আরেকটি অসাধারণ গান। দেশ নিয়ে। মনটাকে এক অদ্ভূত মুগ্ধতায় নিয়ে যায়। “সুন্দর সুবর্ন তারুণ্য লাবন্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য/ আমার দুচোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য”।
সাবিনা ইয়াসমিনের দারুণ মিস্টি গলায় গানটি প্রাণ পেয়েছে। শুনতে শুনতে যেন গোটা দেশটা চোখের সামনে ভেসে বেড়ায়। আমার ভীষণ প্রিয় গান।
Sundor Suborno : Sabina Yasmin
বড় ভালো লাগলো 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার আম্মার প্রিয় গান 😀
:hatsoff: তোমার আম্মার জন্য।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমারও খুব প্রিয় গান :shy:
ধন্যবাদ সামিয়া।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সামিয়া তাইলে পোলার নাম নাজমুল রাইখো ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমি ব্যান আছি ....তাই হাসলাম না :no:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
কি শুনাইলা তাইফুর ভাই? জুনা তো ফেল মাইরা যাইতাছে!!
:grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: =)) =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
সকাল থেইকা অনেকবার এই পোস্টে ঢুকছি শুধু তাইফুর ভাইএর এই কমেন্টটা পড়ার জন্যে। প্রতিবার দম ফাটায়া হাসি আসে। :khekz: :khekz: :khekz:
আমি এখন দেখলাম, আর সাথে সাথেই পিরা গেছি :khekz: কেউ যদি আইস্যা এখন না তুলে আমারে তাইলে ডিনারের আগে ভাগেই মিরা যামু সিউর :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
পুরা দৌড়ের গাড়ীর গান।
শুনলে পরানডা ঠান্ডা হইয়া যায়।
সাবিনা ইয়াসমীন কে :salute: :salute:
সানা ভাইকে :hatsoff: সুন্দর একটা গান আবার মনে করিয়ে দেবার জন্য।
আমার ইদানিংকালের প্রিয় একটি গান মিনারের "সাদা"। রাত দুইটায় বাসায় ফিরতে ফিরতে গাড়িতে ফুল ভলিউম দিয়ে শুনতে দারুণ লাগে। পরবর্তীতে ওটা পোস্ট করবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়ে মানে লাবলু ভাই সঙ্গে কি গানের কথা গুলি দেয়া যায়? 😛
সাদা'র কথা কাল দেবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হায় হায়,বেয়াদপি কইরা ফালাইছি তো মনে হয়, মিনারের “সাদা” গানটা তো আগেই ফয়েজ ভাইয়ের ধুলোমাখা শহর, ধুলোমাখা স্মৃতি - ০২ এর কমেন্টে পোস্ট করছিলাম। ভেরি ভেরি সরি ভাইয়া... ~x(
কয়েকটা :frontroll: :frontroll: :frontroll: দিয়া লই আগে ভাগেই :awesome:
দিলা আমার একটা পোস্ট কমাইয়া!! কেম্নে কি? :frontroll: দিতেই থাকো। তাইলে বব মার্লির "গেট আপ স্ট্যান্ড আপ" দিমু নি? সেই বিপ্লবী বয়স থিক্কা এইডা আমার প্রিয়। অহন মুবাইলে ওয়েলকাম টোন। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
গান নামে একটা ক্যাটাগরি করে দিলে সুবিধা হবে। তাহলে এক সাথে সব পোস্ট খুঁজে পাওয়া যাবে। মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।
ছোটবেলায় এক আপুর গলায় গানটি প্রথম শুনেছিলাম...কোন এক দিবসে উনি গানটি গেয়েছিলেন... :-B
অদ্ভূত সুন্দর এক গান... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা , তুই সাবিনা ইয়াসমিনের ভাই এটা আগে বলবি না c)
~x( ~x(
:thumbdown: :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমার বেশি পছন্দ সাবিনার গলায় জন্ম আমার ধন্য হলো গানটা।
ওইটাও অসাধারণ।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"