বেঁচে আছি বলেই তো মনে হয়,
এর চেয়ে বেশি কিছু প্রয়োজন
থাকার কথা তো নয়।
হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া
তারপরে সামলে নেয়া
যেন সে প্রতিদিনেরই ঘটনা।
উঠে দাঁড়াতে পারছি আবার,
এই তো যথেষ্ট;পথ চলা থামানোর
কথা তো আর না।
জীবনের সাথে অভিমান,
ক্ষোভ, আক্ষেপের আস্ফালন;
ফলাফল শূন্যে শেষ।
কি দরকার এসবের তবে,
লাভের খাতায় বরং
শূন্যই থাকবে বেশ।
দিনভর তোষামোদের পর
শুনতে হয়, আরও চেষ্টা কর।
নিজের রাস্তা চেষ্টাতেই গড়ি,
দিনভর হাত কচলিয়ে মরি,
জীবনের এই বিচিত্র সৌন্দর্য!
তাই বেঁচে থাকার সুখে,
নয় সুখের মুখোশে
কণ্ঠ ছিঁড়ে চিত্কার করি
হর্ষে, আমোদে
নয়ত বিষাদে।
জীবনের এই তো শেষ নয়,
বেঁচে থাকার জন্যই
তাই বেঁচে থাকতে হয়।
১ম 😀 (সম্পাদিত)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
বেচে আছিস তাইলে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
হুম, জীবন কখনও থেমে থাকে না! :dreamy:
সহমত, এটাই কবিতার সারমর্ম 😀
=)) =)) :khekz: :khekz:
ভাল হয়েছে, অনেকদিন পরে দেখলাম তোমাকে...
কেমন আছো শার্লী? মনমেজাজ বেশি খারাপ? তোমার লেখা পড়ে মনে হলো হতাশ হয়ে পড়ছো, কিছু নিয়ে।
সেদিন র্যান্ডি পশের একটা উক্ত পড়লাম, তোমার পথে দেয়াল থাকে, কারণ তুমি যা অর্জন করতে চাও সেটা কতোটা তীব্র ইচ্ছা সেটা মাপার জন্যে।
হাসিখুশি থাকো, দেখবা অনেক কষ্ট আর বাধা সহজে পার হতে পারবে।