অদ্ভূত মুগ্ধতা নিয়ে শুনি সাবিনার গলায় “সুন্দর সুবর্ণ”

আরেকটি অসাধারণ গান। দেশ নিয়ে। মনটাকে এক অদ্ভূত মুগ্ধতায় নিয়ে যায়। “সুন্দর সুবর্ন তারুণ্য লাবন্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য/ আমার দুচোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য”।

সাবিনা ইয়াসমিনের দারুণ মিস্টি গলায় গানটি প্রাণ পেয়েছে। শুনতে শুনতে যেন গোটা দেশটা চোখের সামনে ভেসে বেড়ায়। আমার ভীষণ প্রিয় গান।

Sundor Suborno : Sabina Yasmin

২,৪৪৮ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “অদ্ভূত মুগ্ধতা নিয়ে শুনি সাবিনার গলায় “সুন্দর সুবর্ণ””

  1. সাব্বির (৯৫-০১)

    পুরা দৌড়ের গাড়ীর গান।
    শুনলে পরানডা ঠান্ডা হইয়া যায়।
    সাবিনা ইয়াসমীন কে :salute: :salute:
    সানা ভাইকে :hatsoff: সুন্দর একটা গান আবার মনে করিয়ে দেবার জন্য।

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমার ইদানিংকালের প্রিয় একটি গান মিনারের "সাদা"। রাত দুইটায় বাসায় ফিরতে ফিরতে গাড়িতে ফুল ভলিউম দিয়ে শুনতে দারুণ লাগে। পরবর্তীতে ওটা পোস্ট করবো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ছোটবেলায় এক আপুর গলায় গানটি প্রথম শুনেছিলাম...কোন এক দিবসে উনি গানটি গেয়েছিলেন... :-B

    অদ্ভূত সুন্দর এক গান... :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।