এই সব ভালো লাগে
(এই সব ভালো লাগে) : জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে
আমারে ঘুমাতে দেখে বিছানায়, — আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল –
এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,
পউষের শেষ রাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে
ফিরে এল; রং তার কেমন তা জানে অই টসটসে ভিজে জামরুল,
নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল; –
পউষের শেষ রাতে নিমপেঁচাটির সাথে আসে সে যে ভেষে
কবেকার মৃত কাক: পৃথিবীর পথে আজ নাই সে তো আর;
তবুও সে ম্লান জানালার পাশে উড়ে আসে নীরব সোহাগে
মলিন পাখনা তার খড়ের চালের হিম শিশিরে মাখায়;
তখন এ পৃথিবীতে কোনো পাখি জেগে এসে বসেনি শাখায়;
পৃথিবীও নাই আর; দাঁড়কাক একা — একা সারারাত জাগে;
কি বা হায়, আসে যায়, তারে যদি কোনোদিন না পাই আবার।
নিমপেঁচা তবু হাঁকে : ‘পাবে নাকো কোনোদিন, পাবে নাকো
কোনোদিন, পাবে নাকো কোনোদিন আর।’
-রূপসী বাংলা
জীবনানন্দ দাশ
————————————————————
শুভ জন্মদিন, প্রিয় কবি।
শুভ জন্মদিন কবি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চাদ আছে আকাশে
তুমি আমার বা'পাশে ...
===
শুভ জন্মদিন কবি।
. :boss: ''চুল তার কবেকার,অন্ধকার বিদিশার দিশা'. 😕 .....এইটা ছাড়া আর কিছু কইতে পারলাম না 🙁
শুভ জন্মদিন,কবি..... :boss:
শুভ জন্মদিন কবি
সাতেও নাই, পাঁচেও নাই
জীবনানন্দ পোলাডারে আমি খুউব ভালা পাই, এই পোলাডা আমার দেশী মানুষ। আমার জীবনের একটা ইচ্ছা হচ্ছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী হওয়া, আর যদি এইডা হইতে পারি, তয় জীবনদারে একটা উপহার দিমু। আ.লীগ "জিয়া বিশ্ববিদ্যালয়"র নাম পাল্টাইয়া করছে "বরিশাল বিশ্ববিদ্যালয়", আমার ইচ্ছা ঐটা হইব জীবনদার নামে "জীবনানন্দ দাশ বিশ্ববিদ্যালয়, বরিশাল" ... ...
দু:খ ... ... স্বাধীনের ৪০ বছর পরও নামকরণ নিয়া কাড়াকাড়ি, অথচ দেশে গুণীজনের অভাব নাই ... ... খালেদা জিয়ারে জিগাইতে মন চায়, "বিএনপির ঘাটি" বরিশালে একটা বিশ্ববিদ্যালয় কইরা হেইডার নাম আবার জিয়ারে দেলা ক্যা ??? মোগো বরিশালে কি নাম দেওয়ার মত কোন কৃতী সন্তান নাই ??? আর হাসিনা আফারে কী কমু ??? জিয়ার নামডা পাল্টাইছ ভাল কথা, বরিশাইল্লা আর কারও নাম কি খুইজ্জা পাও নাই ??? ???
জীবননান্দ দাশ আমার খুব প্রিয় কবি। প্রিয় কবিকে বার্থডে মেট হিসেবে পেয়ে আমি যারপরনাই আনন্দিত 😀
শুভ জন্মদিন জীবনানন্দ দাশ.......
শুভ জন্মদিন মেলিতা তোমাকেও....... 🙂
শুভ জন্মদিন মেলিতা .....
শুভ জন্মদিন ভাবি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ সবাই কে।
আমার জন্মদিন নিয়ে একটা মজার ঘটনা আছে। আমার মামার বিবাহবার্ষিকী ছিলো ১৯ ফেব্রুয়ারী। আত্নীয় স্বজন ২ টা তারিখ মনে রাখার কস্ট থেকে বাচার জন্য আমার জন্মদিন ও ১৯ এ সিফট করে ফেলেছিলো। আমি তো আর জানতাম না, একদিন ১৯ তারিখে অনেক লাফালাফি করছি, হঠাত আম্মু বল্লোঃ লাফাস কেনো?
