২৩ বলে ২২ রান লাগে। বোনাস পয়েন্ট নিয়ে জিতে ফাইনালে উঠতে। ক্রিজে এখনো সাকিব আছে অপরাজিত ৮০ রান নিয়ে। এইমাত্র আউট হয়ে গেছে রকিবুল হাসান কিন্তু তাতে জয় আটকাবে বলে মনে হচ্ছে না। গত ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার দুঃখ কিছুটা ভুলে যাওয়া যাবে আজকের ম্যাচে জিতলে। আসুন সবাই সাকিবের জন্যে করতালি দেই আর জয়ের প্রত্যাশায় প্রহর গুনি।
আপডেটঃ
৭ ওভার বাকি থাকতে বোনাস পয়েন্ট নিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশ ফাইনালে।
circinfo koicha jitaly hobay bonus lagbo na
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সাকিব ৮৯ নট আউট।
বাংলাদেশ ১৩৭।
বোনাস নিয়ে জিততে ১১ আর সাকিবের সেঞ্চুরীতেও ১১ রান লাগে। 😀
সরি ফর ইংলিশ, ক্রিকইনফো বলেছে বোনাস লাগবে না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:clap: :clap: :clap: :clap: :clap:
কপিরাইট cricinfo
আর ৩ রান লাগবে, কত বলে বল তো বোনাসে জন্য?
বোনাস নিয়াই জিতবো
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
23.5 Mendis to Naeem Islam, SIX, going, going gone!
23.4 Mendis to Naeem Islam, FOUR,
খেলা শেষ কি মজা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধুর নাইম শালায় টানা ২ বলে ৪ আর ৬ মাইরা জিতাইয়া দিছে। 😀 😀 😀
সাকিবের সেঞ্চুরী হইলো না। বাংলাদেশ জিতে গেছে। 😀 😀
জিতি গেসি
কাজ ছিল। সারা রাত ঘুমাই নাই। সকাল ৭ টা বাজে। ধ্যান মগ্ন হয়ে ক্রিক ইনফোর সামনে বসে আছি। F5 টিপে টিপে টেক্সট কমেন্ট্রি পড়ি। জিতে গেল বাংলাদেশ, বোনাস পয়েন্টসহ। সাবাস সাকিব। বাঘের বাচ্চা। 😀
ঐ ব্যাটা গাধা এখানে একটা আওয়াজ দিতি। আমি তো পুরা খেলা নেটে দেখলাম। লিঙ্ক দিয়ে দিতাম তোরে । http://www.cricketlivelinks.com/ এইখানে সবসময় খেলা দেখার লিঙ্ক পাবি। খেলা থাকলেই প্রথমে এখানে গিয়ে একটা ঢু মারবি। আজকে বহুত মজা পাইলাম রে।
সাকিব একটা মাল
-কপিরাইট আতাহার আলি খান 😀 😀
:goragori: :goragori: :goragori: :goragori:
😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
আতহার আলী'র নামের আগে তো মোঃ ছিল...কবে চেঞ্জ করে কপিরাইট রাখল??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
কামরুল তুমি পোষ্ট দিতে দেরি করছ ক্যান :chup: :chup: :chup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপ্নে দেন নাই ক্যান? :bash: :bash:
দুর আমিতো ভাবছি জিতবো না। ধরা খাইতে চাই নাই।
ওই বেয়াদব সিনিয়র কে প্রশ্ন কর ক্যান? তোমার গাইড কে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সিসিবিতে আমার গাইড ফয়েজ ভাই :-B
আবদুল্লাহ 😛 😛 ।
Life is Mad.
ওই মিয়া আগে থ্রি চিয়ার্স ফর বাংলাদেশ কন। 😀 😀 😀
পাপের প্রায়শ্চিত্ত হইল। জিম্বাবুয়ের সাথে খেলার রিপোর্টও পড়ি নাই রাগে।
:clap:
ইয়াহু!!
