কোন দূরদূরান্তে পড়ে রয়েছো
বৃষ্টি দ্যাখোনা কতকাল,
কতকাল শোনোনা ঝমঝম বরিষণ
আজ তোমার বাড়ি যাবার পথে তাই
কিনে নিয়েছি
এক বাক্স উৎকৃষ্ট বৃষ্টি।
ভেজার একটা উপলক্ষ আজ
আমরা জুটিয়ে নেবো ঠিক —
ইদানিং আমাদের এদিকেও
বৃষ্টি হয়না আগের মতো
মনমতো যখন তখন;
প্রিয়জনকে উপহার দেবার জন্যে
কিনে নিতে হয় চড়াদামে,
কাঙ্খিত কণাগুলো হঠাৎ পেয়ে
ভীষণ আচ্ছন্ন হয়ে পড়ে সবাই
বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু যেন
শুনতেই পায়না তারা,
ফলে বাজারে এদের চাহিদা
বেশ বাড়তি আজকাল।
আজ বহুদিনে পর আমাকে
দরোজায় দেখতে পেয়ে
তোমার দু’চোখ ছাপিয়ে
অশ্রুপাত হবে নির্ঘাত —
পেছনে লুকনো
দু’হাত সামনে এনে
তোমার হাতে যখন তুলে দেবো
পুরো একবাক্স রিমঝিম বৃষ্টি
তখন কি চোখ মুছতে মুছতে
গোপন করে নেবে উদগত উচ্ছাস,
কপট অভিমান তুলে এনে কন্ঠে
ইনিয়ে বিনিয়ে বলবে —–
‘এতদিন পর এলে,
ঝমঝম বর্ষণ না এনে
আনলে শুধু রিমঝিম?’
আপনি অদ্ভুত লেখেন। আমার মনে হয় কবিতা আপনার আরো সিরীয়াসলী নেয়া উচিত। বই বের হলে আমি ৫ তা কিনবো।ফ্লপ খাবেন না ফর সিওর।
(বলতে ভুলে গেছি।আমি বই দেয়ার মতো চিনি ৪ জন কে)।
গ্রেট!!!!
ভাবতে হচ্ছে তাহলে ব্যাপারটা নিয়ে।
থ্যাংকস!!
২য় হবার গৌরব অর্জন করেছি
ঐ :thumbup:
বৃষ্টি ফ্রি ছিল না বোধ হয় কখনই। আগে না বলতে শুনতামঃ "আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে"। 😉
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
বাহ, দূর্দান্ত পর্যবেক্ষন। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঠিক বলেছো নীল।
:clap:
এমন করে কেমন করে লেখেন ? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হেই ছেলে,
খুবই বিব্রতবোধ করতেসি তোমার কথায়।
তুমি নিজে এত ভালো লেখো।
তাছাড়া আমাকে দিয়ে লেখালেখিটা
আর সম্ভব না, এটা বুঝে গেসি বেশ।
তাই এরকম হালকা চালে লিখি,
টাইম-পাস আর কি! 😉
রিমঝিম... ঝমঝম... :clap:
নূপুর ভাই,
আপনে এতো ভালো ভালো (না, খ্রাপ খ্রাপ :chup: ) কবিতা কেনো লেখেন? আপনে তো বস আমারে কবিতা-পাঠক বানায়া ফালাইতাছেন। এই জন্য আপনার ব্যান চাই। :grr: আর এতো এতো ভালো কবিতার লেখকের ব্যান চাওয়ার কারনে আগে আমার নিজেরই ব্যান চাই। :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
তোমারে কবিতা-পাঠক বানানোর অপরাধে নিজেই
নিজের ব্যান চাইলাম।
একটা উপমাই মনে আসছে, "অসাধারণ" :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাইয়া। অসাধারণ! :boss: :boss:
পুরা কবিতাটাই চমৎকার!
আপনার কবিতাগুলায় পাঁচতারা না দিয়ে পারা যায় না ভাইয়া।
কোপানি হইছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার খুব ভালো লাগছে যে লেখাগুলো একেবারে
অপ্রিয় হচ্ছেনা।
পাঠকের প্রতিক্রিয়া জানার জন্যে
আমি উন্মুখ হয়ে থাকি,
কিছুটা ভালো লাগলেই বর্তে যাই।
😀 😀
এতো ভদ্রতা করায় নূপুর ভাইয়ের ৩ দিনের জন্যে আজীবন ব্যান চাই 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কবিতাটা প্রথমে পড়িনি। কবিতার চেয়ে কবিতা পাঠকদের প্রতিক্রিয়াই সাধারণত বেশি ইন্টারস্টিং হয়। সেগুলো পড়তে গিয়ে দেখলাম অনেক প্রশংসা। তাই কবিতাটা পড়লাম। পড়ে মুগ্ধ।
বহুকাল কবিতা পড়ে মুগ্ধ হতে পারি না এবং ছোট ভাই কবি বলে কবিদের ভয় পাই।
নুপুর ভাইকে ভয় পাচ্ছি না। মুগ্ধতা জানাচ্ছি।
মোস্তফা মামুন
মামুন,
তোমার মুগ্ধতা মাথা পেতে নিলাম।
আমাকে যখন ভয় পাচ্ছোনা,
তখন আরো শিওর হইয়া গেলাম:
আমার আর কবি হওয়া হবেনা।
আমি কিন্তু তোমার লেখার একজন মুগ্ধ পাঠক।
এই কবিতা আমি এত পড়ে পড়লাম ক্যাম্নে। 🙁 :bash:
খুব ভালো লাগসে। খুব।
সাতেও নাই, পাঁচেও নাই
:hatsoff:
মুখস্থ করে রাখলাম যাতে একদিন কাজে লাগাইতে পারি 🙂
🙂
সুপ্রিয় নুপুরদা,
এই কবিতা টা পড়ে এছাড়া ভাল কোনো সম্বোধন খুজে পেলাম না।শুধু শব্দ দিয়েই যে মানুস কে আপন করে ফেলেন আপনি।
তোমার মন্তব্যে অভিভূত হলাম!
🙂