স্থাণুবৎ হয়ে অবাক পৃথিবী দেখে
মানুষের রক্তচাটা মানুষ,
নীলকুঠীর পুনরাবৃত্তি
তাই, এই বিশ্ব পুনরায় দেখবে জানি
শাসকের লেলিহান চিতা।
ধ্বংসের প্রতিপত্তি।
টগ্বগে রক্তের উত্তাপে
ধারালো হচ্ছে যুদ্ধের তরবারি,
বেদ কিংবা কোরানের শ্লোক তুলেও
রক্ষে হবে না তোমার খবরদারি।
সেই রাজবল্লভ তুমি
যতই হও না কেন নিভৃতচারী।
রক্তের তৃষ্ণা মেটাবো তোমার বিলক্ষণ
তোমারই রক্তকণায়,
তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে
ইতিহাসের আবর্জনায়।
তোমার শোষনের স্বপ্ন ভেঙ্গে হবে চুরমার
তোমাদেরই সাজানো দুর্ঘটনায়।
দেখি কি হয়... 😀
হুম, আবারও প্রথম হয়েছি............ :awesome: :awesome: :awesome:
অভিনন্দন, এখন ট্রিট দেন :grr: :grr: :grr:
তুমি তো আসাধারন কবিতা লিখ...... আগেরটা এবং এটা, দুটোই সুন্দর......... :thumbup: :thumbup:
এখনও কি তোমার মধ্যে বিদ্রোহী ভাবটা আছে, নাকি চলে গেছে......?? ~x( ~x(
না ভাই, আর বিদ্রোহী ভাব নাই মনে। এখন শুধু মধুর পেছনে ছোটা।
পুরা ছুপা রুস্তম । 😀
:shy: :shy: কিযে বলেন ভাই
চমৎকার কবিতা শার্লী ...... তবে
লাইনটার ব্যাপারে একটু আপত্তি জানাচ্ছি। তুমি যদি রামায়নের বদলে গীতা বা মহাভারত ব্যবহার করতে তাহলে মনে হয় আরো appropriate (এইটার বাংলা কি??) হত।
আমার পোস্ট করার সময়ই মনে হয়েছিল যে বেদ ব্যবহার করলে বেশি ভালো হত। বদলে দিচ্ছি।
কী সব জটিল কইরা লিখস দোস্ত... কিছু বুঝি টুঝি না 🙁
তয় বুজছি যে-- সুন্দর হইছে সিরাম 😛 😛
:hatsoff: :hatsoff:
(রাজশাহীর আরেকখান বাইড়া গেলো পোস্ট। কলেজের ৪৩ বছর পূর্তিতে আমরা সিসিবিতে সেঞ্চুরী করে ফেলবো নাকি বলিস 😉 😉 )
ধন্যবাদ।
অবশ্যই সেঞ্চুরি করব দোস্ত।
কবিতা বুঝি কম... তবে পড়ে ভাল লাগল :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অনেক অনেক ধন্যবাদ ভাই। :shy: :shy: