বুড়ো লম্পট রিয়াদ সাহেব সত্তর বছর বয়সে কুড়ি বছরে এক সুন্দরী তরুণীকে বিয়ে করলেন।
বছর ঘুরতেই খোকা হলো তাদের।
হাসপাতালের নার্স মুচকি হেসে বললো, ‘বাহ রিয়াদ সাহেব, বেশ ফর্মে আছেন মনে হচ্ছে?’
রিয়াদ সাহেব গর্বিত হাসি দিয়ে বললেন, ‘পুরনো ইঞ্জিনটাকে চালু রাখলাম আর কি।’
আরো দুবছর পর আবার খুকি হলো তার।
নার্স আবারো মুচকি হাসলো। ‘হুম, রিয়াদ সাহেব, বেশ ফর্মে আছেন।’
রিয়াদ সাহেব আবারো গর্বিত হাসি দিয়ে বললেন, ‘পুরনো ইঞ্জিনটাকে চালু রাখলাম আর কি।’
বছর দুয়েক পর আবার খোকা হলো তাঁর।
নার্স কিছু বলার আগেই রিয়াদ সাহেব বললেন, ‘পুরনো ইঞ্জিনটাকে চালু রাখলাম আর কি।’
নার্স মুচকি হেসে বললো, ‘তাহলে এবার তেল পাল্টে নিন স্যার। আপনার এবারের বাচ্চাটার চুল সোনালি।’
২.
বাবাঃ মামনি এবার ঈদে কি নেবে?
মেয়েঃ একটা ছোট ভাই
বাবাঃ ঈদের তো মাত্র এক মাস বাকি, এতো তাড়াতাড়ি তো ছোট ভাই আনা যাবে না।
মেয়েঃ বেশি বেশি লোক লাগিয়ে দাও।
৩.
জমজমাট এক ডান্স পার্টি। ঝলমলে চুলের সুন্দরী এক তরুনীর দিকে এগিয়ে গিয়ে একজন বলল, চুলের যত্নে তুমি কি কর?
তরুনী বলল, সপ্তাহে তিন দিন শ্যাম্পু করি, একদিন ডিম দেই, একদিন মেহেদি মাখি। নিয়মিত আচড়াই… এই তো।
আর মাথার চুলের যত্নে?
৪.
স্ত্রীঃ তোমরা ছেলেরা কোনো কাজই নিজেরা করতে পারো না। একটা বোতাম সেলাই করার জন্যও তোমাদের নিজেদের দরকার হয়।
স্বামীঃ আর মেয়েরা না থাকলে তো ছেলেদের বোতামেরই দরকার হতো না।
৫.
দুই স্বামী নিজেদের স্ত্রী সম্পর্কে আলাপ করছিলো।
১মঃ আমার বউ খুব হিসেবি। যখনই ব্লাউজ বানাতে যায় ব্লাউজের কাপড় বাচিয়ে আমার জন্যে একটা টাই ও বানিয়ে নেয়।
২য়ঃ আমার বউও প্রায় সেরকম। সে আমার টাই বানানোর সময় টাইয়ের কাপড় বাচিয়ে নিজের জন্যে একটা ব্লাউজ বানিয়ে নেয়।
৬.
মেজরঃ তুমি যুদ্ধে যেতে চাইছো না কেনো?
সুবেদারঃ আমার স্ত্রী এখনো গর্ভবতী হয়নি যে
মেজরঃ ওর জন্য ভেব না, আমরা আছি না?
৭.
তুই সবুজ লিপ্সটিক মাখিস কেনো?
আমার স্বামী ক্যাব ড্রাইভার। লাল দেখলেই থেমে যায় যে।
৮.
দেখো আমাদের আর লিভ টুগেদার করা উচিত নয়।
ঠিক বলেছো, বিয়ে করে ফেলা দরকার।
তাহলে তুমি আগে করো……লেডিস ফার্স্ট।
৯.
ঘটনাটা কয়েক বছর আগের। এতোদিনে অনেকেই শুনছেন মনে হয়। তবুও বলি।
সাল ২০০৪। এরশাদ আর বিদিশা একত্রে সংসার-ধরমো চালাইতেছেন। তাদের সংসার প্রেসিডেন্ট প্যালেস থেকে জাতীয় পার্টির অফিস পর্যন্ত বিস্ত্বত।
এমনি একদিনের ঘটনা।
বিদিশা বাইরে যাইবেন, কিন্তু তার শখের লাল প্যান্টি খানা পাইতেছেন না। স্বাভাবিকভাবেই দোষ পড়লো বুয়ার উপর। তাকে চার্জ করা হইলো। এরশাদের বুয়া বলিয়া কথা। সে খিপ্ত হইয়া এরশাদের কাছে ফরমাইলো- “সাহেব! বিবিসাব কয় আমি নাকি হের প্যান্টি চুরি করছি! সাহেব আপনি তো জানেন আমি নিচে কিছু পড়িনা।”
১০.
একটি মেয়ের ডায়রির পাতা।
সোমবারঃ আজ আমাদের জাহাজ ১২শ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।
মঙ্গল্বারঃ জাহাজের ক্যাপ্টেনের সাথে দেখা হলো। উনি আমাকে আগামীকাল ডিনারের আমন্ত্রন করেছেন।
বুধবারঃ আজ ক্যাপ্টেনের সাথে ডিনার করলাম। উনি আমাকে একটা বাজে প্রস্তাব দিয়েছেন। আমি মুখের উপর না বলে দিয়েছি।
বৃহষ্পতিবারঃ আজ ক্যাপ্টেন আমাকে বলেছেন তার প্রস্তাবে রাজি না হলে ১২শ যাত্রী সহ জাহাজ ডুবিয়ে দেবেন। ১২শ যাত্রীর প্রান এখন আমার হাতে।
শুক্রবারঃ আজ ১২শ যাত্রীর প্রান বাঁচালাম।
বি দ্রঃ কাট-পেস্ট করা। সবগুলিই পুরোনো। আরেকবার দেয়ার জন্যে কেউ গালি দিয়েন না
৯ নম্বরটা নিদারুণ! এক্কেবারে :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া আপনে এইগুলি পড়েন কেনো? এইগুলি তো ছোট পোলাপাইনের জন্য দিছি। 😉 😉
আয় হায়! আমি তো পইড়া ফেললাম!!!
ড্যাম!!! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
একদম বেশক হাছা ঘটনা
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
তাইলেই বোঝো ...... 😉 😉 😉
:khekz:
হ দিমু,
:gulli2:
পালটা :gulli2: :khekz: :gulli2: :khekz:
এরশাদ মামারটা সেইরকম অইছে :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনার মামা হয় নাকি? 😉
ঝাতির মামা
সংসারে প্রবল বৈরাগ্য!
আচ্ছা, এরশাদ ক্যামনে জানে যে বুয়া নিচে কিছু পড়ে না ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বিদিশাই কইছিলো মনে হয় ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার মনে হয় রওশন খালায় কইছিলো। 😀
তোর খালা হয় নাকি :grr: :grr:
:gulli: :gulli: :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
ঝাতির খালা 😉 😉 😉
:hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
শঠে-শ্যাঠাং :gulti:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তওবা আস্তাগফিরুল্লা।
যা ওযু কইরা আয়। 😉 😉
আইজকা ভাবছিলাম আল্লাহর নাম নিমু... অজু নস্ট হয়া গেল...আল্লাহ মাফ করুক। দুনিয়া থিকা দ্বীনি শিক্ষা উইঠা গেসে... কামরুল তোরে... :gulli2: B-) অসভ্য পোলা...!!!
নেক্সট টাইম থেকে পলাশ অনলাইন হউয়ার সাথে সাথে ওর জন্য অযুর বদনা'র ব্যবস্থা করার জন্য এডজুট্যান্ট স্যারের কাছে দাবি জানাই। :grr: :grr:
:boss: :boss: :khekz: :khekz: :salute: :salute: 😀 :))
তোমার দেখি অনেকগুলি পছন্দ। 🙂 🙂
বয়স এখনো কমতো, আর কিছুদিন যাক, একদম 'র'(আর,এ,ডব্লিউ) না হওয়া পর্যন্ত আর মজা পাইবো না।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:frontroll:
আছস নাকি? 😉 😉
এডজুট্যান্ট নিজেই ত বদনা নিয়া খাড়ায়া আছে... :khekz:
ওই জিহাদ, পলাশ তোর নামে খারাপ কথা কইছে। :grr: :grr:
আমার সবচেয়ে পছন্দের হলো বম্বে সুইটস এর চানাচুর।
এইগুলা এক্কেরে বম্বে সুইটসের চানাচু্রই হইছে।
একটা থেকে আরেকটা.... :khekz: :khekz:
Life is Mad.
