ক্যাডেট নম্বর ৯৯৯

রুম্মানকে ডেকে বললাম, আজ লাবলু ভাইয়ের জন্মদিন। উইশ করছিস?
ও ভয়ে চোখ মুখ এক করে বললো, এতো রাতে এমএমএস পাঠবো? ভাইয়া যদি কিছু মনে করে।
ষোল বছর আমার সঙ্গে থেকেও গর্দভটা কিছু শিখতে পারলো না। আরে ব্যাটা জন্মদিনের এসএমএস পাঠাবি, তাও আবার ক্যাডেট কলেজের বড় ভাই। সেটার আবার রাত-বিরাত কী! পরে অবশ্য আমার ধমক-টমক খেয়ে ও রাত ১২-৩০ টার দিকে সাহস করে লাবলু ভাইকে ‘হেপ্পি বাড্ডে’ লিখে দিল।
ফেসবুকে দুনিয়ার সব মেয়েদের সঙ্গে টাংকিবাজি করে, লাইট-টাইট অফ করে আমি যখন কম্বলের নিচে শুয়ে পড়েছি তখন আমার মনে হল, আরে আমি নিজেই তো ভাইয়াকে উইশ করিনি! অন্ধকারে মোবাইল হাতড়ে ঘড়ি দেখলাম। রাত ৩-১৫ মিনিট। হঠাৎ মনে হল, এতো রাতে এমএমএস পাঠবো? ভাইয়া যদি কিছু মনে করে। 😛
কিন্তু উইশ না করে শান্তি পাচ্ছিলাম না। সাহস করে আমিও ছোট্ট করে ‘শুভ জন্মদিন’ লিখে দিলাম। মেসেজ ডেলিভার্ড। তারপরই হঠাৎ মনে হল, নাহ শুধু এসএমএসে হবে না। উঠে লাইট জালিয়ে পিসি অন করতে হল। ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যাডেট কলেজ ব্লগ ডট কম।

নামের পাশে কলেজে অবস্থান সময়কাল দেখে আমি শুরুতে ভয় পেয়ে যেতাম। যে বছর তিনি ক্যাডেট কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন আমার জন্মই হয়েছে তার বছরখানেক পরে। তবে এই ব্যবধানটা শুধুই বয়সের। মনের দিক থেকে তিনি আমাদের মতোই চিরতরুণ (কাইয়ূম ভাইয়ের কথা আলাদা ;;; )। আমাদের মতোই কলেজে তার সময় কেঁটেছে হাউজের পাশের পাহাড় চূড়ায় বন্ধুদের সাথে আড্ডা মেরে, কলেজের চাপাতি নামক রুটিতে তারও আমাদের মতোই বিতৃষ্ণা ছিলো। গভীর রাতেও তারাও আমাদের মতোই খেজুরের রস চুরি করে অ্যাডভেঞ্চার করতেন। ক্যাম্পাসে কোন এক স্যারের মেয়ে যখন সাইকেল চালিয়ে বেড়াতেন তখন প্যাডেলে এক একটা চাপ দেয়ার সাথে সাথে তার হৃদয়ও আমাদের মতোই গুড়িয়ে খান খান হয়ে যেতো। বাইরে তিনি রাশভারী, বড় সাংবাদিক, রেডিও স্টেশনের প্রধান , কিন্তু আমাদের কাছে — শুধুই লাবলু ভাই।

আজ আমাদের লাবলু ভাইয়ের জন্মদিন।
দলে দলে সবাই এবিসি রেডিওতে হানা দিন। (আরে কবিতা লিখে ফেললাম মনে হইতেছে :grr: )

পুনশ্চঃ
১. মাঝখানে শরীর খারাপ করেছে শুনেছি। রুম্মান বললো প্রেশার-ট্রেশারে কী সব সমস্যা হচ্ছে। এবার একটু নিজের যত্ন নিন। অনেক অনেক শুভ কামনা রইলো।

