দূর্ঘটনাত্তোর আমার কিছু ছবি

হাসপাতাল থেকে ছাড়া পাবার পর

হাসপাতাল থেকে ছাড়া পাবার পর

১লা ফেব্রুয়ারী লেভেল-৩ হাসপাতালে

১লা ফেব্রুয়ারী লেভেল-৩ হাসপাতালে

২২ টি মন্তব্য : “দূর্ঘটনাত্তোর আমার কিছু ছবি”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    কত কইরা কইলাম বিড়ি খাইয়েন না, খাইয়েন না, শুনলেন না, দেখছেন তো বুড়া হই গেছেন।

    যাক বাবা, বাম হাত। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্রথম ছবিটা দেখে কেমন ধাক্কা মতন লাগল...

    তাও হাজার শুকরিয়া যে, মারাত্মক কোন আঘাত পান নাই...
    এরপরের ছবিটা হাসি হাসি মুখের না দিলে আপনার খবর আছে... x-(


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।