলেও সিনিয়র...ডর করে... :boss:
কী লবণ?
মোল্লা সল্ট??
(লবণ লাগলে কইস আমারে 😛 আমি আইন্না দিমু নে। কিন্তু মাস্ফ্যু ভাইরে কইস না... যদি তুই না পারস কিছু করতে-- তাইলে আমার আবার লেগ রোস্ট মিস 😕 😕 )
নাকি সুন্দরবন? নাকি ফ্রেশ লবণ??
আমি কনফিডেন্সে কনফিডেন্স পাই :tuski: :tuski: :tuski:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লবন ডলাটা আমি দিয়া দিমু নে
x-( x-( x-( তোরে আমি ডাক রোস্ট বানামু
সেই রোষ্ট আপনের লাকড়ি দিয়া বানানো লাগবো..নইলে খেলুম্না.... :grr: :grr: :grr:
তুমারে তো ওভেনে ঢুকাইয়া তুমার :just: ফ্রেন্ড দুম্বার রোষ্ট বানাইবো!! :grr: :grr: :grr: তারপর টেবিলে সার্ভ করবো। সেইডা মঈন, বন্য, দিহান আর আমি খাপো............ (দল ভারী করলাম আরকি!) ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁 আমার প্রতি আপনের নাইলে কুনু মমতা নাই কিন্তু আমার নিষ্পাপ,হৈলেও-হৈতে-পারে :just: ফ্রেন্ড্র কি দুষ করছে?তারে "বিধবা" বানাইবেন কেন? :(( :(( :((
বিধবা আমরা বানামু না! বিয়াডা খালি হইতে দেও!! তারপর যা যা রোস্ট করার :just: বউই করবো। আমরা খালি খামু আর খামু!!! :awesome: :awesome: :awesome:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাইর বাসায় রোষ্ট খাইতে কবে যামু?? 😀 😀 😀
টাইপিং মিস্টেক হইছে মনে হয় বন্য। ওইডা মাস্ফ্যুর বাসা হবে। 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy: সময় মত পুরা সিসিবিরে দাওয়াত দিয়া আলাদা পুস্ট দিমুনে :shy:
মাস্ফ্যু ভাই, বিয়া করেন তাড়াতাড়ি..ভাবীর রান্না করা রোষ্ট খাইতে মঞ্চায়.... x-( x-( x-( x-(
🙁 ভাবি কৈছে আমারে দিয়া রান্না করাইবো আর তুই কস হ্যাতে রোস্ট রানবো :((
আপনারা খাইবেন খান।
আমার লেগ রোস্ট দিলেই চলবো 🙂
লাবলু ভাইয়া আমাদের মনে রেখেছে। :awesome:
সানা ভাই, আমিও দুম্বার রোস্ট খাপো ( ক.রা. দুম্বা )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বলি আকাশদা ওসব আরব দেশের দামী খাওয়া আপনার পেটে সইবে তো?কলকাতার মানুষ আপনি-আপনার জন্য তো এক টুকরো মাংসের অর্ধেকটা হলেই পুরো প্লেট লুচি সাবাড় করে দিতে পারবেন :)) :))
কিরে মাস্ফ্যু সেন ওরফে দুম্বা, ভালা আছস? 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাস্ফ্যু ভাই...
আম্নেরে টিজ করতাছে কল্কাইত্যা দাদা ;;; ;;;
আরে ওসব ছেঁদো আলাপে কান দিতে নেই,বুঝলি ছোঁড়া?
মাহমুইদ্যা সিনিয়রদের মাঝখানে গিয়াঞ্জাম লাগানোর ধান্দায় আছোস মনে হইতাছে x-( x-( জন্মদিন বইলা মাফ আজকের মতো মাফ কইরা দিলাম...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀 😀 😀 😀 ;;; ;;; ;;; ;;; ;;;
শুভ জন্মদিন ফয়সাল।
বড় হও, তোমাকে নিয়ে তিন প্রহরের বিল দেখতে যাবো।
লাবলু ভাই
আপনি বিশ্বাস করলেন যে আমি এইগুলিরে স্বানন্দে খাওয়াইছি? তাও আবার জামাই সহ!
সেদিন ঘুমাইয়া ছিলাম, জামাই হারামি ঘুম থেইকা তুইলা বৃষ্টির মধ্যে আমারে জোর কইরা স্টারে নিয়া কয় খাসির ঠ্যাং খাবে। তারপর বাকি সব গুলিরে খবর দিয়া আইনা আমারে ছিল্যা ফালাইছে। আমার পুরা মাসে ক্লাবে তিন তলায় যাবার টাকা হারামিরা এক ঘন্টায় শেষ কইরা ফালাইছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
থাক আমারে আর স্বান্তনা দেওন লাগবো না! ক্লাবে তো আমিও খবর লই!! মাস্ফ্যু দুম্বার রোষ্ট তুমি ভাগে পাইবা না!! ;;) ;;)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি কইছিলাম যে সানা ভাইরে খবর দ্যান কিন্তু কামরুল ভাই কইলো যে আপনে নাকি পোস্ট বাজেট বিশ্লেষণ নিয়া ব্যস্ত-আমি জানি এইগুলা ভুংভাং কথা।
~x(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পাবলিকের মুখ তো আপনে বন্ধ করতে পারবেন না কামরুল ভাই।যা সত্য পাবলিক তা একদিন বলবেই :hug: (কপিরাইট-আপনে নিজেই)
তুই সিসিবির উপরে বাম কোনায় 'আমার লকারে'র উপরে লং-আপ হইয়া থাক। x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কেম ভাইয়া, আমি মন খারাপ করেছিলাম, আমকে ফেলে খেয়ে ফেললে।
যাক, লাবলু ভাই ও দেখি বাদ পড়েছে। 😀
যাউজ্ঞা ব্যাপার না, আইসা সব খামু নে, ফালুদা কিন্তু ডেজার্ট হিসেবে... 😛
স্টারের ফালুদাটা ভয়ংকর। তবে অন্যের পকেট ছিলতে পারলে ওইডাও দারুণ লাগে 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমাকে স্টারের ফালুদা'র কথা বলে রেখেছে, সেই কবে থেকে। এখনো খেতে পারলাম না। স্টারের ফালুদা খাইতে মন চায়। :((
স্টারে না ভাবী ...... পুরান ঢাকার রাজ্জাকসের ফালুদা খেলে পুরা দিওয়ানা হয়ে যাবেন।
হলে থাকতে ঠাটারীবাজারের স্টারে খেয়ে আবার রাজ্জাকসে যেতাম ফালুদা খাবার জন্যে ...... আহারে ... সেই আমার নানা রঙের দিনগুলি ............ :dreamy: :dreamy: :dreamy:
মইনুল ভাই,
এরপর দেশে আইলে ভাইজারে সাথে নিয়া খাইতে যামু...
বাবার স্মৃতিস্থান দেখায়া দিবো আমি...
শুধু বিলটা দিবেন আপনি 😛 😛
স্বপ্নচারী ভাইয়া, ধন্যবাদ, আমাকে জানিয়ে দেবার জন্যে। এরপর দেশে গেলে আপনাকে আওয়াজ দিবো। সবাই মিলে একসাথে খেতে যাবো'খন। 🙂
নিউ অ্যাড...bar-b-q tonight এর কাস্মিরি ফালুদা......দি বেস্ট...এইটার উপরে হয় না...প্রমিস...!!!
কবে খাওয়াইবেন কন
কবে খাওয়াইবেন কন
😀
হাহাহাহাহহা......ওকে...কবে কে খাবেন বলেন......আছি আমি...সেইরকম......একবার খেকে আমার জন্য সবাই দোয়া করবেন...হাহাহাহহা......
১৮ তারিখে দেশে আসতেসি ইনশাল্লাহ, ৩১ তারিখ পর্যন্ত থাকবো। টাইম করে একদিন তাহলে খাওয়ায়ে দিও ।
মইনুল ভাই,আপনেরে সিল দিয়া ট্রিট নিতে মঞ্চায়
এই ব্যাটা আমাকে কবে খাওয়াবি ? দেশে আসলে তো তোকে হারিকেন জ্বালায়ে খুঁজতে হয় ।
এইগুলা চারদলীয় জোটের অপপ্রচার,প্রিয় ব্লগবাসী এসবে বিভ্রান্ত হবেন না।আপনারা ব্যালটের মাধ্যমে মাস্ফ্যুর বিরুদ্ধে এইসব মিথ্যার বেসাতি ছিন্নভিন্ন করে দিন x-( x-(
:thumbup: :thumbup:
x-( এইখানে একটা "বিরুদ্ধে" বাদ পরল কেন?
আমি ভাবছি ওইটা টাইপিং মিস্টেক... O:-) O:-)
=)) =)) =))
=)) =)) =))
আমি আর কত বড় হবো কামরুল ভাই??
আমার মাথা যখন আকাশ ছুঁবে, সেদিন কি আমাকে তিন প্রহরের বিল দেখতে নিয়ে যাবেন?
🙁 🙁 🙁 🙁
কিছুদিন আগে, ফেসবুকে আমি বলেছিলাম, "আমি কবে তিন প্রহরের বিল দেখবো?"
-- রকিব বলেছিল, "আগামী মাহিনার সপ্তম দিবসে"।
কিন্তু কোথায়?
সেই দিবস চলে এলো, কিন্তু আজো আমার তিন প্রহরের বিল দেখা হলো না।
আজও রকিব কথা রাখলো না। কারণ, সে যে আজো শুধুই চা ওয়ালা।
কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনা।
চৌব্বিশ বছর কেটে গেলো, কেউ কথা রাখেনি...
(কপিরাইটঃ সুনীল গাঙ্গুলী 😛 😛 😛 )
ধন্যবাদ কামরুল ভাই
কামরুল তুই আমারে ডাকস নাই কেন?......নেক্সট দিন তিন তলায়া যাইবা না?...।মনে রাইখ......অইখান এও খাশির ঠ্যাং পাওয়া যায়...!!!...সিল এই কি দেখশস...????
কন কি সাদিকুউর ভাই ওইখানেও খাসির ঠ্যাং পাওঞ্জায়?ামি খাপো......
সানা ভাই, জন্মদিনের উপহার হিসেবে আমারে নিবেন না?? 😛 😛
আমি এনশিউর করবো যেন খাবারের ছবিগুলা ঠিকমত তোলা হয়। আমি ফটোগ্রাফীতে ভালো দীক্ষা নিয়েছি। আমার ফ্লিকারে এ্যাকাউণ্ট আছে যা দিয়ে আমি পাথরানোর পথে।
আমার ফটোগ্রাফী বিশেষ নামকরা 😉 😉 😉
এমুন ফুটূ তুলুম সানা ভাই, সক্কল সিসিবি বাসী সেই ছবি দেইক্ষা "হায় কী মিস করলুম" এই বলে মাথা ঠুকতে ঠুকতে ফাটিয়ে দিবে...।
আমারে নিবেন না ভাই?? :salute: :salute: :salute: :salute:
আরে বার্থডে বয়, অত তেল লাগবো না! রোষ্ট করতে বেশি তেল লাগবো না। দুম্বাডা গায়েগতরে ভালোই। ওর চর্বি পুরাইয়া ওরে রোষ্ট করা হইবো!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
x-( দুম্বা ক্যাডা?সানাভাইয়াপ্নেকিকইবার্চান্ঠিক্কইরাকন x-(
ক্যাডা আবার :just: জামাই............... :khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেকদিন পর সানা ভাইরে পইরা গিয়া গিরগিরাইতে দেখলাম... :awesome: :awesome:
😀 ও বুজছি।রায়হান,সানা ভাই তোরে দুম্বা কৈছে 😀
;;; ;;; ;;;
লগ ইন রাইখ্যা খালি একটু পড়ার টেবিলে বইছিলাম...
আইসা দেখি বিয়াপক (কঃরাঃ-ফয়েজ ভাই) খানা পিনার আয়োজন চলতাছে...
সানাউল্লাহ ভাই, আমিও খাপো...(কঃরাঃ-মেন্যুর দুম্বা)
দুম্বার রোষ্ট খাপো...
স্টারের ফালুদা খাপো...
আরো যা আছে তাও খাপো...এমনকি যা নাই তাও খাপো...
:(( :(( :(( :(( :(( আমি দুম্বা হপোনা :(( :(( :(( :(( :((
শুভ জন্মদিন মাহমুদ।
তোমার জন্য একটা :guitar:
কামরুল তপু ভাইয়া,
সুস্থ হয়ে উঠেছেন? নতুন ছবিটাতে দারুণ লাগছে 😀
থ্যাঙ্কু ভাইয়া 🙂 🙂
শুভ জন্মদিন মাহমুদ। ছবিগুলাতে প্রাইভেসি সেটিং দেয়া যায়না। আমাদের মত প্রবাসি ব্যাচেলর স্টুডেন্টরা যেন ছবিগুলা না দেখতে পায়। 🙁 🙁 🙁
আরিফ ভাইয়ের প্রোফাইল পিকডা বড়ই সৌন্দর্য আসছে 🙂
থ্যাঙ্কু আরিফ ভাই,
আমার জন্মদিনে শুভেচ্ছার জন্য।
ভাই, প্রো পিকটা দেখে দারুণ লাগছে,
একজন পরিপূর্ণ সন্তুষ্ট পুরুষ মানুষ......... 😛
শুভ জন্মদিন মাহমুদ
(শুভ নামের কাউকে জন্ম দিতে কইতাছিনা 😀 ক.রা- হাসের্ছানা 😉 )
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই,
এত্ত খানাপিনা করলেন কিছুই জানাইলেন না :grr: :grr:
আমি কি এতই পর?? 🙁 🙁 🙁
---------------------
বাই দ্য ওয়ে, থ্যাঙ্কু 🙂 🙂
ইমোশনাল বিলাক্মেইল করার অফ্রাধে মাহমুইদ্যার ভ্যাঞ্চাই চাই।
ক্যাডা??
