যতই কপাল কুচকাই, বেশ কিছু বাংলা সিনেমার গান আছে অসাধারণ। আবদুল জব্বারের ওরে নীল দরিয়া এখনো যতবার শুনি মুগ্ধ হই। আবিদা সুলতানা যখন গায় বিমূর্ত এই রাত্রি আমার-মনটাই ভরে যায়। আমজাদ হোসেনের লেখা আর সামিনা নবীর গাওয়া একবার যদি কেউ ভালবাসতো বাংলা গান জগতের সেরা একটি গান। শ্যামল মিত্রের গাওয়া চেনা চেনা লাগে তবু অচেনা গানটি কখনো কেউ কি ভুলতে পারবেন? সাবিনার একটা গান আছে অন্তর আমার করলাম নোঙ্গর-কেউ কী শুনেছেন?
এখানে দিলাম ১০টি গান। পাওয়া গেছে এমন পছন্দের গান এই ১০টি। বিমূর্ত এই রাত্রি আমার বা চেনা চেনা লাগে কারো লাগলে সেটাও দেওয়া যাবে।
১. আমি যে আধারের বন্দিনী………সূর্যকন্যার এই গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। আলমগীর কবিরের ছবিটাও ছিল চমৎকার।
২. ভালবাসার মূল্য কতো…….আজাদ রহমান মূলত সুরকার। কিছু গানও গেয়েছিলেন। এপার ওপার ছবির এই গানটা আগে প্রায়ই ছায়াছন্দে দেখানো হতো।
৩. এই মন তোমাকে দিলাম.…..সাবিনার এই গানিট আমার সব সময়ের পছন্দের। রোজিনার গলায় গানটা। ছবির নামটা ভুলে গেছি।
৪. কতো কাঁনলাম কতো ডাকলাম আইলা না……….ভাত দে ছবির গান। এই গানটা আবার তপন চৌধুরীর গলায়ও আছে। তবে রেকর্ডিং ভাল সৈয়দ আবদুল হাদীরটারই। খুবই পছন্দের একটা গান।
৫. মনেরও রঙে রাঙাবো……মাসুদ রানা নিয়ে একটা ছবি হয়েছিল। বিস্মরণ গল্পটা থেকে। সেই ছবির গান। সেলিনা পারভিনের গাওয়া। গায়িকা আজাদ রহমানের বউ। চমৎকার এক গান।
৬. পাখিটা বন্দী আছে.……….আমি এখনো মনে করি মমতাজের গলায় সেরা গান এটি। মাটির ময়না ছবিতে ব্যবহার করা হয়েছিল।
৭. পথে পথে দিলাম ছড়াইয়া…………কলিম শরাফীর এই গানটা যত শুনি ততই ভাল লাগে। সম্ভবত নদীও নারী ছবিতে এটা ব্যবহার করা হয়েছিল।
৮. সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে……..রথীন্দ্রনাথ রায়ের এই গাটনা ফকির মজনু শাহ ছবির। অসাধারণ একটা গান।
৯. তুমি যে আমার কবিতা………..সম্ভবত আবির্ভাব ছবির গান। মাহমুদুননবী ও সাবিনা ইয়াসমিন। অসম্ভব সুন্দর একটা গান।
১০. তুমি কখন এসে দাঁড়িয়ে আছো………আমার কাছে সেরা রোমান্টিক গান মাহমুদুন নবীর এই গানটি। অসাধারণ কথা, তেমনই সুর ও গায়কী।
:-B
:clap:
পোস্টটা মুছতে চাই। লিঙ্কগুলা আসে নাই। কেমনে মুছে??
পোস্টগুলা না মুছে এডিটে গিয়ে লিংকগুলা এখন যোগ করে দেন। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
কোনোটাই তো হইতাছে না।
শেষ পর্ডন্ত হইলো
:thumbup:
সবগুলো গানই চমৎকার। আগের দিনের ছবির গান মনে হয় বেশির ভাগই অসাধারন। আরেকটা গানের লিঙ্ক দিলাম আয়নাতে ঐ মুখ
হুমমম. এই গানটাও সুন্দর। মাহমুদুন নবী আমার খুবই পছন্দের।
নাহ্, আমার আর ভাত থাকলো না!! ~x( এরপর আমি ফিলিম নিয়া পোস্ট নামামুই.......
:duel: :duel: :duel:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খেইপেন না। আপনার অনুপ্রেরণা পাইয়াই তো দিলাম পুস্টটা।
বাসায় নেটের যেই স্পীড- গানগুলা শুনার চেষ্টা করলাম না। কাল অফিসে গানগুলা শুনে কমেন্ট করব ভাইয়া। 🙂
ঠিকাছে। বেমন লাগলো বইলো।
বিমূর্ত এই রাত্রি আমার
বস এই গানটা একদিন শোনান।
বিমূর্ত এই রাত্রি আমার - এই গানটা ভূপেন হাজারিকা গান নাই? কে আগে - ভূপেন, না আবিদা?
এটা মনে হয় আলমগীর কবিরের 'সীমানা পেরিয়ে' ছবির গান।
গেয়েছেন আবিদা সুলতানা,
মুল অসমীয়া কথা ও সুর - ড. ভুপেন হাজারিকা।
কথা বাংলায় অনুবাদ- শিবদাস বন্দোপাধ্যায়।
ভুপেন হাজারিকার গলায়ও আছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল দিছে দেখলাম। ধন্যবাদ কামরুল।
এই গানটা দুজনের গলায়ই আছে। এই ছবির আরেকটা গান হলো মেঘ থম থম করে।
ভাইয়া,
৭ নং গানটা মানে কলিম শরাফির গানটা ''সুর্যস্নান'' ছবির।
মাসুম ভাই, মাসুদ রানার ছবিটার নাম কি ??
ছবিটার নামই মাসুদ রানা। সোহেল রানা, কবরী, অলিভিয়া ছিল ছবিটায়। ডিভিডি কিনতে পাওয়া যায়।
আহা ! অলিভিয়া ! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
গানের টপটেন করা আমার বেলায় অসম্ভব...কয়দিন এইটা ভালো লাগে তো কয়দিন ওইটা... 😕 😕
আপনার গান সবগুলাই অসম্ভব সুন্দর....বিশেষ করে ১০ নাম্বারটা আমারও অলটাইম ফেবারিট... :thumbup: :thumbup: :thumbup:
আর ইদানীং কালের সিনেমাগুলারও কিছু ভালো ভালো গান আছে তো...পছন্দ হয় নাই?? ;;) ;;)
ইদানীং কিছু গান ভাল। পছন্দ হয়। তবে তেমন বেশি শোনা হয় না।
আর টপ টেন করা সম্ভব না আসলেই। নেটে পেয়েছি এমন ১০টা পছন্দের গান দিছি।
"চাকভুম চাকভুম চাঁদনী রাতে" - গান্টাবাদপর্ছে :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
যৌবনামার্লাল্টমেটো গান্টাও বাদ... :no: :no:
এইগুলা পাইলে আমারেও দিও। 😛
'নয়নের আলো' ছবিতে এন্ড্রু কিশোর/সাবিনা ইয়াসমিনের র গাওয়া 'আমার সারা দেহ খেয়ো গো মাটি'।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দেহ খাওয়ার গান্টাও ভালই ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাটি পোলাটা এত খ্রাপ!!পুরা বডি খাওয়ার কি দরকার!! 😡 😡
মাটি যে পোলা এইটা তোরে কিডা কইল ... x-(
ভাইব্বা দ্যাখ, মাইয়া হওয়ার সম্ভাবনা উড়িয়া দেয়া যায় না ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 ~x(
এখানে আবার কী হচ্ছে? কে কারে খায়?
মাটি মাইয়া হবার সম্ভাবনাই বেশি... ঐ নামে আমি দু'একজনরে চিনিও 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রিয়তে রাখলাম । ভাইয়া গান গুলা আরো ভাল কোয়ালিটি তে পাওয়া যায় না ? খাইতে দিলে শুউতে চাই 😀
মাসুম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ... এই সুন্দর গানগুলোর জন্যে। 🙂
গান ছাড়া কিছু ভাবা যায়? 🙂
মাসুম ভাই ৯নাম্বার গানটা তুমি যে আমার কবিতা সম্ভবত দর্পচূর্ণ সিনেমার গান। রাজ্জাক কবরী জুটির।