টিভিতে গান বাজছে। আসিফের।
বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ
যাও এগিয়ে আমার বাংলাদেশ।
😀 😀 😀 😀
আমিও যাপো :((
কপিরাইট ঃ মাসরুফ ভাই
খেলল সাকিব, জিতল বাংলাদেশ... :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিসিবি তে একমাত্র আমার নামের সাথেই ওর নামের সবচেয়ে মিল... O:-)
খেলা দেখলো সাকেব, জিতল বাংলাদেশ :thumbup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
'ভিউয়ার অব দ্যা ম্যাচ' গোজ টু...সাকেব ভাই... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পোস্ট দিলাম আমি আর এওয়ার্ড দিলি সাকেব ভাই রে। ধুর তোর ব্যাঞ্চাই :grr:
'সাকিব আল হাসান' এর 'হাসান' ত ভাই হবার কারনে এবং পোস্ট দিয়ে বাংলাদেশকে জিতাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারনে কামরুল হাসান ভাইকে, সাকেব ভাইএর সাথে যৌথভাবে ‘ভিউয়ার অব দ্যা ম্যাচ’ পুরষ্কারে ভূষিত করা হল... :clap: :party:
এত্ত বড় একটা লাইন লেখার কারনে আমি আমার ব্যান চাই... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নিজেই নিজের ব্যাঞ্চাওয়াই জুনার ব্যাঞ্চাই 😀 😀
ব্যাঞ্চাইয়ের ব্যাঞ্চাই ~x( ~x(
সংসারে প্রবল বৈরাগ্য!
আজকে পুরাপুরি বুজলাম যে আমি আসলেই এক্টা কুফা...আমি পোস্ট দিব দিব কইরাও ভয়ে দেই নাই, আগে দুইদিন কুফা লাগায় দিছিলাম।
ফাইনালের দিন কামরুল ভাইয়ের পোস্ট চাই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওক্কে done 😀 😀
স্টেডিয়ামের এত কাছাকাছি সারাদিন কাটায়াও খেলাটা দেখতে পিরলিমনা :(( :((
সাকিব সবচে ধারাবাহিক ভালো খেলে যাচ্ছে, আশারাফুল গাধাটার অবস্থা আগের মতোই x-( এইটার ফলে আবার আশরাফুলরে সরায়া সাকিবরে বসানির ধান্দা না করাই উচিৎ। এখনি সাকিব কে ক্যাপ্টেন বানায়া ওর ক্যারিয়ারটার অবস্থা বারটা না বাজাইলেই ভালো।
ফাইনালে হয়তো আরেকটা গোহারা হারুম, কিন্তু চির বিস্মৃতি প্রবণ জাতির প্রকৃষ্ট নমুনা দেখায়া আমি সেটা ভুইলা যামু আবার 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ফাইনাল খেলার আগেই কু-কথা বলার জন্যে কাইয়ুম ভাইয়ের ব্যাঞ্চাই 😉
আল্লাহ আল্লাহ করতাছি কালকের জন্য। স্টেডিয়ামে যাবার ব্যাপক সম্ভাবনা দেখা দিছে এইবার 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
খেলার হাইলাইটস দেখলাম।
সাকিব লাগাতার ভাল খেলছে।
আশা করি এমন করেই খেলতে থাকবে ও।
'সাবাশ বাংলাদেশ'।
:clap:
সৈয়দ সাফী
‘সাবাশ বাংলাদেশ’।
বলেন তো আজকে এই থার্ড সিমার হারামজাদারে কি করা যায়?????মুরালী ব্যাটিং কইরা টিম জিতাইসে এইটা দেখার আগে মইরা যাওয়া ভালো ছিলো
copy n paste from বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার এখন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে এই স্বীকৃতিই দেওয়া হয়েছে তাকে। গত সপ্তাহে ওয়ানডের সেরা অলরাউন্ডারদের তালিকার তিন নম্বরে ছিলেন তিনি। তবে সপ্তাহ না ঘুরতেই ৩৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে যাওয়ার পথে সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যাল্ডের জ্যাকব ওরাম (৩৬৮) এবং ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফকে (৩৬৬)।
:clap: :clap: :clap: :clap: :clap: :clap:
এহসান ভাই,
টেস্ট অলরাউন্ডারের টপটেন লিস্টেও কিন্তু পিচ্চি ঢুইকা পড়সে...
আর ওয়ানডে বোলিং এ ১২ নম্বরে...
পুরা বাঘের বাচ্চা একটা... :thumbup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
http://banglacricketlive.blogspot.com
এইখানে খেলা দেখা যাবে, তবে ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া কাজ করে না
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..