গত জুন মাসে বা-পায়ে একটা ‘ইনফেকশন’ নিয়ে কিছুদিন বাসায় বিশ্রাম আর কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। সে সময় সামুতে প্রকাশিত আমার একটা পোস্টে জিহাদ এসে মন্তব্য করলো :
“১৬ জুন : ভাইয়া আপনি অদ্ভুত সুন্দর লিখেন। আমাদের ক্যাডেট কলেজ ব্লগে আপনাকে না পেলে কিন্তু খবর আছে!!!!
লিংকটা দিয়ে দিলাম : http://cadetcollegeblog.com”
এরকম দাবি নিয়ে বলা! সত্যি বলছি ভীষণ ভালো লেগেছিল। লিংক ব্রাউজ পেলাম সিসিবি। কিন্তু ব্লগাতে গিয়ে স্বস্তি পাই না। কারণ ওখানে বিজয় নাই। একইদিন আরেকটা পোস্টে ও লিখলো :
“১৬ জুন : জিহাদ বলেছেন: আপনার ক্যাডেট নং টাকে রীতিমত হিংসা হচ্ছে!!
আরো দুইজন কে হিংসা করতাম। ক্যাডেট নং ২০০০। আমার ব্যাচ মেট, হাসনাইন। ও এখন আর্মিতে আছে।
আরেকটা ১৯৭১। আমাদের ব্যাচের সবার প্রিয় মুখ, রেজা। এসএসসি’র ছুটিতে পানিতে ডুবে মারা গেল। সব দৌড়ে সবার আগে ওর বলিষ্ঠ দেহের ছায়া দৌড়াতো। জীবনের দৌড়েও সবার আগে চলে গেল…
যাই হোক। অনেক কিছু জানলাম যেটা জানা ছিলনা। অনেক অনেক ভাল্লাগলো… আরো লিখুন। মাঝে মাঝে এসে পড়ে যাবো। আর আমাদের ব্লগে আপনাকে অবশ্যই চাই। এখানকার লেখাগুলোই আমাদের ব্লগে দিয়ে দিবেন প্লীজ।
ভাল থাকবেন।”
আসলেই অনুপ্রাণিত হয়েছিলাম। ছোটভাই লিখলো বলে কি হয়েছে। তো সিসিবিতে আসি যাই, কিন্তু একে ‘ইউজার ফ্রেন্ডলি’ মনে হয় না। ভাবি থাকি সামুতেই। হাসপাতালের বেডে শুয়ে লিখলাম আরেকটা পোস্ট। জিহাদ সেখানে এসে আবার মন্তব্য করলো :
“২৪ জুন : ভাইয়া আপনার এই লেখাটা আমাদের ব্লগে ড্রাফট হিসেবে সেভ করা ছিল। এই জন্য ভেবেছিলাম হয়তো বা লেখাটা সম্পূর্ণ নয়। আজকে এখানে দেখে ড্রাফট টাই পাবলিশ করে দিয়েছি।
আর আপনি যদি অনুমতি দেন তো আগের দুটো লেখাও পোস্ট করে দেই?”
স্বাভাবিকভাবেই অনুমতি দিলাম। জিহাদই আমার প্রথম তিন-চারটা পোস্ট সিসিবিতে প্রকাশ করলো। হাসপাতাল থেকে ফিরে এসে সামু আর সিসিবিতে ঘুরাঘুরি করি। কখনো সামুতে লিখে দুই জায়গাতেই প্রকাশ করি। এরই মধ্যে অফিসের কাজের চাপে নতুন পোস্ট বা মন্তব্য কোনটাই করা হয় না। ব্লগে আসাটাও কমে আসে। সিসিবিতে আমাকে নিয়মিত হওয়ার তাগাদা দিয়ে সম্ভবত গত অক্টোবরে কামরুল আমাকে প্রথমে মেইল করেছিল। পরে ব্লগেও দুয়েকবার খুঁচিয়েছে। তার প্রতিক্রিয়া হলো, কখনো কখনো অফিসে গভীর রাতে বসেও সিসিবিতে সক্রিয় থাকা।
এই সুযোগে সিসিবিতে আমাকে ‘ভর্তি’ করানোর জন্য জিহাদকে আর নিয়মিত ‘ক্লাস’ করার জন্য কামরুলকে :salute: ।
দিনের একটা বড় সময় সিসিবিতে থাকি। কখনো লিখি। কখনো মন্তব্য করি। আবার কখনো শুধুই একের পর এক পোস্ট পড়তে থাকি। সিসিবি সদস্যদের মধ্যে একজন শুনলাম আমার চেয়ে সিনিয়র। তবে তিনি অনিয়মিত। আমিই এখন সক্রিয় বুড়াতম সদস্য। প্রথম প্রথম জড়তা ছিল। এত্তোসব জুনিয়রের সঙ্গে চলতে পারবো তো? নিজের বয়সটাকে তাই কমিয়ে আনলাম।
