ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০১

কিছুক্ষন আগে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম সপ্তাহ শেষ হইলো। সেই সঙ্গে শেষ হইলো আমাদের সিসিবি ফ্যান্টাসী লীগের প্রথম সপ্তাহের যাবতীয় হিসাব নিকাশ।

প্রথমদিন থেইকাই মেজাজ ব্যাপক খারাপ। অনেক হিসাব-নিকাশ কইরা খেলা শুরু হবার আগের দিন দ্রগবারে বাদ দিয়া এনেল্কা আর ল্যাম্পার্ড দুইটারে টিমে নিছিলাম। কিন্তু হারামি দুইটা প্রথমদিনই আমারে ডুবাইয়া দিছে, গোলের নাম গন্ধ নাই, কোনমতে ৯০মিনিট খেইলাই খালাস। ওইদিকে যারে বাদ দিছিলাম সেই দ্রগবা প্রথমদিন দুই গোল কইরা ব্যাপক পয়েন্ট দিলো লুকজনরে, আমি বইসা বইসা কপাল চাপড়াইলাম। মনে মনে স্বান্তনা দিলাম, ‘যাক কাইলকা টরেস আর জেরার্ড পুষাইয়া দিবে।’ কিন্তু কিসের কী! আইজকা লিভারপুলের খেলা দেখতে বইসা দেখি টরেস আন্দাগুন্দা শট মারতেছে। তাও মন্দের ভালো জেরার্ড একটা গোল দিছিলো, নইলেতো ইজ্জতের ফালুদা হইয়া যাইতো। লিভারপুল হারুক তাতে আমার কোন আফসুস নাই, কিন্তু টরেস হারামি একটা গোলও দিতে পারলো না? এই ব্যাটায় আবার আমার টিমের ক্যাপ্টেন। লুকজনের ক্যাপ্টেন গোল-মোল কইরা ডাবল ডাবল পয়েন্ট দিতেছে আর আমার ক্যাপ্টেন প্রথম খেলায় ৯০মিনিট খালি দৌড়াইলো আর বোতলের চিকন পাইপ দিয়া পানি খাইলো। ধুর, ক্যামনে কী!

fantasy-premier-league-a-fantasy-football-game-for-the-barclays-premier-league_1250452182445

যাউজ্ঞা, এতো কিছুর পরেও সিসিবির ম্যানেজারদের মধ্যে আমার পজিশন খুব একটা খারাপ না। সিসিবির বহু ফুটবলবোদ্ধা, প্রেমিক, বিশ্লেষকদের পিছে ফালাইয়া আমি প্রথম সপ্তাহে ৩য় স্থান অধিকার করিয়াছি। ক্যাম্নে ক্যাম্নে জানি নতুন জামাই রায়হান আবীর ৭০পয়েন্ট লইয়া সবাইরে পিছে ফালাইয়া দিছে! উনার টিম আমি দেখছি, খুব একটা সুবিধার মনে হয় নাই, ফেব্রিগাস হারামিটারে নিছিলো বইলা চামে পয়েন্ট পাইয়া গেছে । সেকেন্ড উইকে ধরা খাবে।

২য় স্থানে আছে সিসিবির গেমস প্রিফেক্ট এহসান ভাই। নতুন জামাইয়ের চেয়ে মাত্র ১ পয়েন্ট কম। প্রথমদিন উনি আমার চেয়ে পিছাইয়া ছিলেন, কিন্তু আইজকা রুনী হারামজাদা গোল কইরা তারে আগাইয়ে দিছে! তারমধ্যে আবার রুনী উনার টিমের ক্যাপ্টেন, ফলে ডাবল পয়েন্ট। আর এইদিকে ম্যান ইউর সাপোর্টার হইয়াও আমি এহসান ভাইয়ের লিভারপুলের টরেসরে ক্যাপ্টেন বানাইয়া বইসা আছি।

৩য় স্থান নিয়া বেশ কাড়াকারি হইছে। শেপর্যন্ত ফুটবলপ্রেমী ও বিশারদ বার্সেলোনার কিংকং, গ্রামীনফোনের রুমকির বাবা তানভীর , আমাদের গোলাপজান ভাবি (এহসান ভাইয়ের বউ ) আর সর্বজনাব কামরুল হাসান এই ৪জন যৌথভাবে ৩য় হইয়া বইসা আছেন। তবে টিমের গতিবিধি দেইখা যা বুঝতেছি এরা পরের সপ্তাহে নতুন জামাই আর এহসান ভাইকে যে কোন সময় পিছে ফালাইয়া দিবে। এই ৪ জনেরই খুব মজবুত টিম।

উলুম্বুস কামরুলতপু চামে দিয়া বামে ক্যাম্নে ৭ম হইলো বুঝতেছিনা। আসলে কপাল, সবই কপাল।
মির্জাপুরের নামকরা ফুটবলার, বিলাডি জিনেদাইন জিহাদরে কালকেও দেখলাম মাত্র ৬ পয়েন্ট, কিন্তু আইজকা ব্যাটা ক্যাম্নে জানি ৫৬ পয়েন্ত লইয়া ৮ম হইয়ে গেছে। আমার ধারনা হারামি কোন সুক্ষ্ম কারচুপি করছে।

কিছু লুকজনের কথা না বললেই নয়, আমাদের ফজু ভাই বহুত লাফালাফি কইরা, নানানজনরে ধইরা ঘুষমুষ দিয়াও কোন কাম বানাইতে পারে নাই। যেই লাউ সেই কদু, ২২জনের মধ্যে ১৪ তম।

রবিনের টিম দেইখাই এহসান ভাই বলছিলো মোটামুটি ভুয়া হইছে। কথা মনে হয় সত্য। রবিন এতো তলে কেনু দোস্ত?

বাকিদের কথা আলাদা কইরা আর কিছু বললাম না। আপনারা ছবিতে দেইখা লন, কে কোথায় আছে। একজনের কথা না বললেই নয়, সবার নিচের লুকটারে খিয়াল করেন, উনি আমাদের ‘কী বলেন কাইয়ুম ভাই।’ প্রথম দিনই দুধভাত হইয়া গেছেন। এখন স্বয়ং ম্যারাডোনা আইসা খেল্লেও উনারে রেলিগেশন থেইকা বাঁচাইতে পারবে বইলা মনে হয় না। উনার জন্যে খাস-দিলে সবাই দোয়া কইরেন।

সামনের সপ্তাহের জন্যে টিমে যে যা বদলাবদলি করতে চান কইরা লন, সময় কিন্তু বেশি নাই।

৭২ টি মন্তব্য : “ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০১”

  1. এহসান (৮৯-৯৫)
    আমার এন্টিক মোবাইল সেট টা আজকে বিডি টাইম ছয়টায় একটা কল চলাকালীন সময়ে ইন্তেকাল করছে

    মাঝখানে আমি ধৈর্য পরীক্ষা দিয়ে গেলাম।

    বাংলার মানুষ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এই কামতাজীয় অপবাদের জবাব দেবে

    এইতো স্পিরিট।

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    শালার ভাই ক্যারাগাররে নিলাম, একটা পয়েন্টও দিল না। হাল সিটির জিওভান্নিরে নিলাম, ওরে নামাইছে খেলার ৭৭ মিনিটে। x-( নাহ্‌, দুনিয়া থেইক্যা ইনসাফ উইঠ্যা যাইতেছে।

    আমারও মনে হয় কাইয়ূম ভাইয়ের মত ওয়াইল্ড কার্ড নিয়া নামতে হইব। বেকুবের মত খেলার নিয়ম-কানুন না পইড়া শুধু এই সপ্তাহের জন্য টিম সিলেক্ট করছি। এজন্য আর্সেনালের একটারেও নেইনাই। 🙁

    যাউজ্ঞা, নতুন প্রত্যয় নিয়ে আবার টিম সিলেক্ট করতে হবে। কি বলেন কাইয়ূম ভাই? :grr: :grr:

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    ফ্যান্টাসী লীগে আমার পারফর্মেন্স বরাবরই সেই রকম,তাই আমার এই অবস্থা খুব একটা অপ্রত্যাশিত না 😛 শেষ মুহুর্তে দ্রগবার জায়গায় আনেলকা আর জেরার্ডের ইঞ্জুরির কথা ভেবে ওর জায়গায় ল্যাম্পার্ডরে নিছিলাম ~x( ~x( তবে ব্যাপারনা আরো ৩৭টা করে খেলা বাকি, বহুত দিন সামনে পড়ে আছে... কি বলেন কাইয়ূম ভাই :grr: )

    তবে আর্সেনালের খেলা দেইখ্যা ফ্যান্টাসী লীগের সব দুঃখ কষ্ট ভুলে গেছি, কি দেখাইল 😀 GO GUNNERS

    (লিভারপুল মনে হয় বেনিতেজরে বাদ দিয়া এহসান ভাইরে ম্যানেজার রাখলে আরো ভাল করতো, ১ম ম্যাচেই যেভাবে ধরা খাইল 😛 )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. সামি হক (৯০-৯৬)

    চ্যাম্পিওনস নাম দিয়ে আমি দেখি এখন রেলিগেশন ফাইট দিচ্ছি :(( :(( ...আজকে আবার কয়েকটা প্লেয়ার বদলায়ে -২০ করে রাখসি :(( :(( ...নেক্সট রাউন্ডে আমি লাস্ট :((

    জবাব দিন
  5. আমিন (১৯৯৬-২০০২)

    আমি এমনিতেই একটু চাপের উপর আছিলাম। একদিকে বিসিএস আরেকদিকে মাস্টার্সের ঠেলায়। তারপরেও আমি মিড টেবিলে আছি। ব্যাড লাক পাঁচ ডিফেন্ডার নিমু ভাবছিলাম। শেষ মূহুর্তে আপসন রে বসাইছি আর ওি হালা গোল ক্লিনশীট সহ ১২ পয়েন্ট। আর রেলিগেটেড টিমের ব্ল্যাংক তো যা দেখাইলো। আর এহসান ভাইয়ের টরেসরে ক্যাপ্টেন রাইখআ আমিও মারা। ব্যাপার না। সামনে ধরতাসি।
    কী বলেন কাইয়ুম ভাই?

    জবাব দিন
  6. হাসান (১৯৯৬-২০০২)

    @ কামরুল ভাই......রিবিন ভাই এর টিম রে আহসান ভাই ভুয়া বলে নাই......আরেকটা জুনিয়রকে বলছিল। আর দুই মাস পর দেখবেন রিবিন ভাই এর টিম বেস্ট ফাইভে চলে আসবে।

    @ আমিন.......তুই মাস্টার্স কিসে করতেছিস? বিসিএস কেমন হইছে?

    তবে এহসান ভাই কে ধন্যবাদ দিতেই হয় এই জিনিস শুরু করার জন্য।

    জবাব দিন
  7. রবিন (৯৪-০০/ককক)
    রবিনের টিম দেইখাই এহসান ভাই বলছিলো মোটামুটি ভুয়া হইছে। কথা মনে হয় সত্য। রবিন এতো তলে কেনু দোস্ত?

    আমার টীম রে ভাই ভুয়া বলে নাই। আর সবে তো শুরু। আগে আগে দে কি হয়। এই উইকের রিভিউ দে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।