আমি বল্লামঃ আজকে আমার জন্মদিন।
আম্মুঃ তোর জন্মদিন তো গতকাল চলে গেছে।
আমিঃ তুমি বেশি জানো?
আম্মুঃ আমি মা, আমি জন্মদিন জানবো না? :chup:
কিন্তু ততদিনে আমার এস এস সি এর রেজিস্ট্রেশন হয়ে গেছে ১৯ ফেব্রুয়ারী দিয়ে। তাই যেইবার যেইদিন সুবিধা সেইদিন ভেবে নেই।
=)) :boss:
আপনি আমার সতেরো দিন পরে জন্মাইসেন 😀
শুভ জন্মদিন!
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া।
:party: আফা+ভাবী,ঘরে পার্টি হচ্ছে কি? :party:
:guitar: হ্যাপ্পি বার্থডে ২ ইউ :guitar:
ভাইয়া+দেবরঃ ধন্যবাদ
আলসেমী করে ল্যাব এ যাই নাই।
তাই এই জন্মদিনে এখন পর্যন্ত কোনো জীবিত মানুষের সাথে দেখা হয়নি।
ঘরে বসে বসে orthogonal defect classification এর একটা পেপার পড়তে হচ্ছে।এই বছরেও পড়াশোনা হতে মুক্তি হলো না :((
:party: ভাবী,জীবিত মানুষ লাগবে না,আমরা আছি না?!! 😡
দূরত্ব যতই হোক,সিসিবি-তেই থাকুন :hatsoff: :hug:
শুভ জন্মদিন ভাবী :party: :party:
ধন্যবাদ আপু
শুভ জন্মদিন :party: :party:
চ্যারিটি বিগিনস এট হোম
আমাকে নাকি?...যাই হোক ধন্যবাদ ভাইয়া
শুভ জন্মদিন কবি।
শুভ জন্মদিন ভাবী :party: :party:
ধন্যবাদ ভাইয়া। কোনো পার্টি নাই। বুড়া হয়ে যাচ্ছি 🙁
শিভি জিন্মিদিন কিবি ... :party: :guitar: :party: :guitar:
কেক কোক খাওয়াবে কে? কামরুল-ই খাওয়াক ... কি বলেন সবাই? :goragori: :goragori:
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই, আজকে মেলায় আসেন। খাওয়াবো। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঠিকানাটা ঠিকমত দাও। হাজির হয়ে যাব। :goragori: :goragori:
চ্যারিটি বিগিনস এট হোম
শুভ জন্মদিন হে প্রিয় কবি।
যে জীবন ফড়িঙের, দোয়েলের – মানুষের সাথে তার হয় নাকো দেখা.......
একমাত্র কবি যার কবিতা আমি পড়ি,এমনিতে তো কবিতা দেখলে ডরাই।
শুভ জন্মদিন কবি।
শুভ জন্মদিন কবি;
ভাইয়াকে ধন্যবাদ কবিতাটা পড়ার সুযোগ করে দেয়ার জন্য।
যে কবি না লিখলে আমি হয়তো অনেক অনুভব হারিয়ে ফেলতাম, তাঁর জন্মদিনে আজও শুভকামনা জানাই। শুভ জন্মদিন কবি!...
ভাইয়া পার্টিতে ছুট্টুবন্ধুরা আসবেনাতো
অনটপিক আপিকে শুভ জন্মদিন
অন অনটপিক কামরুলভাইয়া,কবির সব কবিতাগুলোর কোন লিংক বা এড্রেস পাওয়া যাবে কি
কমেন্টটা তো জবাবদিনের নিচেই করছিলাম মনে হয়
অফটপিকটা আছিবভাইরে । x-(
এই লিঙ্কেও অনেকগুলো জীবন বাবুর কবিতা পাওয়া যাবেঃ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জিনাত
এখানে কিছু পাবে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
@ কামরুল ... লিঙ্কটার জন্য ধন্যবাদ ... :hug:
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ আপু। তোমাদের এক সিনিয়র শবনম জেরীন(তোমরা পাও নি মনে হয়) আমার খুব কাছের বন্ধু। তোমার তেলাপোকার সিনিয়র হিসেবে আমি তাকে সন্দেহ করেছিলাম 😀 কিন্তু ও অস্বীকার করলো
এই শবনম জেরীন আপু কি গায়িকা?