চোখের সামনে এখনো ভাসে ঢাকার আইডিয়াল স্কুলে ক্লাস সেভেনে পড়ুয়া একটি বালককে নিয়ে একজন বাবা ট্রেনে করে চট্টগ্রাম গেলেন। তারপর ১৯৭৪ সালের ১৭ আগস্ট ১২ বছর বয়সের ওই বালককে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফৌজদারহাট ক্যাডেট কলেজ নামে একটা অসাধারণ সুন্দর বিশাল ক্যাম্পাসে রেখে গেলেন। বাবাকে বিদায় দেয়ার সময় বালকটার চোখ কি ভিজে গিয়েছিল? বাবাও কি চোখের পানি আড়াল করেছিলেন? ওই বালকটার চোখে তখন ছিল শুধুই বিষ্ময়! রবীন্দ্র হাউসের দোতলার ২০ নম্বর কক্ষে নিজস্ব একটা বেড, এটা কাবার্ড, চেয়ার-টেবিল নিয়ে শুরু হয়েছিল বালকটির নিজের জীবন। ওই কাবার্ডটার মাথায় ছোট্ট একটা নম্বর প্লেটে লেখা ছিল, “৯৯৯ সানাউল্লাহ”।
৩৪ বছর পর সিসিবিতে এসে আমি আবার ফিরে গেছি ১৯৭৪ থেকে ১৯৮০ সালের ছয় বছরের জীবনে। তাই সহজেই নিজের অর্ধেক বয়সী ছেলেমেয়েদের সঙ্গে ঠাট্টা-মজা করতে পারি, তাদের সঙ্গে নিজের চিন্তা-ভাবনা অকপটে প্রকাশ করতে পারি। সামুতে যে নিকটা আমার ছিল সেটাই সিসিবিতে রেখেছিলাম, “ক্যাডেট নম্বর ৯৯৯”। কিন্তু সিসিবির এডু একসময় আমাকে স্বনামে প্রকাশ হতে অনুরোধ জানালো। শত হলেও এডু তো; তাকে তো অগ্রাহ্য করা ঠিক হবে না! তাই বদলে ফেললাম নিকটাও। আর চোখের সামনে দেখলাম মাত্র তিন-চার মাসে পুরো সিসিবিটাই বদলে গেছে। যে ইতিহাস লিখে ফেলেছে এডু নিজেই।
সিসিবির সবাইকে :salute: ।
আর :hatsoff: জিহাদ, মুহাম্মদ, সামিয়া, রায়হান, কামরুল, শফি, মরতুজা, তারেক, আরিফ, রায়হান রশীদ, কামরুলতপুকে। যাদের স্বপ্ন-অর্থ আর শ্রমে সিসিবি একটা সম্পূর্ণ ব্লগের রূপ নিয়েছে।
বাকি থাকলো লেখক-ব্লগার আর পাঠকরা। আমি নিজেও এই দলের। কতো কষ্ট করে লিখি! তাই সংখ্যাগরিষ্ঠ বাকি আমাদের জন্য :just: :awesome: (নাচানাচি) ??
১ম :party: :party:
ভাই খুব ভালো লিখলেন :boss:
নাহ,লাস্ট লাইনে আইসাও আমারে বাঁশ দেওয়া চাই 🙁
তয় আকারে ইঙ্গিতে আমার কথা মনে করায় বড়ই ভাল লাগতেছে বস!!
:salute:
সিসিবিতে আপ্নাকে ‘ভর্তি’ করানোর জন্য জিহাদকে আর নিয়মিত ‘ক্লাস’ করার জন্য কামরুল ভাইকে :just: :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস্ দেখি রবীন্দ্র হাউসের জুনিয়ররে ভুইলা গ্যাছেন :(( যাউগগা,
ভর্তি করানোর আর ক্লাস করানোর পর বস্ কে রেস্ট টাইমে রবীন্দ্র হাউসে নিয়া যাওয়া এবং প্রেপ টাইমে আবার ক্লাসে ফেরৎ দিয়া যাবার জন্য ফৌজিয়ান কাইয়ূমকে :just: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
:just: "জাস্ট" 😀 😀 ।
Life is Mad.