তাইলে এইবার একটা টুশকি ছাড়েন তো দেখি। 🙂 🙂 😉 😉
অই কাম্রুল মিয়া এইডা কি শুরু করলা ? কাম কাজ করতে দিবা না খালি হাসাইবা ? তোমারে না একটু আগে কইলাম হেভি বিজি আছি :))
এই জন্যই আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট কইরা দিলাম। 😉 😉
:clap: :clap: :clap:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বাইছা বাইছা তোমার এইটাই পছন্দ হইলো?
নাহ, পোলাপাইন বদ হইয়া গছে। 😀 😀
কাম্রুল ভাই, এই শিশুর মতো নিষ্পাপ পোলাপাইন আপনার কারণে এইসব আ-কথা, কু-কথা পড়তাছে। উপরওয়ালা আপনার নাম নোট কইরা রাখছে। খ্রব্রাছে আপনার। :grr: :grr:
মুসতাকীম
রায়হান তোমারে শিশু বইলা গালি দিছে। :grr: :grr:
শিশু একটা গালি? জানতাম না। 🙁
কামরুল ভাই, আপনি একটা শিশু :grr: :grr:
:khekz: এইটা সবচেয়ে ভাল হইছে :khekz: :khekz:
বেদ্দপ পোলা,
সিনিয়ররে নিয়া হাসাহাসি । যা গিয়া ডিনারের আগ পর্যন্ত লং আপ হইয়া থাক। :chup: :chup: :chup:
ছোট্ট করে কয়েকটা আপডেট কইরা দিলাম। এট্টু সেইরকম হইয়া গেছে কয়েকটা। ভুলত্রুটি মাফ কইরা দিয়েন সবাই।
১১.
এক লোকের তিনটি বিচি। এই নিয়া সে খুবই চিন্তিত। লজ্জায় কাউকে বলতে পারছে না। উপায় না দেখে ডাক্তারের কাছে গেল । কিন্তু ডাক্তারকে বলতেও খুব লজ্জা পাইতেছিলো। শেষ পর্যন্ত লজ্জিত হয়ে ডাক্তারকে বলছে,
লোক : ডাক্তার সাহেব আপনার আর আমার মিলে ৫ টি। 🙁
ডাক্তার : কি বলেন বুঝতে পারছি না।
লোক : আরে আপনার আর আমার মিলে ৫ টা।
ডাক্তার : কিছুই বুঝতে পারছি না। পরিস্কার করে বলুন।
লোক : উপায় না দেখে বলল, আপনার আর আমার মিলে ৫ টি বিচি।
ডাক্তার : ও, তাহলে আপনার কি ১ টি ?? 😮 😮
১২.
চোখ অপারেশনের পর রোগী চিন্তা করলো ডাক্তররে কেমনে ছিলা যায়, কারন শালায় অনেক টাকা নিছে।
অনেক চিন্তা ভাবনার পর একটা প্ল্যান করলো
ডাক্তরঃ আপনি কি দেখতে পাচ্ছেন?
রোগীঃ না ডাক্তর সাব কিচ্ছু দেখতে পাইনা
ডাক্তর তার সবচেয়ে সুন্দরী আর সেক্সি নার্স কে ডাক দিয়া হেরে কইলো জামাকাপড় সব খুইলা ফালাইতে। নার্স তাই ই করলো। 😉
ডাক্তরঃ এবার কি দেখতে পাচ্ছেন?
রোগীঃ না ডাক্তর সাব, কিছুই দেখি না।
ডাক্তর রাইগা গিয়া কইলো, শুয়োরের বাচ্চা দেখতে পাস না তো তর ঐডা খারাইলো কেমনে ? :bash: :bash:
১৩.
