এহসান ভাই যখন ছোট ছিল তখন লিভারপুল খালি চ্যাম্পিয়ন হইতো। এইটা দেইখা এহসান ভাই লিভারপুলরে ভালোবাইসা ফালাইলো। প্রথম প্রেম, ফার্স্ট লাভ।
এহসান ভাই বড় হইয়া দেখলো লিভারপুল খালি লাড্ডু-গুড্ডু হয়, কিছুই পারে না। বছরের পর বছর ফেল্টুস মারে।
তবু ভাইজানের ভালোবাসা কমে না। প্রথম প্রেম তো, ফার্স্ট লাভ!
সেই লিভারপুল আইজকা আধাযুগ পরে ছোটখাট একখান ট্রফি জিতছে, কার্লিং কাপ। এহসান ভাই নিশ্চয়ই খুশিতে ইয়ের বোতল খুলে ফেলছে। শামিল হওয়ার জন্য আমিও ফোন দিছিলাম, ফোন বন্ধ। লোকমুখে শুনলাম, আমাদের ব্যবসায়ী এহসান ভাই ঢাকা শহরের চাঁদাবাজদের ভয়ে উনার ফোন ক্লোজ ডাউন কইরা রাখেন প্রায় সময়। তাই বইলা আজকের দিনেও?
ও এহসান ভাই, অভিনন্দন।
দেখি, পোলাপাইনরে কেক্কুক আর আমারে এক ছিলিম মাল খাওয়ান তো 😛
মানুষ অনুরোধে ঢেঁকিও গিলে ফেলে। খোমাখাতাও বারবার অনুরোধ করে কামরুল ভাইরে দিয়া এই ব্লগটা লেখাইলাম, এখন দেখি ঢেঁকি গিলেও কামরুল ভাইয়ের তেষ্টা মেটে না! যাই হোক এহসান ভাই, আপনি তো কখনোই একা হাঁটবেন না। পানশালা কিংবা ভোজনালয়ের দিকে যাওয়ার পথে আমাদের কাউরেও সঙ্গে নিয়েন।
অভিনন্দন এহসান ভাই।
একাদশ শ্রেণীতে পড়ার সময় দেখতে সুন্দর লাল কালারের একটা লিভারপুলের জার্সি কিনছিলাম। ওই সময় অবশ্য ভালোই খেলতো।
মেলা দিন সেই জার্সি পড়া হয় নাই। এই উপলক্ষে জার্সিটা এখন পড়া যাবে।
শাওন, তোমার ক্লাস ইলেভেনে কেনা জার্সি কি এখনো গায়ে লাগে? তখন তুমিও ইলেভেনে ছিলা, লিভারপুলও এফএ কাপ জিতছিল!
জী ভাই গায়ে লাগে আমি সাইজে খুব বদলাই নাই। টাইনা টুইনা পড়ার একটা চেষ্টা করা যেতে পারে।
কিন্তু সেই জার্সি বাংলাদেশে... :grr: :grr:
খোমাখাতায় রেজা শাওন সাহেবের যেই নতুন সাইজ দেখা যায় আজকাল, তাতে একাদশ শ্রেণীতে কেনা জার্সি আজ বড়জোর ব্লাউজ হতে পারে। :grr:
জেরার্ড আর অ্যাডাম গিলক্রিস্ট মিলা আরেকটু হইলে ট্রফি উড়ায়ে দিসিলো 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =)) =)) =))
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
অভিনন্দন এহসান ভাই... কার্লিং কাপ হলেও, কাপ জেতা বলে কথা... :clap: :clap:
তবে আমি শিউর আজকে লিভারপুল থেকে আর্সেনালের ফ্যানরা বেশি মজা পাইছে... কি দেখাইলো এইটা আর্সেনাল :awesome:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুনলাম আর্সেনাল 'লন্ডন কাপ' জিতে গেছে? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লন্ডন এর দুই ক্লাবরে ৫ টা কইরা দিছে... B-)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লিভারপুল এবং শুধুই লিভারপুল বিষয়ক পুস্টে অবৈধ ভাবে আর্সেনালকে টানি আনার জইন্য আকাস দার ভ্যাঞ্চাই!