:khekz: :khekz: :khekz:
কাইয়ুমটা পুরা বেকুব, নিজেরে নিজে স্যালুট করে।
:khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই
আপনি সব সময় আমার মনের কথা ক্যাম্নে কইয়া ফেলান? 😛
একেতো ফৌজিয়ান তার ওপর ইয়েলো। আমার জাতভাইরে এইভাবে অপমান? সহ্য হয় না!! 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কেউ সাইধা আলু হইতে চাইলে আমরা কি করুম কন। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আলু !! 😮 😮 😮
কামরুলরে প্রকাশ্যে আরেকটা :salute: দিয়া লই। এবিসি রেডিও'র সিনেমার অনুষ্ঠানটার নাম দিয়েছে ও। কামরুল তোমার "সিনেমাতাল" চালু হইয়া গেছে। প্রমো বাজতাছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ওই অনুষ্ঠানটা মনে চাইলে সবাই শুইন্যো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভালো লাগল সানাউল্লাহ ভাই।
Life is Mad.
তাইলে আমিও একটু বিজ্ঞাপন করি অনুষ্টানটার। 😀
সবাই আজকে বিকাল ৩-৩০ মিনিটে এবিসি রেডিওতে সিনেমার গানের অনুষ্টান'সিনেমাতাল' শুনবেন। বেশি ভাবনা চিন্তা না কইরাই নামটা বইলা ফালাইছিলাম। লাবলু ভাইয়ের পছন্দ হইছে এবং এই নামেই অনুষ্ঠান হইতেছে শুনে লাফ দিতে ইচ্ছে করতেছে। 😀
আর সিসিবির মুরুব্বী হিসেবে নিয়মিত আমাদের দেখ-ভাল করার জন্য লাবলু ভাইকে আবারো স্যালুট। :salute:
নামটা আমারও ভাল লাগছে ... তুই দেখি বেশি ভাবনা চিন্তা না কইরা যাই করস তাই ভাল হয় ...
(তুই এত ভস ক্যান)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
’সিনেমাতাল’ শুরু হইছে। প্রথম গান...
একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে
ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো ......। 😀 😀 😀
আহ্হারে, শুনতে পারলাম না......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এবিসি তো চিটাগাং এ নাই। তাই আমারও বেল নাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চিটাগাং যাইতে তো কমপক্ষে একবছর লাগবো। তার আগে দেখি ওয়েবসাইটটা কতো তাড়াতাড়ি চালু করা যায়।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:salute:
কারো দিলা রাশেদ? আমারে না কামরুলরে? 😮 😮 😮
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ব্যাটা ডাউট নিছে বস। পাংগা দেন, এক্কেরে পানি বাইর কইরা ফালান।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই খালি পাঙ
সুরি ভুলে সাবমিটে চাপ পইড়া গেছে।
ফয়েজ ভাই খালি পাঙ্গাইতে চায়। ভাই দেখি আমার মতই খাইস্টা(পালাই ফয়েজ ভাই আসার আগে)।
সিনিয়রকে খাইস্টা বলায় শার্লীর ব্যাঞ্চাই। x-( x-(
:salute:
সানাউল্লাহ ভাই,
আপনার লেখা আগেও পড়েছি।
এখানেও দেখছি আপনাকে।
উৎসাহ পাই আপনাদের উপস্থিতিতে।
অনেক ভাল থাকুন বস।
সৈয়দ সাফী
লাবলু ভাই,
আপনার লেখা পড়তে আমার সবসময়ই খুব ভাল লাগে। এই লেখাটাও অত্যন্ত মন ছোয়া লেখা। আপনাকে একটা অনুরোধ করবঃ সিসিবিকে ছেড়ে কখনো যাবেননা প্লিজ। আপনাদের মতো বড়ভাইরা থাকলে সিসিবি অনেকদূর এগিয়ে যাবে। জিহাদ এনং কামরুল কে :hatsoff: আপনাকে এখানে নিয়ে আসার জন্য। আর আপনাকে :salute: আমাদের সাথে থাকার জন্য 🙂
সানা ভাই কি সিসিবি ছাইড়া চইলা যাইতেছে নাকি ?? অলুক্ষুনে কথা কওয়ার জন্য রহমানের ভ্যান চাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সানা ভাই আপনি কিন্তু ক্যাডেট কলেজ নিয়ে লেখালেখি করার অনুপ্রেনণা প্রতম দিয়েছিলেন।