৮৮ সালের বন্যার সময় পানিতে ডুবে যাওয়া এক নিম্নবিত্ত পরিবার।
বাসায় ভিতর বন্যার পানি কোমর পর্যন্ত । থাকার জন্য মাচা দেওয়া হইছে। রাতে পরিবারের সবাই মাচায় এক সাথে শুয়ে। এর মধ্যেই নববিবাহিত ছেলের ভালবাসা নির্মান করার ইচ্ছে জেগে উঠল। তার বউ পাশে শোয়া অন্যদের দেখিয়ে বাধা দিচ্ছিল। স্বামী বলল, ‘কিছু করমু না একটু ঠেকা দিয়া রাখমু’।
শুধু মাত্র ঠেকা দেয়ার কথা বললেও ভালবাসা নির্মান তার স্বাভাবিক গতিতে চলল। কিন্তু কিছুক্ষণ চলার পর সর্বনাশটা ঘটল। চরম মূহুর্তের আগে চরম দোলানিতে মাচা ভেংঙ্গে সাবাই পানিতে।
পাশে শুইয়া থাকা বাবা স্বাভাবিক কারণেই এতক্ষণ চুপচাপ মটকা মেরে পরেছিলেন। কিন্তু মাচা ভাংগার পর আর চুপ থাকতে পারলেন না। রাইগা গিয়া ছেলের উদ্দেশ্যে বললেন, ‘ঠেকা, এইবার ঠেকা’। :bash: :bash:
১৪.
এক লোক ডাক্তার দেখাতে গেছে কারন তার … দাড়ায় না | ডাক্তার শুনে বললেন, বিয়ে করছেন?
: না |
: প্রেমিকা আছে ?
: না |
: পরকীয়া করেন ?
: না |
: টানবাজার যান ?
: না |
: মাস্টারবেট করেন?
: না |
ডাক্তার ক্ষেপে বললেন, ” ওই মিয়া, তাহলে দাড়া করায়ে কি করবেন? ক্যালেনডার টাঙ্গাইবেন!!!” :khekz: :khekz: :gulti:
:goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
:pira: :pira:
উপর থেইকা পড়া শুরু করে হাসতে হাসতে নীচে নামলাম। কিন্তু ওইখানেও শান্তি দিলি না, আপডেটেও ফাটাইছস! =))
www.tareqnurulhasan.com
ছিঃ ছিঃ তারেক তুই এতো নীচে নামছিস!! :grr: :grr:
নামতে হইলে তো নীচেই নামতে হয় দোস্ত, কে আর কবে উপরে নামছে? 😛
www.tareqnurulhasan.com
একি !! তুই দেখি তারাশঙ্করের নিতাইয়ের মতো কথা বলছিস 😮 😮
সরি, লাইনটা ভুলে গেছি। কি জানি ছিলো? পতনতো চিরকাল অধঃলোকেই হয় দাদা, কে আর কবে উর্ধে পতিত হয়েছে?
না? মনে করাইয়া দেনা?
হায় !জীবন এত ছোট কেনে? 🙁 🙁
শব্দ চয়ণের মাষ্টার :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
🙂 🙂 🙂
আবীর বেদ্দপ পুলা... কামরুল ভাইরে শিশু কইয়া গালি দেও কেন??? কামরুল হইল শিশুর পিতা :goragori:
কামরুল- বদ পোলা... শেষ পর্যন্ত তারেকের মত ভাল পোলাডারে নীচে নামাইলি... :khekz:
তারেক- অযু কইরা আয়... :khekz: :khekz:
পিতা না পোলা ? ঠিক কইরা ক। :chup:
:bash: :bash: কনফিউসড
সবকয়টাই তো দেখতেছি বাংলাদেশী ব্যাকগ্রাউন্ড।
চর্রম হইছে :gulli: :gulli:
Life is Mad.
বিদেশী ব্যাকগ্রাউন্ডও আছে । :grr: :grr: :grr: দিমু নাকি? 😉 😉
কেম,তুই রসিক রাজ এ কেন যাচ্ছিস না?