:)) :)) মিডিয়াম জামাই নাকি?? :)) :))
ক্যাডা?খাসির লেগরোস্টের বদলে চালায় দিমু সেই মাহমুদ নাকি?
শুভ জন্মদিন মাহমুদ!!
গুস্যা ঝেড়ে ফেলো হে!!!
এহসান ভাই,
অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে জন্মদিনের শুভেচ্ছা দেয়ার জন্য।
সিসিবি'র বদৌলতে এবার আমি জীবনের ব্যতিক্রমতম একটি দিন পালন করলাম... একটা পোস্ট, এতগুলো ভাইয়া, আপুদের শুভেচ্ছা :dreamy:
সবাইকেই জানাই আমার কৃতজ্ঞতা। বিশেষ করে পুরান জামাইরে 😛 😛
x-( x-( এই ব্লগের আদি জামাই হইলো ছড়াকার লুৎফর রহমান রিটন স্যারের জামাই আমাদের সামি হক ভাই,কেউ ভুল কর বেন না কিন্তুক x-( x-(
ওহ...।
তাইলে মিডিয়াম জামাই রে থ্যাঙ্কস 😀 😀
:bash: :bash: :bash:
হায় হায়... সারা রাত দেখি এইখানে বিয়াপক কাহিনি হয়ে গেছে...
শুভ জন্মদিন মাহমুদ......
এত্তো খানাপিনা হয়ে গেল... একটূ গন্ধও পাইলাম না 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভ জন্মদিন মাহমুদ……
আহারে!
কত সুন্দর কইরা কইলো...
ভাবীর এলাকার কথার কোন টান দিচ্চেন না কেন আকাশদা?? 😛 😛 😛
শুভ জন্মদিন মাহমুদ ভাই :hug: :hug: :hug:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
থ্যাঙ্কু ভাইরে :hug: :hug: :hug:
আরেকটু বড় হয়ে গেলি মাহমুদ । জন্মদিনের শুভেচ্ছা, এখন বুড়া হোয়া শুরু কর :))। কামস তো ভাল ছিল খাইছিস :))
হ ভাই, বুড়া হৈতেছি, মাগার কেউ চোক তুইল্লা দেখলো না :(( :((
:(( :(( আমার :just: ফ্রেন্ড কবে হপে :(( :((
থ্যাঙ্কু আদনান ভাই :hatsoff:
শুভ জন্মদিন মাহমুদ।
দোয়া করি বড় হও এবং কামরুলের সাথে তিন প্রহরের বিল দেখতে যাও। 🙂
@মাস্ফ্যু, তোর খাপো টাইপ ছবি নাই কেন? x-(
x-( ছিল কিন্তু ইচ্ছা কৈরা দেইনাই x-(
অবশ্য ঐ ছবি দিলেই কি আর না দিলেই কি......তোর কাহিনী তো সবাই জানে...... 😀 😀
~x( ~x( :bash: :bash: :bash:
থ্যাঙ্কু তানভীর ভাই।
আমারে কামরুল ভাই মনে হয় নিবে না...
কবে যে যাবো তিন প্রহরের বিল দেখতে !! 🙁 🙁 🙁
শুভ জন্মদিন মাহমুদ ......... :clap: :clap: :clap: :clap:
মইনুল ভাই,
থ্যাঙ্কু...
আপনাকে অনেক কিছু বলার আছে...... আপাতত থাক 🙂
শুভ জন্মদিন, প্রিয় বান্ধব, আভিমান ঝেড়ে ফেল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
আপনি কিছু বললেন অবশেষে...
অনেক ধন্যবাদ ভাইয়া, আজকে VLSI আর DIGITAL system design এর ক্লাস টেস্ট, এ্যাসাইন্মেন্ট দিয়া দিন পার হয়া গেলো 🙁 🙁
শুভ জন্মদিন দোস্ত 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
দোস্ত,
তোরে আর এখন কী কমু।
শুধু কই-- থ্যঙ্কু 🙂
সেঞ্চুরী :awesome: :awesome: :awesome: ( ব্যাট তোলার ইমো কই??? :no: )
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
পাইছি এইডারে...
:grr: :grr: :grr:
তোর না রকিবের চায়ের দোকানে ডিউটি করার কথা...... :grr: :grr:
কই থাকোস?? এখন থিকা সময়মত আইয়া পড়বি। ওই পোলাডা পড়াশোনার লাইজ্ঞা দোকান বন রাহে, তুই তখন খুইল্লা রাকবি। বড় বড় ভাই-বোন আইলে, নতুন কেউ ব্লগে আইলে চা দিবি
বাই দ্য ওয়ে, থ্যাঙ্কু :shy: :shy:
ওক্কে বস আপ্নারে দিয়াই তাইলে শুরু করি নেন গরম গরম স্পেসাল কড়া লিকার ফ্রেস পাত্তি :teacup:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
যাক,
পোলাপান এখনো ভদ্র আছে...
কৈ য্যান শুঞ্চিলাম ইদানিং নাকি সব্বাই ব্যাদ্দপ হয়...
শুভ জন্মদিন মাহমুদ। 🙂
কিন্তু আমি এত কাছে থেকেও খবর পাইলামনা কেন? :(( মাসরুপ :frontroll: লাগাইতে থাকো কেয়ামত তক 😡
সানা ভাই চলেন আমরা কারওয়ান বাজেরের স্টারে খায়া আসি........রাস্তার ওই পারেই তো :dreamy:
হাসান ভাই,
থ্যাঙ্কু :hatsoff:
সানা ভাইরে ভাঙ্গাইবেন?? 😀 😀
এইডা একদম ঠিক হইল না x-(
কামস ভাই, আপনার বাড্ডেতে উইশ কত্তে পাল্লাম না 😕
বাসি হেপি বাড্ডে :party:
খাওন ডা ঢাকা আইয়া খামু না...... :awesome:
মাস্ফ্যু ভাই x-( x-(
আম্নের লগে কুনু কতা নাই :chup: :chup:
আম্নে আমারে একদিনও কইলেন্না যে আয় ঢাকা তোরে লইয়া ইস্টারে যামু নে ~x( ~x(
হেরপর কেডা যানি দেখলাম আম্নেরে ভায়রা ভাই ডাকল 😮
আম্নে আমারে ভুইল্যা গিয়া শ্যাষ ম্যাষ এই ~x( ~x(
আম্নের লগে আর কুনু কতা নাই :no:
মাহমুদ হেপি বাড্ডে দোশ্ত :party: :hug:
বাইচ্যা থাক আরও যতদিন বাচাইয়া রাখে আল্লায় :boss:
দোস্ত,
তুই নাকি রকিব রে কইছস যে তোর আর কোন আগ্রহ নাই ;;; ;;;
ভালো ভালো----- অনেক কিছুই হইতেছে... চউক্কের সামনে... বুজিনা
আর হ্যাঁ, থ্যাঙ্কু 😛 😛
রেজওয়ান ভাই, চিন্তা কইরেন্না। আমাদেরও বাদ গেসে, আমাদের খানা পাওনা থাকল। 😀
:clap: হ্যাপি বার্থ ডে...
যত তম জন্মদিন,ততগুলি :frontroll:
থ্যাঙ্কু মাহমুদ ভাই
মিতা হইলে একটু কন্সিডার করন লাগে x-(
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দিলাম 🙂
আপনার মাত্র ছয়বছর হইল কেম্নে কি :-/
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এই পোস্ট আমি পড়ুম না। খাওনের ছবিো দেখুম না। বয়কট করলাম।
মাহমুদ, দেরী করে ফেললাম...বাইরে ছিলাম।
শুভ জন্মদিন!
ভাইয়া,
ধন্যবাদ...
কই গেছিলেন? ঢাকার বাইরে?
কতদিন ভালা জিনিস খাই না। জীবনে সবকিছুই খালি মিস হইয়া যায়। 🙁
সব ভালো জিনিস মিস করিস কেনু কেনু কেনু?