এমসিসিতে একবার এমজিসিসির একটা আপু এসে গাইসিলো - ঐ ঝিনুক ফোটা সাগর বেলায় - এখনো মনে আছে গানটার কথা। যতদূর মনে পড়ে তার নামও শবনম জেরীন ছিল 😀
সাতেও নাই, পাঁচেও নাই
এটা আমার পছন্দের গানগুলোর মধ্যে একটা। :guitar:
চ্যারিটি বিগিনস এট হোম
সে গান গাইছে কখনো এই খবর তো পাই নাই, তবে কক্সবাজারএ সৈকতে ওর গলায় এই গান টা শুনেছিলাম
😀
আমি আমার ভুলটা বুঝতে পারসি!
শবনম জেরিন লিটা - এই পুরো নামটা লিখলেই সমস্যাটা সৃষ্টি হইতো না! 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
শবনম জেরিন লিটা?এই আপুটা এসএসসিতে সারা বাংলাদেশ মিলায় প্রথম হইছিলো না??উনাকে আইসিসিএলএমএম-২০০১ এ ডিবেটেও দেখছিলাম 🙂
হা ভাই।
:boss: এই আপুটার জীবন-বৃত্তান্ত পেপারে ছাপা হইছিলো।সামান্য অসুবিধার অজুহাতে আমার মত যারা পড়াশোনায় ফাঁকি দিছে এবং দেয়-তাদের সবার একবার পড়া উচিত ওইটা-আপু লজ্জা পাইতে পারে দেখে সংক্ষেপে দেওয়ার ইচ্ছা থাকলেও দিলাম না।উনাকে অবশ্যই অবশ্যই আমার সালাম পৌঁছায়ে দিবেন কিন্তু!
লিটার সাথে না মিশার আগে সেই ২০০৩ সাল পর্যন্ত আমারো তোমার মত ধারনা ছিলো। কিন্তু ব্যাক্তিগত ভাবে মিশার পর বুঝেছি এইসব লিজেন্ড বা অর্জনের চেয়ে সে অনেক অনেক বেশি ভালো। আমাদের ক্লাসের ৪ টা মেয়ে বুয়েটে সর্বদা একসাথে ঘুরতাম। হলে শুধু ওর সিট ছিলো। আমরা ৪ জন দুপুরে গিয়ে ওর বেড এ রেস্ট নিতাম। ওর রুম ইচ্ছামত অগোছালো করতাম।টুথব্রাশ বাদে তার যাবতীয় সয়সম্পত্তি নিজের মনে করে ব্যাবহার করতাম।ও অনেক গোছালো আর নিয়মানুবর্তী দেখে অনেক পচাতাম 😀 । আমরা ৪ জন জব ও করেছি এক অফিসে। বিভিন্ন রকম গাইগুই করে রোজ ওর হাতের চা খেতাম। যেই পরিমান যন্ত্রনা ওকে বুঝে না বুঝে করেছি তা ভাবলে এখন অবাক হই।
যাই হোক মন্তব্য অনেক বড় হয়ে গেলো। আসলে বন্ধুদের কাছে ঋণ না থাকলে তারা আর বন্ধু কিসের?
:grr: ভালাই অফটপিক মারা শিখছ,কামরুল ভাই এত্ত ভালো কইরা কইল,তাও পারলা না!! :khekz:
🙁 ,ছুট্টূবুন্ধুদের কথা তো কইনাই ভাই, 😕
:just: ভাবীর বাসায় পার্টি হইতাছে কি জিগাইছি
ইয়ে মানে.. :grr: ..বিবিসির খবরে কি এইটা আসবে? 😕
অন এয়ারে পাঠাইয়া দিছি ভাইয়া
🙁 :no: ~x(
এইটা কি করলা!!!
সেন্স অফ রুমার আমারো চরম,তয় তোমার যে কাহিনী শুনছি তাতে তো . :grr: ..ভাই,তুমিই বস :boss:
"কোন দূর কুহকের কূল
লক্ষ্য করি ছুটিতেছে নাবিকের হ্রদয়-মাস্তুল
কেবা তাহা জানে!
আচিন আকাশ তারে কোন কথা কয় কানে কানে!"
"জয়,- তরুণের জয়।
আত্নাহুতির রক্ত কখনো আঁধারে হয় না লয়!
তাপসের হাড় বজ্রের মতো বেজে উঠে বারবার!
নাহি রে মরণে বিনাশ, - শ্নশানে নাহি তার সংহার,
দেশে দেশে তার বীণা বাজে - বাজে কালে কালে ঝঙ্কার!"
যে কবির একটা পংক্তি আমার জীবনের মটো হয়ে দাড়িয়েছে
"মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর?"
শুভ জন্মদিন কবি।
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
শুভ জন্মদিন কবি ও ভাবী.....
অফটপিক:কামরুল ভাই আপনার ফেসবুক আই ডি টা কি পাইতে পারি....??
কামরুল ভাই, তাও ভালো আপনার আইডি কার্ড চায়নাই ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ রিফাত
শুভ জন্মদিন কবি ও ভাবী ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ।
অফটপিকঃ
টেন্ডুল্কার আমার অলটাইম ফেভারিট লিস্টে ১ নাম্বারে।
জ়ীবনানন্দ দাশের একটা কবিতা, আমার খুব প্রিয় স্মৃতি থেকে
মনে পড়ে সেই কোলকাতা ১৩৩০
বস্তীর মতো ঘর
বৌবাজারের মোড়ে দিনমান ট্রাম করে ঘরঘর
আমাদের কিছু ছিলো না তখন, ছিলো শুধু যৌবন
সাগরের মত বেগুনী আকাশে সোনালি চিলের মন
.............................
.............................
.............................
সংসার আজ শিকার করেছে সোনালি চিলেরা হল শিকার
আজ আমি আর কবিতা লিখি না, তুমি ও তো ছবি আকো না আর
তবু শীতের শেষে ফাল্গুনে মাতাল যখন সোনাল বন
১৩৩০ দারিদ্র সেই ফিরে চাই আজ সে যৌবন
ফিরে চাই আজ তোমারে আবার.....
শুভ জন্মদিন কবি ও ভাবী…..
ভাবিকে আগামীকালের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা
ধন্যবাদ ।
গত ১০ বছর ধরেই জম্নদিন ১৮ ও ১৯ দুই তারিখেই হচ্ছে।
এইবার তো আরও জটীল অবস্থা। বাংলাদেশ সময় ১৮ তারিখ রাত ১২ টা থেকে কানাডা টাইম ১৯ তারিখ রাত ১১ঃ৫৯ +এরর মারজিন ধরে প্রায় ১ সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান মালা 😛
শুভ জন্মদিন ভাবীঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাঙ্কু রকিব্বব্বব্বব্বব্বব।
অফটপিকঃ জেসিসি বাচায়ে রাখার উপায় কি? আমার গোলাপ গাছ টা কেন জানি আধমরা ভাব ধরেছে
=)) :khekz: আপি এইটা কি লিখলা? ছোট্টতো চারাগাছ, তুমি ম্যাশ পটেটো রে জিগাইতে পারো। ;;;
গোলাপ গাছের জন্য আমি এখন :just: ফ্রেন্ড কোথায় পাবো ভাবি? 🙁
চারটা উপায় আছে। নিম্নে সংক্ষেপে বর্ণিত হইলোঃ
১. আরসিসি রিলেটেড কাউরে ধইরা আনতে পারেন; জেসিসি বহাল তবিয়তে বেঁচে থাকবে। (উদাঃ মাস্ফ্যুদা)
২. বোধহয় ঠিকমত সূর্যের আলো পাচ্ছে না; আর তাপমাত্রার ব্যাপারটাও কাজ করে। আম্মুর যে কয়টা গাছ ছিলো বাসায়, প্রায় সবগুলাই দুনিয়া ছাইড়া গেছে (আমি ছাড়া); গাছটারে ধইরা নিয়া ল্যাপটুর সামনে আইনা; ল্যাপটুতে এই গানটা ছাইড়া দেন, গাছটা আবার বাঁইচা উঠলেও উঠতে পারে। :guitar:
৩. (এইটা উপকারে দিতে পারে, মাকে দেখেছি এটা ব্যবহার করতে [আমার উপ্রে না]) হোম ডিপো অথবা ওয়ালমার্ট থেকে মিরাকল বলে একটা সার পাওয়া যায়, ওটা কিনে এনে ব্যবহার করতে পারেন। বেশ ভালো কাজে দেয়। :-B
৪. কুনু ঝামেলায় যাবার দরকার নেই। একটানে গাছটা গোড়াসুদ্ধ তুলে, ঐখানে একটা প্লাস্টিকের গোলাপ গাছ রিপ্লেস করেন। :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
৪ নংএর পরিশিষ্ট--- প্লাস্টিকের গোলাপ গাছের বদলে মাস্ফ্যু ভাইরেও রিপ্লেস করতে পারেন। তবে এতে করে আপনার সংসারে খাদ্য-খরচ বৃদ্ধি পাইতে পারে বলে সিসিবি বিশেষজ্ঞগণ আশঙ্কা প্রকাশ করেছেন।
@দিইইইই--- ছোট মরিচের ঝাল বেশি। 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হায়রে গাছ্রে!
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ ছোটভাই। গাছটা আসলে মরা মরা ভাব ধরছে, আমি ১০০% সিওর। আসলে আমি গাছের মানসিক চিকিতসার কথা ভাবছিলাম 😛
তাইলে একটাই সলুশনঃ :just: ফ্রেন্ড। ক্যান!! আপনার ভার্সিটিতে কুনু ডাচ সুন্দরী নাই। মাস্ফ্যুভাই আবার উনাদের ব্যাপক ভালো পান।
অফটপিকঃ আইজকে আমারে কাইটাই ফেলবে মাস্ফ্যুদা। :duel:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =)) :khekz: :khekz: :khekz: :pira: :pira: :pira:
=)) =)) =)) হাসতে হাসতে পুরা পিরা গিয়া মীরা যাইতেছি ভাবী....... =)) =)) =))
ভাইয়া আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছিনা। কবির কবিতা নিয়মিত পড়ব অবশ্যই
আবারো ভুল কইরছ বইন্ডি... =)) :grr:
🙁 কামরুল ভাই আবার তোমারে মোটর সাইকেল চক্কর দেয়ায় কিনা! 😕
x-(
শবনম জেরিন লিটা আপা তো আমাদের কলেজের লিজেন্ড।গর্বের সাথে বলি আমাদের রেড হাউসের হাউসপ্রিফেক্ট ছিলেন।ওনার জীবনকাহিনী সত্যিই অনেক inspiring। লাল সালাম একদম ঠিক আছে ভাইয়া (লাল হাউস কিনা)
একবার না পারিলে দেখ শতবার
লিটা কে চেনার আগে ওকে লিজেন্ড ই ভাবতাম। কিন্তু ব্যক্তিগত জীবনে সে এত ভালো আর লক্ষী যে ওযে আমার খবু ভালো বন্ধু সেই পরিচয় টাই আমার কাছে সবচেয়ে বড়।
কবি ও ভাবী দুইজনকেই জন্মদিনের শুভেচ্ছা 🙂 আমার কাছেও দিনটা ইস্পিশাল, কারণ গত বছর এই দিনেই আমি সিসিবিতে জয়েন করেছিলাম .... মানে আমার সিসিবিসত্ত্বার জন্মদিন আরকি 😀
ধন্যবাদ।
শুভ ব্লগে যোগদান দিবস!