এইডা আবার কি? 😮 😮 😮 😮
সাইফুদ্দিন... রসিক রাজ কিরে???? B-)
কামরুল ভাইজান দেহি রসময় গুপ্ত হয়া যাইতাছেন,পোস্ট জুইড়া খালি রস আর রস 😀
কামরুল যা শুরু করছে, রসময় গুপ্ত না, অয় পুরা রসময় খোলা :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইজান... কামরুল ত রসের ভান্ডার এখনও খুলে নাই... যখন খুলবো তখন আপনে পিরা রোগি হইয়া যাইবেন... আমি এখনো পিরা রোগে ভুগিতেসি...কাটিয়া উঠিতে পারিনাই... =)) :khekz:
তাইলে পুরা খোলা না, হাফ খোলা, রসময় হাফ খোলা 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
পিরতে পিরতে মিরা যাইয়েন না খবরদার 😛
আমার নামে এইসব কথা বলার জন্য ফৌজিয়ান ভাই এবং মাসরুফকে দিয়া ভ্যান করা হইলো।
অই কামরুল, পলাশ কিন্তু ফাস কইরা দ্যাছে, কুনুদিকে না তাকায়া তর রসের ভান্ডার উপুত কইরা ঢাইলা দে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইজান... উপুত কইরা ঢাইলা দিলে কিন্তুক আপনে আসলেই মিরা যাইবেন...
পাবলিকের মুখ তো আপনে বন্ধ করতে পারবেন না কামরুল ভাই-যা সত্য পাবলিক তা একদিন বলবেই 😀
তুই কি পাবলিক ?
(এই ডায়লগের কপি রাইট জিহাদের) 😉 😉
মাশরুফ ত শিশু :khekz: :khekz: :khekz:
পলাশ ভাই ঠিক ই কইছে।আমি নান্না মুন্না শিশু খালি দুদু খাই :))
চেহারার চেকনাই দেখলেই বুঝা যায়... ;))
😮 😮 😮
আমি দুদু খাপো :((
আমি এইবার ভোটার হইছি খবরদার আমারে নিয়া কখ্রাপ কথা কইবেন না। x-(
মাসরুফ, কাহিনী কি???
ভোটার হওয়ার পরও তুমি দুদু খাও???
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দেখিস বাবারা, মেলামাইন ছাইকা তারপর খাইস,
জানোসই তো দুনিয়াজুরা পচুর গিয়ানজাম :))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: চানাচুরে আজীবন ঝাল লাগছে এই প্রথম ফাটাইয়া হাসতেছি। পিরা যামু না মিরা যামু বুঝতাছি না। কনফিউসড
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জামাইবউ চানাচুর খাইলে ত ঝাল লাগবই... 😛 😛
ভাল আছিস মামা... 😀
আইহায়...কামরুল ভাইর চানাচুর দেখি আমার দোকানের.. :)) :))
বস,এরপর কেনার আগে ফোন দিয়েন,তাইলে আমি আর ওইটা কিনুম না.. 😀
😉 😉 😉 ঠিকাছে। 😉 😉 😉
ছোট্ট করে একটা আপডেট কইরা দিলাম।
এক ১১ বছরের ছেলে রেপ কেসে ধরা খেলো। সোজা কোর্টে চালান।
তো এবার তারপক্ষের মহিলা উকিল কোর্টের মধ্যে তার ছোট্ট বিশেষ অংগ ধরে নাড়া দিয়ে বললেন, “ইউর অনার, আপনিই বলেন এই জিনিস দিয়ে কি রেপ সম্ভব"।
এই সময় আসামী আস্তে করে উকিলরে বললঃ " আপা আস্তে নাড়েন, নাইলে কিন্তু কেস হাইরা যাইবেন"
কামরুল আস্তে ক, নাইলে ছুডু পুলাপাইন শুইনা ফালাইবো :))
সংসারে প্রবল বৈরাগ্য!
কেসটার নিয়ন্ত্রণ উকিল সাহেবা নিজের হাতে নিতে চেয়েছিলেন...দুঃখজনক!!! 😮
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কেসটার নিয়ন্ত্রণ উকিল সাহেবা নিজের হাতে নিতে চেয়েছিলেন…দুঃখজনক! =)) =)) =)) =)) =))
বার আর চোদ্দ নম্বর দুইটা পড়ে হাসতে হাসতে :just: :pira:
:goragori: :goragori: :goragori:
আমি এইটা আগে পড়ি নাই। এখনো পড়লাম না। =)) :khekz: :goragori:
আপনি তো মাসুম... এই গুলান পৈড়েন্না, চক্ষু বন কৈরা রাইখেন। 😉
তিন নম্বরটা খুবই ছুইট। :(( :((
:pira: :khekz: =)) :clap: :goragori: :awesome: