খেলছে সাকিব- জিতছে বাংলাদেশ

২৩ বলে ২২ রান লাগে। বোনাস পয়েন্ট নিয়ে জিতে ফাইনালে উঠতে। ক্রিজে এখনো সাকিব আছে অপরাজিত ৮০ রান নিয়ে। এইমাত্র আউট হয়ে গেছে রকিবুল হাসান কিন্তু তাতে জয় আটকাবে বলে মনে হচ্ছে না। গত ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার দুঃখ কিছুটা ভুলে যাওয়া যাবে আজকের ম্যাচে জিতলে। আসুন সবাই সাকিবের জন্যে করতালি দেই আর জয়ের প্রত্যাশায় প্রহর গুনি।

আপডেটঃ
৭ ওভার বাকি থাকতে বোনাস পয়েন্ট নিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশ ফাইনালে।

৪,১৮০ বার দেখা হয়েছে

৪৫ টি মন্তব্য : “খেলছে সাকিব- জিতছে বাংলাদেশ”

  1. তৌফিক

    কাজ ছিল। সারা রাত ঘুমাই নাই। সকাল ৭ টা বাজে। ধ্যান মগ্ন হয়ে ক্রিক ইনফোর সামনে বসে আছি। F5 টিপে টিপে টেক্সট কমেন্ট্রি পড়ি। জিতে গেল বাংলাদেশ, বোনাস পয়েন্টসহ। সাবাস সাকিব। বাঘের বাচ্চা। 😀

    জবাব দিন
    • কামরুলতপু (৯৬-০২)

      ঐ ব্যাটা গাধা এখানে একটা আওয়াজ দিতি। আমি তো পুরা খেলা নেটে দেখলাম। লিঙ্ক দিয়ে দিতাম তোরে । http://www.cricketlivelinks.com/ এইখানে সবসময় খেলা দেখার লিঙ্ক পাবি। খেলা থাকলেই প্রথমে এখানে গিয়ে একটা ঢু মারবি। আজকে বহুত মজা পাইলাম রে।

      জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    আজকে পুরাপুরি বুজলাম যে আমি আসলেই এক্টা কুফা...আমি পোস্ট দিব দিব কইরাও ভয়ে দেই নাই, আগে দুইদিন কুফা লাগায় দিছিলাম।

    ফাইনালের দিন কামরুল ভাইয়ের পোস্ট চাই।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    স্টেডিয়ামের এত কাছাকাছি সারাদিন কাটায়াও খেলাটা দেখতে পিরলিমনা :(( :((
    সাকিব সবচে ধারাবাহিক ভালো খেলে যাচ্ছে, আশারাফুল গাধাটার অবস্থা আগের মতোই x-( এইটার ফলে আবার আশরাফুলরে সরায়া সাকিবরে বসানির ধান্দা না করাই উচিৎ। এখনি সাকিব কে ক্যাপ্টেন বানায়া ওর ক্যারিয়ারটার অবস্থা বারটা না বাজাইলেই ভালো।
    ফাইনালে হয়তো আরেকটা গোহারা হারুম, কিন্তু চির বিস্মৃতি প্রবণ জাতির প্রকৃষ্ট নমুনা দেখায়া আমি সেটা ভুইলা যামু আবার 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. এহসান (৮৯-৯৫)

    copy n paste from বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

    ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার এখন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে এই স্বীকৃতিই দেওয়া হয়েছে তাকে। গত সপ্তাহে ওয়ানডের সেরা অলরাউন্ডারদের তালিকার তিন নম্বরে ছিলেন তিনি। তবে সপ্তাহ না ঘুরতেই ৩৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে যাওয়ার পথে সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যাল্ডের জ্যাকব ওরাম (৩৬৮) এবং ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফকে (৩৬৬)।

    :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)

    এহসান ভাই,
    টেস্ট অলরাউন্ডারের টপটেন লিস্টেও কিন্তু পিচ্চি ঢুইকা পড়সে...
    আর ওয়ানডে বোলিং এ ১২ নম্বরে...

    পুরা বাঘের বাচ্চা একটা... :thumbup:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।