একটা কবিতা লেখার স্বপ্ন আমার বহুদিনের ।
নিজের আবেগ অনুভূতি উজাড় করে –
শ্বেত-শুভ্র কাগজে কাল বর্ণের কিছু বিচিত্র সাংকেতিক বর্ণে,
শব্দ-ছন্দ যেথায় তরঙ্গের খেলায় মাতে,
একবার চোখ বুলালেই বারবার দেখতে সাধ জাগে-
এমন কিছু ।
কি লিখি বলত ? কিভাবে ? কি নিয়ে লিখি ?
এ্যাডভেঞ্চারহীন, সাদামাটা একাকী এক জীবন আমার ।
কখনো সাধ হয়নি আকাশে ওড়ার,
কখনো সমুদ্রে ডুব দিয়ে মুক্তো আনার চেষ্টাও করে দেখিনি,
কখনো মনে হয়নি আমার পৃথিবী কত সুন্দর,পরিপূর্ণ, বিচিত্র বর্ণি্ল,
পথের দুঃখী শিশুটিকে দেখে বেদনায় কাতর হয়ে চোখ ভিজে উঠেছে কি কখনও ?
মরা শুষ্ক গাঙ্গের মত এই জীবন যেন মরা এক খালে পরিনত হচ্ছে
দিনদিন- আবেগের জলহীন ।
সেখানে স্থান পায় না কোন আবেগ-অনুভুতি,স্নেহ-ভালবাসা—শুধু একাকিত্ব ছাড়া ।
আমি বসে থাকি সারাদিন- একা,একাকী,নিভৃতে,আড়ালে,আঁধারে,
সেখানে কোন শব্দ নেই, নেই কোলাহল, কলরব,
নেই কোন বন্ধুর উদাত্ত আহ্বান অথবা প্রত্যাখ্যান-
শুধু রয়ে গেছি আমি, বিস্তীর্ণ এই জলাভূমির মাঝে।
সঙ্গীহীন, সাথীহীন আমার একাকিত্বের সাথে কথা কই
বারে বারে শুধাই –” ভাল আছ তো?”
১৬ টি মন্তব্য : “আমি আর আমার একাকিত্ব”
মন্তব্য করুন
🙂
পেরথম স্থান অধিকার।
😮 😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোর সুপ্ত প্রতিভা এত দিন কোথায় গুপ্ত ছিল?
হা হা হাহা হাহা হা :)) :khekz:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
সুন্দর হইছে। :clap: :clap:
খুব সুন্দর হইসে 😀 😀
carry on sir :clap:
:clap: :clap:
সুন্দর হইছে ভাই।
এত একাকীত্ব কিসের???
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভাইরে,,,,,,এই একাকীত্ব আর কিছুই না শুধু কোন বন্ধু বান্ধব বিহীন একা একা থাকার কষ্ট ছাড়া
আমি ভাইয়া সি সি আর+টি.এইচ'এর কিবরিয়া। চিনতে পারছেন?
কোথায় আছেন এখন আপনি??
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
তাই??? 😮
আমাদের সবার সাথে আড্ডা দেয়ার সময়ও তোর একাকিত্ব কাটে না। 😀
তুমি তো বেশ লিখছো হে!
খুব ভালো লাগলো.....
'একাকিত্ব' বানানটা বোধ হয় এমন হবে, একটু দেখো তো!
আরো কিছু, যেমন: 'সাদামাঠা' না, সাদামাটা;
'পরিপুর্ণ' না, পরিপূর্ণ
'জলাভুমি' না, 'জলাভূমি'
তবে তুমি যা বলতে চেয়েছো, তা খুব স্পষ্ট।
পুরো লেখাটা একাকিত্বের ব্যথায় থরথর করে কাঁপাছে......
নুপুর ভাই্, আমার লেখা আপনি পড়ছেন দেখেই খুব আনন্দ লাগতেছে :awesome:
ভুলগুলো ঠিক করে নিলাম :hatsoff:
কবিতা পড়ে ভালো লাগলো...
একাকিত্ব দূর হোক 😉
কিরেমাহমুইদ্যাতুইকেমনাছিস্রে?