এস. এস. সি. পরীক্ষার পর ছুটিতে বাসায় অনেক বই পড়েছিলাম। সেই সময় পড়া একটি বই, “আমি সুভাষ বলছি”। এই বইটার তিনটি খন্ডই পড়েছিলাম। মাথায় তখন শুধু বিপ্লবী চিন্তা গিজ্গিজ্ করে। কারো সাথে এই নিয়ে কথা বলতে লজ্জা লাগত। আর লেখালিখির অভ্যাস আমার কখনও ছিল না, তাই সেই চিন্তা তখনও করি নি। ধীরে ধীরে আমি অস্থির হয়ে উঠেছিলাম এই ধরনের ভাবনায়। তখন আমার দুলাভাই আমাকে বলেছিলেন বেশি চিন্তা করে মস্তিস্কের উপর অতিরিক্ত চাপ দেয়া ঠিক না। কেন উনি এ কথা বলেছিলেন আজও জানি না। আরও বলেছিলেন চিন্তা যা মাথায় আসবে তা লিখে ফেললে অস্থিরতা নাকি কমে। আমি বলেছিলাম আমি তো লিখতে পারি না। ওনার জবাব ছিল, যা মনে আসে তাই লেখ, লেখা শিখে যাবে। সেই থেকে যা মনে আসে লিখি, তবুও আজও লেখালিখি শিখতে পারলাম কই? আজ সেই সময়ে বিক্ষিপ্ত মন নিয়ে লেখা আমার প্রথম দিককার কিছু কবিতা পরপর পোস্ট করে যাবো। বিরক্তির উদ্রেক ঘটলে আমি দুঃখিত, এমন মিথ্যা কথা আমি বলব না। আপনাদের সকলের বিরক্তির উদ্রেক ঘটানোর জন্যই এই পোস্টসমূহ আসিতেছে…….
এখানে ধর্ষিতার ভাগ্য নিয়ে আসে কন্যা
অর্থের দাবি নিয়ে জন্মায় পুত্র,
স্কুল কলেজের পুস্তকে থাকে লেখা
অর্থ উপার্জনের সূত্র।
গ্রন্থকারের নেই জ্ঞানের তৃষ্ণা মেটাবার শখ
পরনিন্দায় মুখরিত সব চিঠি,
যুবকের চোখে নেই বিক্ষোভের কোনো স্বপ্ন
ঈশ্বর এবং শাসকই এখানে ভীতি।
মিছিলে মিছিলে সব স্বার্থের স্লোগান
দেয়ালে দেয়ালে আঁকা অশ্লীল শিল্প,
খবরের কাগজে থাকে বিদেশিনীর কেচ্ছা
মানুষের কথা এখানে পুরনো গল্প।
বুকের ভিতরে জমা
দীর্ঘশ্বাসের বুদ্বুদগুলো
অশ্রু হয়ে ঝরে পরে কবিতার খাতায়,
মুক্তি সংগ্রাম হয়ে থাকে বন্দী
স্বপ্নের পাতায় পাতায়……
আগেই বলেছি ------
তোর সে স্বপ্ন পুরন হবে নারে শয়তান ...... :grr: :grr: :grr:
তা আগে তোমার সাধারন মানুষ সিরিজের গতি করে নিও ......
ভাই গতি করব অবশ্যই 😀
ভিতরের কবিতা টা কি তোর লেখা? 🙂 ভাল লাগছে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
হ দোস্ত আমারই লেখা।
Good 🙂
ধন্যবাদ ভাই।
এই কবিতা তোর লেখা???
😮 😮 😮
কলেজে একসাথে ৬ টা বছর থাকলাম...... কোনদিন তোর এই প্রতিভার কোন খবর কানে আসে নাই কেন?? কী কারণে??
জটিল কবিতা এইটা... তুই না হইলেও সুন্দর। তুই হইলে জটিল হইছে :hatsoff: :hatsoff:
এই লাইনগুলা আপন আপন লাগলো... 😀 😀
আমার লেখাই দোস্ত।
লেখালেখি সম্পর্কে কথা বলতে আমার কেমন যেন লজ্জা লাগত :shy: , তাই কেউই জানে না আমার কবিতা লেখার ব্যাপারে।
খুবই ভাল লেখা...... :hatsoff:
চমৎকার হয়েছে...... কত আগে লিখেছিলে এটা......।। :-/ :-/
২০০৩ সালের জুন-জুলাইয়ের দিকে লেখা।
পুরা :gulli: :gulli:
আপনি দেখি ছুপা রুস্তম ভাইজান।
কেন জানি এই একটা লাইন মাথায় ঘুরে বেড়াচ্ছে। :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অই, গুল্লি যে মারতেছিস, স্যমের কপিরাইট দে দ্রুত। নয়ত বোমাবাজি শুরু হয়ে যাবে। এই ধরনের কবিতা এখন পেটে বোম মারলেও বের হবে না। চিন্তাধারার সাথে কবিতার একটা সম্পর্ক আছে।
তুই দেখি নয়া বিদ্রোহী কবি শার্লী ।
একদম ঠিক কথা ।
ছাপোষা বাঙালী হয়ে গেছি ভাই। এখন আর বিদ্রোহ আসে না ভেতর থেকে।
তোর ব্যান চাই।
মনে হচ্ছে কেন আমি এইরকম লেখতে পারিনা :((
অন্যরকম তো পারছিস 😛
ঐ
আমি কি এই জীবনে তোর মত লিখতে পারছি রে ব্যাটা। কই আমি তো তোর ব্যান চাই না। এখন থেকে ব্যাঞ্চাওয়া শুরু করব :grr: :grr:
:thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি যে বলেন ভাই, আমিও সুগার খাওয়ার চেষ্টায় রত আছি। বিদ্রোহ আর রন্ধ্রে নেই।
খুব ভালো লিখছ মিয়া...
লজ্জা দিলেন ভাই :shy: