অক্লান্ত বনিক

আজ আমি আমার জীবনের স্বাধীনতা কিনতে এসেছি ।
রক্তাক্ত মানুষের আর্তনাদে ব্যাবসায়ীর হাঁকানো দামের কন্ঠ
স্তব্ধ করে দিতে এসেছি ।
আজ আমি অনেক চড়া মূল্যে বিকানো ইতিহাস কিনতে এসেছি………
সাড়ে ১৬ কোটির ভীড়ে ৩০ লক্ষ প্রাণ কি নিতান্তই তুচ্ছ নয় ???

আজ আমি রক্ত-লাল মসলিনে মোড়ানো স্বাধীনতা কিনতে এসেছি ।
তরল রক্তের বানে পরাধীনতার জঙ্গলকে পবিত্র করতে এসেছি ।
আমি আজ নতুন করে আমার জাতির ইতিহাস লিখতে এসেছি ।

সে ইতিহাসে কোন যুদ্ধ থাকবে না ,
অধরা স্বপ্নের জন্য জীবন দেয়া কোন শহীদ থাকবে না ,
পশুর থাবায় হারিয়ে যাওয়া কোন বীরাঙ্গনা থাকবে না ,
যুদ্ধের কোন ইমাম বা কোন মুয়াজ্জিন থাকবে না ।

আজ আমি শ্বাপদ সঙ্কুল এই সুন্দরবনকে অভয়ারণ্যে রূপান্তর করতে এসেছি ।
এখানে কোন হিংস্র জানোয়ার থাকবে না,
২ দলে বিভক্ত রক্তপিপাসু হায়নাকে ঘিরে চতুর শিয়ালের দল থাকবে না,
আমার ভাইয়ের লাশ নিয়ে টানাটানি করা উর্দিপরা বুনো কুকুরের দল থাকবে না,
আমার পরিত্যাক্ত কবর থেকে বেরোন কোন কালো বেড়াল থাকবে না,
গলিত শাহানার মৃতদেহে কোন কুমিরের লোলুপ দৃষ্টি থাকবে না,
রাজদন্ডের পূজায় ভগবানের ভেট – দগ্ধ, রক্তাক্ত গিনিপিগ থাকবে না ,
সেখানে জনশূন্য, পরিত্যাক্ত কোন রাজসভা থাকবে না ।

আজ আমি আমার রক্তের দামে এক নতুন শহর কিনতে এসেছি ।
সেখানে মশাল হাতে কোন আগুন ব্যাবসায়ী নেই,
সেখানে বিকৃত লাশের কোন দালাল নেই,
সেখানে সন্তানের প্রত্যাবর্তনের আশায় উৎকন্ঠিত কোন মা নেই,
জীবন বাচিয়ে ফেরা পিতার কাঁধে কোন সন্তানের লাশ নেই,
যেখানে ধর্মরাজনীতির ভগবানের ভেট -রক্তাক্ত কোন গিনিপিগ নেই ।

এক বাজারের সন্ধানে বন্দর থেকে বন্দরে ঘুরেচলা বনিক আমি
অক্লান্ত ছুটে চলেছি বিরতিহীন, এক অনন্ত পথে………………..

৩৯৯ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।