২. অনেক খাওয়া পাওনা হয়ে গেছে। জলদি কেক-কুক খাওয়ান, নইলে সবাইকে বলে দেব আপনার আসল বয়স কত। 😉

৪,৩৯৪ বার দেখা হয়েছে

৯৫ টি মন্তব্য : “ক্যাডেট নম্বর ৯৯৯”

  1. রকিব (০১-০৭)

    প্রিন্সিপাল স্যারকে জন্মদিনের শুভেচ্ছা!!!
    আজীবন এমনই তরুণ-সবুজ থেকে আমাদের ছায়া দিয়ে যাবেন এই প্রত্যাশা করি ভাইয়া!!!
    নেন ইস্পিশাল :teacup: ।
    দারুণ পোষ্টের জন্য কামরুল ভাইকেও :hatsoff:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    হেপি বাড্ডে লাবলু ভাই


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. নঈম (৮৭-৯৩)

    ক্যাডেট সাবধান। :salute:
    প্রিন্সিপাল স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে,
    ::salute:: :party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party:
    Happy Birthday to you,
    Happy Birthday to you,
    Happy Birthday dear Lablu Bhai,
    Happy Birthday to you.
    ইসসিরে কেক আর হাততালির ইমো পাইলাম না, হইলে আরো জমতো।
    শুভ জন্মদিন

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আরে সানাভাইয়ের জন্মদিন!
    একটা প্রিন্সিপাল'স প্যারেড হওনের দরকার আছিল তো!
    হ্যাপি বার্থ ডে সানাভাই। অনেক অনেক শুভেচ্ছা।
    তবে বিড়ি খাওয়া একটু কমান।
    হার্টজনিত কি সব প্রবলেমের কথা শুনলাম...

    জবাব দিন
  5. আহমদ (৮৮-৯৪)

    হ্যাপী বাড্ডে চিরতরুন লাবলু ভাইয়া। :party:

    ক্যাম্পাসে কোন এক স্যারের মেয়ে যখন সাইকেল চালিয়ে বেড়াতেন তখন প্যাডেলে এক একটা চাপ দেয়ার সাথে সাথে তার হৃদয়ও আমাদের মতোই গুড়িয়ে খান খান হয়ে যেতো।

    😡 :dreamy:

    :dreamy:


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    😀

    কেমন ডাকু ডাকু চেহারা নিয়া তাকাই আছে দেখছনি, কামরুল গাড্ডায় আর ছবি পাইলো না 🙂

    কপিরাইট করা বিখ্যাত উইশটা দিমু নাকি ভাবতাছি, ;)) ;))


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. প্রিন্সিপাল প্যারেড হোক। শুভ জন্মদিন সানাভাই।
    প্যারেড ডাইনে দেখবে, প্যারে.......ড ডাইনে দেখ
    ............... ::salute::..............
    ::salute:: ::salute:: ::salute::
    ::salute:: ::salute:: ::salute::
    ::salute:: ::salute:: ::salute::
    ::salute:: ::salute:: ::salute::
    ::salute:: ::salute:: ::salute::
    ::salute:: ::salute:: ::salute::
    ::salute:: ::salute:: ::salute::
    ::salute:: ::salute:: ::salute::

    জবাব দিন
  8. শাওন (৯৫-০১)

    কি ব্যাপার?? বস তো এখনও কেক কুক শিওর করলোনা... 🙁


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  9. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    লাবলু ভাই, বড় হন তাড়াতাড়ি। অন্তত আপনাকে কাম্রুল তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাক আর সেই উপলক্ষ্যে আমরা আগের মত একটা ব্লগ পাই।


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  10. মাহমুদ (১৯৯০-৯৬)

    সানা ভাই,
    শুভ জন্মদিন। ক্রমশঃ বুড়া হইতে থাকেন, কিন্তু আপনার মনটা উলটা দিকে যাত্রা অব্যহত রাখুক।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  11. বজলুর রহমান (১৯৬৩-১৯৬৯)

    শুভ জন্মদিন, সানাউল্লাহ। সময়ের অভাবে আর পিসির উপর অন্যদের একচ্ছত্র দখলদারীত্ব (বুঝতেই পারছ কার!) থাকার কারণে সময়মত শুভেচ্ছা জানাতে পারিনি। সুখী শতায়ু হও।

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      বজলু ভাই, আপনার ভালোবাসা-শুভেচ্ছা আমার মাথায় আশীর্বাদের বৃস্টি। শতায়ু হওয়াটা কঠিন। আমার বাবা বেঁচেছিলেন মাত্র ৫৮ বছর, আর মামা তো আপনার কোর্সমেট। উনি বাঁচলেন আরো কম। যতোদিন বাঁচি, যেন সুস্থভাবে বাঁচি। জীবনটাকে উপভোগ করতে করতেই আনন্দে মরতে চাই তৃপ্তি নিয়ে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন।


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    পোস্টটাতে আরেকজনের প্রতি আমার কৃতজ্ঞতাটা না জানালে এতোসব মন্তব্য অপ্রয়োজনীয় হয়ে যাবে। ছেলেটা চমৎকার একটা মানুষ। স্বপ্নবাজ। ওর জন্য আমাকে আজ সিসিবিতে লগ-ইন করতে হলো। আমার ল্যাপটপে সিসিবি খোলা থাকলেও, প্রায় সব লেখা নিত্যদিন পড়া হলেও অনেকদিন মন্তব্য করা হয় না। কিছু লেখা হয় না। ও এই পোস্টটা না দিলে আজও আমাকে এতো কষ্ট করতে হতো না! (ভাবতাছি পাঙ্গামু কিনা!) নামটা বলতে হবে নাকি??

    কামরুল ১০০টা ফ্রন্টরোল জলদি শুরু করো................ :chup:

    আর আহসানের বিয়ের অনুষ্ঠানের খবরটা মনে না করিয়ে দেওয়ার জন্য জিতু প্যারেড গ্রাউন্ডে ১০বার মটর সাইকেল চক্কর........... জলদি.......... কুইক......... x-(


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  13. সামীউর (৯৭-০৩)
    এইবার আমিই ওরে বিল দেখানোর কামটা নিমু কিনা

    লাবলু ভাই, এই বিল যদি মাস্ফ্যু পেটভরে খাওয়ার পর কোন হোটেলের বিল হয় তাহলে দেখাইয়েন না, যে কেউই অক্কা পাইতে পারে ( হোটেল ম্যানেজার নিজেও)!

    জবাব দিন
  14. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    একই সাথে ভয় পাই, প্রচন্ড নির্ভর করি উনার সবকিছুতেই, বন্ধুর মতো মিশতে পারি নির্দ্বিধায় বয়সে অনেক জুনিয়র হয়েও, অন্ধভাবে শ্রদ্ধা করি আর আরো অনেক অনেক কিছু এই একটা মানুষকেই। ঢাকার বাইরে থাকায় অনেক পরে এসে জানলাম আমাদের সবার প্রিয় লাবলু ভাইয়ের জন্মদিনের খবরটা। দেরিতে হলেও উইশ করলে উনি পাঙ্গা হিসাবে আইস্ক্রিম গোটা দশেক বেশিই খাওয়াবেন জানি, তাই বইলাই ফেলি, শুভ জনমদিন প্রিয় লাবলু ভাই!
    আর,
    উইলাভু লাবলুভাই [কপিরাইট ফুল সিসিবি 😀 ]


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  15. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    প্যারেড গ্রাউন্ড থেইকা ভোর ৫টার সময় এই শীতে যখন চাঁদ দেখা যায় আকাশে,সেই সময়ে ফলইনে দাঁড়ানোর পর কেউ পিটি মাপ কইরা দিলে যেই অনুভূতি হয় সেই অনুভূতিপূর্ণ জন্মদিনের শুভেচ্ছা লাভলু ভাইকে...বহুত দৌড়ের উপ্রে আছি বস- দেরিতে উইশ করলাম দেইখা ক্ষমা-ঘেন্না কইরা দিয়েন... (সম্পাদিত)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।