হ, সঙ্গে ওয়েঙ্গার এবং সুয়ারেজেরও ব্যাঞ্চাই 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ব্যান চাইয়া লাভ নাই... ০-২ থেকে ৫-২ বলে কথা, তাও আবার স্পার্সের সাথে... আওয়াজ তো একটু দেবোই :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দুই সপ্তাহ পরে আবার নিউক্যাসলের সঙ্গে হোম ম্যাচে ৪টা খাইয়া যাইতে পারে। গতবারের কথা মনে আছে ? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এই জন্যই তো আওয়াজ আরো বেশি করে দিচ্ছি... যতক্ষোন সুযোগ আছে আর কি 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কোপ হবে, আওয়াজ হবে না :duel: :duel: :duel:
একটু আগে হাসানের লগে কথা হলো। ওই জানালো ব্লগে কামরুল লিভারপুলরে নিয়া লিখেছে। আমারে জিগাইলো কালকের খেলার ব্যাপারে। বললাম কালকে দুইটা খেলাই দেখেছি। কালকে আর্সেনাল হেরে গেলে চ্যাম্পিওন্স লীগ রেসটা আরো জমতো। কিন্তু আমি স্পারসরে দেখতে পারি না। কেনো এইডা কমু না। একটূ রেসিস্ট ব্যাপার আছে। যাই হোক কাল্কে আমি ওয়াল্কট এর ফিনিশিং এ মহা মুগ্ধ। আর্সেন ওয়েঙ্গার এর কাছে অপ্সন ছিলো গ্যারেথ বেল অথবা ওয়াল্কটকে কেনার। কালকেই একটা আর্টিকেল পড়লাম... কই বেল আর কই ওয়াল্কট। সামারে ওয়াল্কটরে লিভারপুলের কিনে নেবার একটা গুজব আছে। এখন মনে হচ্ছে সেটা গুজবই থেকে যাবে।
কালকে লিভারপুল পঁচা খেলেছে। আসলেই বাজে খেলেছে। কিন্তু টাইব্রেকারে এডামসের শট দেখার পড়েও মনে হয়েছে লিভারপুল জিতে যাবে। কারণ লিভারপুলের টাইব্রেকার রেকর্ড মারাত্মক। ১৯৯০ এর পর থেকে তারা মাত্র দুইবার টাইব্রেকারে হেরেছে। রেইনার উপরও ভরসা ছিলো। কিন্তু রেইনা একটা সেভও করে নাই। তার পরও লিভারপুল জিতেছে।
কিভাবে জিতেছে, খারাপ খেলেছে এটা কখনো মনে থাকে না। শিরোপার কথা মনে থাকে। তাই আই এম জাস্ট রেলিশিং দ্য মোমেন্ট।
লিভারপুল ছয় বছর পর জিতেছে। আর্সেনাল সাত বছরেও কিছু জিতলো না। সর্যি আকাশ।ও হ্যা বরিশাল বার্নারস কাল্কে ফাটাফাটি খেলেছে। তাই আর্সেনালের খেলার ফাঁকে একটু ক্রিকেট দেখেছি।
থ্যাঙ্কু কাম্রুল।
অভিনন্দন কাম্রুল,
কেন, কাউরে কমু না 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কেন ফয়েজ ভাই, বাসায় গ্যাসের লাইন আসছে? 😀 😀 😀
তাই তো মনে হইতেসে। :))
সাতেও নাই, পাঁচেও নাই
এই নতুন জামাইয়ের দল, আমার বাসার গ্যাস নিয়া চিন্তা করা লাগবো না, নিজেরা কেমনে রানবা এই চিন্তা কর। গ্যাস তো গ্যাস, কয়লাও জুটবো বইলা মনে হয় না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই কি বায়োগ্যাস প্ল্যান্ট বসাইছেন?
কেন ফয়েজ ভাই, বাসায় গ্যাসের লাইন আসছে?
=))
লিভারপুল এর জয়ে লিভার পুল(pull) করা অভিনন্দন এহসান ভাইকে। চান্দা চাওয়ার জন্যে এহসান ভাইরে একদিন ফোন দিমু কীনা ভাবতেসি।
সাতেও নাই, পাঁচেও নাই
লিভার পুল(pull) করা অভিনন্দন..... 😀
ওয়াও আর্সেনাল :awesome: :awesome: :awesome:
হায় লিভারপুল :grr: :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