সামুতে আপনার নিকটি দেখেই ঢুকে পড়ি এবং পড়ে যাই আপনার সব লেখা।
নির্জিন পাহাড়ের চূড়া বা কি জানি এমন একটি শিরোনামে( মাফ চাইছি নাম ভুলে যাওয়ার জন্য)
আমি ক্যাডেট কলেজ নিয়ে লিখা শুরু করি।
ক্যাডেট কলেজ নিয়ে অনেক লেখা আমি লিখব বলে ঠিক করে রেখেছিলাম।
কিন্তু আমি সিসিবি থেকে নির্বাসনে যাওয়ায় তা হয় নি।
আপনার মত একজন এরশাদকে কালো পতাকা দেখানো তরুণ(!)কে সহব্লগার হিসেবে ব্যক্তিগত ভাবে আমি গর্বিত।
😮 😮 বস্ কি সামুতেই পিরা ভাষায় লেখালেখি করতেন 😀 পিরা ভাষার একজন মৌলবাদী ফলোয়ার হিসাবে আমার চিখে পিনি ইসি গিল :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
আনন্দে আমার চোখেও পিনি ইসে গিল... :((
কেউ দেখার আগেই মাথাটা মুইছ্যা ফালাই... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খবরদার জুনা, আজকে একদম কান্নাকাটি করবিনা, আজকে আমার অক্সিজেন ট্যাংক পুরা খালি 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
কিরে জুন্নু, তোর চোখে পানি আসলে মাথা মুছতে হয়???
কেম্নেকি?
:salute:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কিসের মাথা ?? 😮
হায়রে দুনিয়া, কোথাকার পানি, কোথায় গড়ায় :-/
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইমোতে যেম্নে কান্না দেখা যায়, পানি মাথায় যাইব না তো কই যাইব??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অ ... আমি ভাব্লাম অন্য কুন মাথা নাকি ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঘাপলা হই গ্যাছে ... শাক দিয়া মাছ ঢাকি ...
*অন্য কারও মাথা হবে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অই তাইফুর তুমি আখাস্তা ইশারা দিছ ক্যান? তুমি পুরা ব্যান। ব্লগ না লেইখ্যা আর কমেন্টাবানা কইলাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তথাস্তু বস ...
(শাক দিয়া মাছ ঢাক্তে গিয়াই মনয় ধরা ডা খাইলাম।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পিরা ভাষার জিনক হিসাবে ভিলো লাগলো
ইমিন ভিই, ইপনি তি ইমির হিয়ি গিলিন :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
তিই তি দিখি 😀 😀 😀 😀 😀
কেন ভাইডি, নির্বাসনে গেছিলা? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আনন্দের দিনে মন খারাপ কথা বাদ যাক।
আরেকদিন বলবো ভাইয়া।
( সানা ভাই সেটা জানে বলেই কমেন্টে সেটা লিখছিলাম। ভালোকথা সানা ভাইয়ের মত আমিও ওয়াই আইডিয়াল।)
সানা ভাইয়ের লেখা প্রথম থেকেই কাঁপানো। নতুন করে বলার আর কিছু নাই। ভাইয়াকে :just: :salute:
কি যে বলেন সানা ভাই, আমি তো কেবল আমার পবিত্র দায়িত্বটুকু পালন করেছি (কপিরাইট: বাংলা সিনেমার সকল হ্যান্ডসাম নায়ক। ) B-)
আপনি আমাদের ব্লগের অনেক বড় অনুপ্রেরণা। আপনাকেও :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
আপনি বইলাই পারছেন ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই আপনার লেখায় জাদু আসে 😀
:salute: :just: :salute:
জাদু তো লেখায় নারে বেটা, জাদু আছে হাতে। ওইডাই তো লেখে! :dreamy: :dreamy: :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বাংলাদেশের টোটাল তিনজনের হাতে তাইলে জাদু পাওয়া গেলো,
জুয়েল আইচ, লাবলু ভাই আর মৌসুমী :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
বাবলু ভাই আপনাকে মৌসুমির সাথে তুলনা দিছে। কমপ্লেইন করছি :grr: এইবার পালাই।
লাবলু ভাইয়ের নামের বানান ভুল করায় শার্লীর আবার ব্যাঞ্চাই।
একটু নাচানাচি করি। :awesome: :awesome: :tuski: :tuski:
ঠিক বলেছেন বস, বয়স নাই হয়ে গেছে সিসিবিতে এসে। কত সুন্দর সময় কাটে এখন।
এত পোলাগুলার ঋন শোধ করতে পারব না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কিন্তু আমরা আপনাকে ঋনী হয়ে থাকতে দিলে তো। :-B
সামনের গেট-টুগেদারে প্রিপারেশন নিয়া আইসেন। 😀
কামরুল ঠিকই কইছে। ঋণ জমাইয়া রাখা ঠিক না। নগদ কইরা ফালাও। :just: জলদি জলদি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাইয়ের মত গুণীজনেরা আছেন বলেই............সৃস্টিগুলো বেচে থাকে.........সিসিবি বেচ আছে...প্রাণ পেয়েছে..।......ছন্দ খুজে পেয়েছে......।।
:salute: :gulli:
সশস্ত্র সালাম
এই রায়হান (কামরুল তো পোলাডারে খাটাইয়া মারে, তাই সুযোগটা আমিও নিই) সাইফরে একটা 'ওয়াল্ড ব্রু' দাও। 😉 😉 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
‘ওয়াল্ড ব্রু’ কী জিনিস? খারাপ কিছু না তো? 😉
এই পোলাও দেহি জুনার লাইন লইছে। আরে বানানাডা না হয় ভুল হইছে। তাতে কি চিনতে সমস্যা অয়? 'ওয়াইল্ড ব্রু' নাকি? x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হায় হায়...আমার রেপু স্টেশন এত খারাপ হইল কেমনে???? :bash: :bash: :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনিয়র সিসিবির সদস্য হইয়া নিজের রেপু স্টেশন খারাপ করার জন্যে জুনার ব্যাঞ্চাই 😉
:(( :(( :(( :(( :((
:bash: :bash: :bash: :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাথা ভিজায়া কান্দনের পর সেই ভিজা মাথা ওয়ালে বাইড়ানির লাইগা জুনার আবার ব্যাঞ্চাই 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
জুনিয়র সিসিবির সিনিয়র মেম্বার হওয়ার পরও মেম্বারদের রেপু স্টেশন ঠিক রাখতে কার্যকরী ভুমিকা না রাখতে পারার জন্যে কাইয়ুম ভাইয়ের ব্যাঞ্চাই। 😉 😉
জুনিয়র সিসিবির সদস্যদের রেপু স্টেশনের বেহাল হবার খবর আমার কানে টাইম মতো না পৌছানির লাইগা কামরুলেরও ব্যাঞ্চাই 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
এইডা কি মন্তব্য বাড়ানোর প্রতিযোগিতা চলতাছে?
আমার সিরিয়াস পোস্টে নিজেরা :chup: (কিলাকিলি) :duel: (মারামারি) করার জন্য জুনিয়র সিসিবির জুনা, কামরুল আর ফৌজির ভ্যান চাই।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পুরটা সময় কাঁদতে কাঁদতে পা ফুলায়া ফালাইলাম... 🙁
আমি তো তো মোটেই মারামারি করি নাই... O:-)
আমার ব্যান উঠায়া নেন সানা ভাই... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিসিবিতে আমারে আনছে লাবলু ভাই। ব্যাপক মজা পাইতাছি। তয় এইখানে সময় দিতে গিয়া চাকরি নিয়া টানাটানি লাগলে দায়িত্ব কিন্তু আপনার।
লাবলু ভাইয়ের কথা বইলা আমি বন্ধুদের কাছে ভাব মারি। বলি জানস আমার সিনিয়র ভাই এবিসি রেডিও চালায়(অপারেটর কই নাই ভাই)।
লাবলু ভাই, আপনি আমাদের সবার জন্য এক বিশাল অনুপ্রেরণা।
আশা করি, আপনি আমাদের সাথেই থাকবেন সবসময়।
এখানে সবাই আপনাকে ভাই ডাকে...।আমি আবার তুর্য এর ব্যাচ ও হাউস মেট । সম্বোধন নিয়া ডাউটে আসি।
:khekz: :khekz: :khekz:
ভাগিনা, আর যাই হোক এইখানে মামা ডাইক্কো না। ভাইই ভালো। আর হ্যা আমার সম্মানে ১০টা :frontroll: । কামরুল গুনতি চালাও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
কাম্রুল ভাই গুনা শেষ হইসে...